আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর


৩১ তারিখ নয়, ২৮ মার্চ তারিখেই আর্থিক বছর শেষ হয়ে যাচ্ছে। কারণ আর্থিক বছরের শেষ তিনদিন ছুটি। সুতরাং বন্ধ থাকবে সরকারি অফিস। শুক্রবার গুড ফ্রাইডে, শনিবার এবং রবিবার উইকেন্ডের স্বাভাবিক ছুটি। আর তার জেরে ৩১ মার্চের বদলে ২৮ মার্চ তারিখই আর্থিক বছরের শেষদিন হিসেবে ধরা হবে। আজ, বৃহস্পতিবার বিকেল ৪টের পর নতুন করে আর কোনও বিল জমা দেওয়া যাবে না ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে। তাছাড়া পরপর তিনদিন ছুটি থাকায় এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য অর্থদফতর। শুনতে অস্বাভাবিক লাগলেও এমনটাই ঘটেছে। আর্থিক বছর আজ শেষ হয়ে যাচ্ছে।

এদিকে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় একাধিক দফতর—বিশেষ করে পূর্ত, পরিবহণ, সেচ, জনস্বাস্থ্য কারিগরি–সহ আরও কয়েকটি দফতর বড় সমস্যায় পড়ে গিয়েছে। কারণ, আর্থিক বছরের শেষে টানা তিন দিন ট্রেজারি বন্ধ থাকবে। সুতরাং সংশোধিত বাজেটের খরচ নিশ্চিত করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আবার এই দফতরগুলিকে নিত্যপ্রয়োজনীয় কাজের মধ্যে দিয়ে হাঁটতে হয়। আজ, বৃহস্পতিবার বিকেল থেকে সব আর্থিক লেনদেন বন্ধ হয়ে যাবে। তাই সমস্যা বেড়েছে। অর্থ দফতর তো অনেকদিন আগেই জানিয়েছিল। তা সত্ত্বেও কেন এই আশঙ্কা? উঠছে প্রশ্ন। নবান্ন সূত্রে খবর, সাধারণ সময়ে সমস্ত ওয়াকর্স দফতরের ইঞ্জিনিয়াররা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার উপরজোর দেন। আর মার্চের শেষে তাঁরা হয়ে যাওয়া কাজের বিল জমা দেন। এটাই চিরকাল হয়ে আসছে। তাই এবারও অন্যথা হয়নি। এই তিনদিন পাওয়া গেলে আরও বেশি টাকা ‘রিলিজ’ করা যেত।

আরও পড়ুন:‌ বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করলেন তৃণমূলের দেবাংশু

অন্যদিকে চলতি মাসের শেষ তিনদিন ছুটি থাকবে সেটা আগেই নির্দেশিকা জারি করে জানিয়েছিল অর্থ দফতর। সেই নির্দেশিকা মেনে কাজ করতে বলা হয়েছিল সব দফতরকে। আর সেই নির্দেশিকা মানা হলে আজ দফতরগুলিকে বিপাকে পড়তে হতো না। আর বিপাকে পড়া দফতরগুলি পাল্টা যুক্তি দিয়েছে। অর্থ দফতরের নির্দেশিকা তাদের হাতে আসা মাত্রই সেটা মেনে কাজ শুরু করা হয়েছিল। কিন্তু পূর্ত, পরিবহণ, সেচের মতো দফতরগুলিকে জেলায় প্রত্যেকদিন কোনও না কোনও নির্মাণ কাজের সঙ্গে যুক্ত হতে হয়। সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে অনেক কাজ করতে হয়। তাই নির্দেশিকা আর বাস্তব পরিস্থিতির ফারাক হয়েই যায়।

এছাড়া গত শনিবার থেকে টানা ছুটি ছিল। গত শনিবার ও রবিবার ছুটি ছিল। যেটা নিয়ম অনুয়ায়ী থাকে। সোমবার এবং মঙ্গলবার দোল আর হোলি উৎসবে ছুটি থাকায় পর পর চার দিন ছুটি পড়ে গিয়েছিল। বুধবার ও বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকলেও, আবার শুক্রবার থেকে পর পর টানা তিন দিন ছুটি পড়েছে। অর্থাৎ এই মাসের শেষ ৯ দিনে মাত্র দু’দিন সরকারি দফতর খোলা ছিল। শেষ তিনদিনের ছুটির কথা আগেই জানিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল অর্থ দফতর। সেটা মেনেই কাজ করতে বলা হয়েছিল সমস্ত দফতর এবং ট্রেজারির অফিসারদের। ১৮ মার্চের পরে কোনও দফতর বিল জমা দিলে সেটা যাচাই করে সেদিনেই নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয় ট্রেজারির অফিসারদের।



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Ration Scam: রেশন দুর্নীতিতে ৮৭টা অভিযোগ পেয়েও চোখ কান বুজে বসেছিল পুলিশ, মানল রাজ্য সরকার

রেশন দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য পুলিশ। তাতে রাজ্যে রেশন দুর্নীতির ৮৭টি…

26 mins ago

Israel-Hamas War: ভয়ঙ্কর চাপে ইসরায়েল, এক্ষুনি যুদ্ধ থামাতে হবে! যুক্তরাষ্ট্রের বড় দাবি

  Israel-Hamas War: বিশ্রী রকম চাপে জর্জরিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। টানাটানি হচ্ছে তাঁর গদি নিয়ে।…

2 hours ago

Abhijit Ganguly: পুলিশের দায়ের করা খুনের চেষ্টার মামলা চ্যালেঞ্জ করে আদালতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা FIRকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তমলুকের বিজেপি প্রার্থী…

3 hours ago

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলোই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের…

3 hours ago

মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

ডেস্ক: পটনায় জমজমাট রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর পাশে সারাক্ষণ বিজেপির প্রতীক হাতে…

4 hours ago

এবার জয়পুরের স্কুলে মেল, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

জয়পুর: দিল্লি, আমদাবাদের পর এবার রাজস্থানের জয়পুর। জয়পুরের অত্যন্ত চারটে স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার…

5 hours ago