Homeআপডেট২০১৯ সালে ৩০৩, এ...

২০১৯ সালে ৩০৩, এ বার ৩৭০ আসনের দাবি! প্রধানমন্ত্রী মোদীর ভবিষ্যদ্বাণীর নেপথ্যে রয়েছে কোন অঙ্ক


নয়াদিল্লি: এপ্রিল-মে মাসে লোকসভা ভোটে। তার আগে বড়োসড়ো ভবিষ্যদ্বাণী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদে দাঁড়িয়ে তিনি জোরের সঙ্গে দাবি করেন, ‘‘২০২৪ সালের লোকসভা ভোটে এনডিএ ৪০০-র বেশি আসন পাবে।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবিকে বিজেপি তাঁর দাবিকে আস্থা বলে অভিহিত করছে। অন্য দিকে, বিরোধী দলগুলি একে অহংকার বলে কটাক্ষ করছে। রাষ্ট্রপতির ভাষণের উত্তর লোকসভায় জবাবি ভাষণের সময়, প্রধানমন্ত্রী মোদী প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে আসনের টার্গেট সামনে রেখেছেন।

গতকাল প্রধানমন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের টানা তৃতীয় মেয়াদে দেশ তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। গোটা দেশ বলছে আবকি বার, ৪০০ পার। দেশের মেজাজ বলছে, এনডিএ ৪০০ পার করবেই। ভারতীয় জনতা পার্টি ৩৭০ আসন অবশ্যই পাবে।

প্রধানমন্ত্রী মোদীর এই দাবির পর বিরোধীদের পক্ষ থেকে শুরু হয়েছে পাল্টা বিবৃতি। কেউ কেউ এমনও প্রশ্ন তুলছেন, তা হলে কি ভোটের আগে থেকেই ইভিএম সেট করা হয়েছে? আবার অনেকেই, প্রধানমন্ত্রীর দাবিকে স্বপ্ন বলেও কটাক্ষ করছেন।

অন্য দিকে, রাজনৈতিক মহলের একাংশের মতে, মোদীর এই দাবির পক্ষে গত তিন বছরের লোকসভা নির্বাচনের প্রবণতা এবং বিশেষ এক অঙ্ক থাকতে পারে।

পরিসংখ্যান বলছে, শেষ তিনটি অর্থাৎ, ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে এমন ৯৫টি আসন রয়েছে, যেগুলিতে তিনবারই বিজেপি জিতেছে। অন্য দিকে, এই তিনটি নির্বাচনে মাত্র ১৭টি আসনে তিন বারই জিতেছিল কংগ্রেস। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে এমন ১৭৩টি আসন রয়েছে, যেখানে দু’বারই জিতেছিল বিজেপি, সেই জায়গায় মাত্র ৩৪টি আসনে দু’বারই জিতেছিল কংগ্রেস। এই আসনগুলিকেই বিজেপি এবং কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে ধরা যেতে পারে।

এ বার দুর্বল আসনগুলির দিকে তাকানো যেতে পারে। দেশের ১৯৯টি এমন আসন রয়েছে, যেখানে বিজেপি শেষ তিনটি লোকসভা আসনে জিততে পারেনি। অন্য দিকে, ৩০৯টি এমন আসন রয়েছে, যেখানে কংগ্রেস এই তিনটি নির্বাচনের একটিতেও জিততে পারেনি। এ ছাড়া ৭৬টি এমন আসন রয়েছে, যেখানে বিজেপি এক বার মাত্র জিতেছে। এ ধরনের কংগ্রেসের খাতায় রয়েছে এমন ১৮৩টি আসন, যেখানে এক বার মাত্র জিতেছে।

২০১৯ সালের নির্বাচনে, বিজেপি ৪৩৫টি আসনে প্রার্থী দিয়েছে এবং ৫০ শতাংশের বেশি ভোটের ব্যবধানে ২২৪টি আসনে জয়ী হয়েছে। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ১৩৬। অর্থাৎ ২০১৯ সালে ৮৮টি আসন বেড়েছে। এ বার এই সংখ্যা আরও বাড়বে বলে দাবি প্রধানমন্ত্রী মোদীর। অর্থাৎ, বিজেপি অনুমান করছে যে তারা ২২৪টি আসনে আগের জয়ের পুনরাবৃত্তি ঘটাতে পারবে।

কিন্তু তর্কের খাতিরে ২৭০টি আসনে জিততে পারলেও ৩৭০ আসন তার থেকে অনেক দূরে। এর জন্য রয়েছে আরও একটি ইতিবাচক দিক। ২০১৯ সালের লোকসভা ভোটে নিজেদের জেতা ৭৫ শতাংশ আসনে এক লক্ষেরও বেশি ব্যবধানে জিতেছিল বিজেপি। এক লক্ষেরও বেশি ব্যবধানে ২১০টি আসন জিতেছিল বিজেপি। সেই জায়গায় মাত্র ১০টি আসনে ১০ হাজার ভোটের ব্য়বধানে এবং ৩০টি আসনে ১০ থেকে ৫০ হাজারের ব্যবধানে জয়ী হয়েছিল বিজেপি।

এমনটাও হতে পারে, ২০১৯-এর বেশি ভোটের ব্যবধানে জেতা আসন বিজেপির হাতে থাকবে এবং এর সঙ্গে আরও ৬৭টি আসন যুক্ত হতে পারে। এখন প্রশ্ন হল ৬৭টি আসন কী ভাবে বাড়বে? এ নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, ৭২টি আসনে বিজেপির ভোটের হার ৫ শতাংশ বাড়লে এবং বিরোধীদের ভোট কমে গেলে ৩৮ শতাংশ আসন বাড়তে পারে।

আর এটা হতে পারে ছয় রাজ্যের ফলাফলের উপর নির্ভর করে। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু, কর্নাটকে দলের পারফরম্যান্স ভালো হলে বিজেপির পক্ষে ৩৭০-এর ভবিষ্যদ্বাণী মিলিয়ে দেওয়া সহজ হতে পারে। তবে, সবকিছুই নির্ভর করছে পরিবর্তিত পরিস্থিতির উপর।

আরও পড়ুন: ‘বিজেপি ৩৭০, এনডিএ ৪০০ পার’, সংসদে দাঁড়িয়ে দাবি প্রধানমন্ত্রী মোদীর



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

জুলাইয়ের মধ্যে প্রথম এলসিএ মার্ক-১এ যুদ্ধবিমান পাবে ভারতীয় বায়ুসেনা, আরও অর্ডার পাচ্ছে হ্যাল

নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনা এই বছরের জুলাইয়ের মধ্যে দেশের প্রথম এলসিএ...

মুম্বই হোর্ডিং বিপর্যয়: অবৈধ বিলবোর্ডের মালিক উদয়পুরে গ্রেফতার

ডেস্ক: মুম্বইয়ের অবৈধ বিলবোর্ডের মালিক ভবেশ ভিড়ে ধরা পড়লেন।...

Adhir Chowdhury meets Mukul Roy: দাদা কেমন আছেন? মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী

মুকুল রায়কে দেখতে কাঁচরাপাড়ার বাড়িতে হাজির কংগ্রেস নেতা অধীর...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Fact Check: ‘তৃণমূল কর্মী ও কুকুরের প্রবেশ নিষেধ’, সত্যিই কি এমন আছে বাড়িতে? জানুন সত্যিটা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করে নেটিজেনদের অনেকে দাবি করেন, ওই ছবিতে একটি বাড়ির গেটে থাকা ব্যানারে তৃণমূল (TMC) কর্মীদের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে এবং তাদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।বুম দেখে ব্যানারের লেখাটি ডিজিটাল উপায়ে সম্পাদনা করে বদলে ফেলা হয়েছে।...

জুলাইয়ের মধ্যে প্রথম এলসিএ মার্ক-১এ যুদ্ধবিমান পাবে ভারতীয় বায়ুসেনা, আরও অর্ডার পাচ্ছে হ্যাল

নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনা এই বছরের জুলাইয়ের মধ্যে দেশের প্রথম এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমান পাবে বলে আশা করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতীয় বায়ুসেনার কাছে এই বিমানটি হস্তান্তরের আশা করা হয়েছিল, কিন্তু প্রযুক্তিগত কারণে এটি কিছুটা বিলম্বিত হয়ে যায়। জুলাইয়ের মধ্যে হস্তান্তরের আশা ভারতীয় বায়ুসেনা এবং পাবলিক সেক্টর...

মুম্বই হোর্ডিং বিপর্যয়: অবৈধ বিলবোর্ডের মালিক উদয়পুরে গ্রেফতার

ডেস্ক: মুম্বইয়ের অবৈধ বিলবোর্ডের মালিক ভবেশ ভিড়ে ধরা পড়লেন। তাঁরই কোম্পানি ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেডের বিশাল অবৈধ বিলবোর্ড ভেঙে পড়ে মুম্বইয়ের প্রাণ হারান ১৬ জন। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা বৃহস্পতিবার উদয়পুরে ভবেশ ভিড়েকে গ্রেফতার করে। তাঁকে মুম্বই নিয়ে আসা হচ্ছে। গত সোমবার প্রবল ঝড়ে ঘাটকোপারে...

Adhir Chowdhury meets Mukul Roy: দাদা কেমন আছেন? মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী

মুকুল রায়কে দেখতে কাঁচরাপাড়ার বাড়িতে হাজির কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বৃহস্পতিবার অধীর চৌধুরী গিয়েছিলেন ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের প্রচারে। আর সেখানে এসে একবার কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে ঘুরে গেলেন অধীর। তবে সূত্রের খবর এদিন এটা ছিল নেহাতই বর্ষীয়ান নেতার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার জন্য...

Israel vs Palestine conflict: ফিলিস্তিন পাবে বড় মর্যাদা, স্বাধীন রাষ্ট্র গঠনে তৎপর আরব বিশ্ব! ইসরায়েলের সর্বনাশ

  Israel vs Palestine conflict: ফিলিস্তিনের ভাগ্য ফিরতে হয়ত আর বেশি দেরি নেই। আরব দেশগুলো জোট বাঁধছে ফিলিস্তিনের হয়ে। গাজা ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েল হারাতে চলেছে বড় সাপোর্ট। একদিকে গাজায় যেমন ফিলিস্তিনিরা তাদের সর্বস্ব হারাচ্ছে, আবার ঘুরপথে এই গাজাই ফিলিস্তিনকে এনে দিতে পারে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা। কথাটা...

Malda News: খুব সাবধান! বাজ পড়ে ১১জনের মৃত্যু, ভয়াবহ কাণ্ড মালদায়, ঘরে ঘরে কান্নার রোল!

একজন দুজন নয়, একেবারে ১১জনের মৃত্যু বজ্রপাতে। মালদায় একেবারে মর্মান্তিক ঘটনা। একের পর এক ব্যক্তির মৃত্যু বজ্রাঘাতে।  বৃহস্পতিবার দুপুরে আচমকাই ঝড় বৃষ্টি শুরু হয় মালদায়। এদিকে মালদা মানেই আমের জেলা। আর ঝড় বৃষ্টি মানেই আম পড়ে টপাটপ।সেই ঝড় বৃষ্টির মধ্য়েই আম কুড়োতে গিয়েছিল কয়েকজন। কিন্তু...

Narendrapur Ramakrishna Mission in HS: স্ক্রুটিনির পরে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নরেন্দ্রপুরের আরও ৪ জন, সবমিলিয়ে ১০!

এমনিতেই দুর্দান্ত রেজাল্ট হয়েছিল। স্ক্রুটিনির রেজাল্টের পরে উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় জায়গা করে নিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আরও চারজন পড়ুয়া। প্রাথমিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় ছয়জন ছিলেন। স্ক্রুনিটির পরে মেধাতালিকায় মোট ১০ জন জায়গা করে নিলেন। একজন দ্বিতীয় হয়েছেন। ষষ্ঠ স্থান অধিকার করেছেন একজন। অষ্টম স্থানে...

Matua infighting: শান্তনুর বিরুদ্ধে অনশনে অসুস্থ মমতাবালার মেয়ে, শুনছেন না ডাক্তারদের কথা

বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পৈতৃক ভিটেবাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করার অভিযোগ তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। এরপরেই ভিটে বাড়ি ফেরত পেতে সোমবার সকাল থেকে শান্তনুর বিরুদ্ধে প্রয়াত বীণাপাণি দেবীর ঘরের বাইরে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা...

BJP leader beaten: চলন্ত বাইক থেকে ফেলে শুভেন্দুকে মারধর, কাঠগড়ায় ঘাসফুল, ‘এসব নাটক’ দাবি TMC-র

লোকসভা নির্বাচনের মধ্যেই কেশপুরে আবারও আক্রান্ত বিজেপি। এবার বিজেপির মণ্ডল সভাপতিকে চলন্ত বাইক থেকে ফেলে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত। অভিযোগ, মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখানোর পাশাপাশি বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। গুরুতর আহত...

Prostate operation in five minutes: জলীয় বাষ্পের সাহায্যে ৫ মিনিটে প্রস্টেটের অপারেশন, নজির গড়ল NRS

কোনওরকমের কাটাছেঁড়া ছাড়াই একেবারে অভিনব পদ্ধতিতে প্রস্টেটের অস্ত্রোপচার করে নজির গড়ল কলকাতার এনআরএস হাসপাতাল। আর এই অস্ত্রোপচার হয়েছে মাত্র ৫ মিনিটে। এই সম্পূর্ণ অস্ত্রোপচার করা হয়েছে জলীয় বাষ্প বা স্টিমের সাহায্যে। চিকিৎসকদের পরিভাষায় এই পদ্ধতির নাম হল ‘ওয়াটার ভেপার থেরাপি’। হাসপাতালের দাবি, দেশের সরকারি...

Attack on police: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বিবাদ, মেটাতে গিয়ে আক্রান্ত ৭ পুলিশকর্মী, ঝরল রক্ত

বিবাহ বহির্ভূত সম্পর্ক। তাই নিয়ে দুই পরিবারের মধ্যে চলছিল বিবাদ। আর সেই বিবাদ মেটাতে গিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠল এলাকা। ক্ষুব্ধ গ্রামবাসীদের রোষের মুখে পড়ল পুলিশ। উত্তেজিত জনতা পুলিশকে বাঁশ, লাঠি, ইট-পাথর দিয়ে হামলা চালাল। তাতে ঝরল রক্ত। ঘটনায় ৭ জন পুলিশ কর্মী আহত হয়েছেন।...

Israel-Hamas War: হামাসকে সুস্থ করছে তুরস্ক! লণ্ডভণ্ড গাজা, ভয় পাচ্ছে জাতিসংঘ

  Israel-Hamas War: ফিলিস্তিনিদের পাশে শক্ত হাতে দাঁড়াল তুরস্ক। তুরস্কের মাটিতে চিকিৎসা চলছে ফিলিস্তিনি যোদ্ধাদের। যাকে কেন্দ্র করে, গোটা বিশ্বজুড়ে হৈচৈ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যা বললেন শুনে অবাক হয়ে যাবেন। তাহলে কি, তুরস্কেই গা ঢাকা দিয়ে রয়েছে আহত হামাস সেনারা? তলে তলে হামাসের শক্তি জোগাচ্ছে তুরস্ক? তুরস্ক...