Home ব্লগবাজি ক্যানভাস ~ শৈলেন রায়

ক্যানভাস ~ শৈলেন রায়

ক্যানভাস  ~     শৈলেন রায়
ক্যানভাস
********************************

ভাবনার বিসুভিয়াস দেখে এলাম
চটজলদি রূপায়নের রূপ,
অরূপকে পরতে পরতে রং--
চাপিয়ে রং-বাহারি করে তুললো।

চশমাটা খুলে যেই মুছতে গেছি
দেখি কোন আগল নেই,
একেবারে মুখোমুখি -
শুভদৃষ্টির মত গা-ছমছমে
রোমাঞ্চকর স্মৃতি।দুটি সূর্য-
আমার দু'চোখের সামনে একেবারে!
আমার মাটিতে পা ,হাওয়ায়
শরীর।.

মেঘ যেমন করে তার নমনীয়তা
দিয়ে, আলোকে বশ করে
যেমন করে আমার -
রক্তজবা চোখ দুটো বার বার
তোমার স্পর্শে, রজনীগন্ধার মত
আদুরে বেড়াল-টা হয়ে যায়--!
ভাবনার রেলগাড়ি সমান্তরাল
দু'টি রেলে চলে পরস্পরকে--
ছোঁয় না কখনো,
তবুও দুর্ঘটনা ঘটে,
বুকফাটা আর্তনাদে কেঁপেওঠে
পৃথিবীর আকাশ বাতাস।

তাই তো গড়েছি ক্যানভাস
ভাবনার তুলি নিয়ে-
সব কিছু মুছে দেব,
দু'হাতে মারব টান আকাশের
বুকে, তখনো আমার পায়ে-
মাটির পৃথিবী, দৃষ্টি শুধু-
উর্দ্ধাকাশে তারাদের পানে।
মাথার উপরে উন্মুক্ত ক্যানভাস।


শৈলেন রায়   ~ 07/07/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here