Home ব্লগবাজি অনলাইন ~ সোমাদ্রি সাহা

অনলাইন ~ সোমাদ্রি সাহা

অনলাইন    ~   সোমাদ্রি সাহা
অনলাইন
~~~~~~~~~~~~~~~~~~~~~
ছাপা বই হ্রাস পাবেই, অনলাইন থাকবে বেঁচে
ব্যাংকে অনলাইন লেনদেন পরে পাসবুকে ওঠে

কী হবে ছেপে যদি না করতে পারো তুমি নাম
একজনও মন থেকে পড়লে সেটাই জন্ম ইনাম

বাংলা ভাষার ইথার উড়ান সবচেয়ে দামী আজ
ভাল মানের লেখা খোঁজাই হোক আমাদের কাজ

ভাল গান রেডিও শোনায় তবে গিয়ে কিনি সেটা
দাও গালি, বলো আমাকে এই ছেলেটা  ভেলভেলেটা

আমি অনলাইনে রেখে যাব, যা ছিল সবটুকু রোজ
পিঁপড়ের একদানা চিনি দরকার, পাহাড়ের কেন খোঁজ

শুধু একজন আদর্শ পাঠক চাই, যে বুঝবে আমার মন
হাজার পাতা বই উইপোকার খাদ্য, আমার চাই প্রিয়জন

অনলাইন সবটুকু বুঝে নাও মেধা সম্পত্তির সিংহাসন
না বিক্রি হওয়া বই স্বপ্নের দিনে নয় কী কেবল প্রহশন?


সোমাদ্রি সাহা~ 07/07/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here