আজ ‘‌জনগর্জন’‌, ৪২ লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করা হবে ব্রিগেড সমাবেশ থেকেই!


২০১৯ সালের পর ২০২৪। পাঁচ বছর পর আবার ব্রিগেডে সমাবেশ করছে তৃণমূল কংগ্রেস। আজ, রবিবার লোকসভা নির্বাচনের প্রাক্কালে ব্রিগেড ময়দান প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‌জনগর্জন’‌ সভার জন্য। মোদী সরকারকে কার্যত অত্যাচারী ব্রিটিশ এবং জমিদারদের সঙ্গে এক আসনে বসিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্রিটিশ সাম্রাজ্যের যেমন পতন হয়েছে, তেমন কেন্দ্রের ক্ষমতা থেকে উৎখাত হবে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় এটাই পোস্ট করা হয়েছে। আজ, রবিবার লাখ লাখ মানুষের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। ‘জমিদার বিজেপি’কে বিসর্জন দেওয়ার ডাকও দেবেন তিনি বলে সূত্রের খবর।

এদিকে ব্রিগেডের মঞ্চ থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, বাংলার ৪২টি আসনের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে। সেই তালিকা এবার ব্রিগেডে কয়েক লক্ষ মানুষের সামনেই প্রকাশ্যে আনবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কর্মী–সমর্থকরা তাকিয়ে আছেন, লোকসভা নির্বাচনের আগে কী বার্তা দেন নেত্রী ও দলের সেনাপতি তা শোনার জন্য। আজকের সভায় যোগ দিতে ইতিমধ্যেই সব জেলা থেকে মানুষ আসা শুরু করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস কর্মী–সমর্থকরা গত পাঁচদিন ধরে আছেন। বিভিন্ন জায়গায় তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সেসব জায়গা গিয়ে দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:‌ ‘‌কংগ্রেস জিতলে বিজেপির সঙ্গে হাত মেলাবে’‌, সরাসরি তোপ দাগলেন কেরলের মুখ্যমন্ত্রী

অন্যদিকে মোদী সরকারের জমানায় দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার শিকার বাংলা। একশো দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা–সহ একাধিক প্রকল্পে বিপুল পরিমাণ টাকা বকেয়া আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। প্রাপ্য আদায়ের দাবিতে কলকাতা থেকে নয়াদিল্লি পর্যন্ত আন্দোলন করেও লাভ হয়নি। কেন্দ্রের এই বাংলা বিরোধী মনোভাবের প্রতিবাদে তাই ‘জনগর্জন’ করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই দেখা যাবে অভিনব ঘোষণা। কালীঘাটে দলীয় দফতরে সাংবাদিক বৈঠক করেই আগে প্রার্থী তালিকা ঘোষণা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন ঘোষণার দু’‌একদিন আগে–পরে প্রার্থী ঘোষণা করা হয়। এবার দুটি রীতিই বদলে প্রকাশ্য জনসভায়, ব্রিগেডের ঐতিহাসিক ময়দান থেকে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। রাজ্য–রাজনীতি এটা নতুনত্ব।

এছাড়া ব্রিগেডের মঞ্চ–সহ গোটা ব্যবস্থার মধ্যে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট থাকবে। এই জনগর্জন সভার জন্য মোট ৩টি মঞ্চ করা হয়েছে। একটিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়–সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। অন্য দুটির একটিতে বুদ্ধিজীবী, আমন্ত্রিত ব্যক্তি। আর তৃতীয় মঞ্চে থাকবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ–বিধায়করা। ভিন রাজ্যের নেতা–নেত্রীদেরও দেখা যাবে। ‘আচ্ছে দিন’–এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। আর তারপর তিনি বাংলা তথা দেশের মানুষকে যে দুর্দিন উপহার দিয়েছেন সেটার তথ্য ও ছবি ব্রিগেডের মঞ্চে তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। এখানে যোগদানের ঘটনাও ঘটতে পারে। ৪২টি আসনের প্রার্থীও ঘোষণা হতে পারে।



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Illegal construction: বেআইনি নির্মাণ কীভাবে রুখতে হবে? সব পুরসভাকে পুস্তিকা পাঠাল পুর দফতর

গার্ডেনরিচ কাণ্ডের পরে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। তবে বেআইনি নির্মাণের অভিযোগ শুধু…

7 mins ago

মেট্রোর কাজের জেরে ময়দানে গাছ নিধনের বিকল্প কী?‌ মঙ্গলবার রায়ের সম্ভাবনা কলকাতা হাইকোর্টে

এই বছর প্রবল গরম পড়েছে। সেই গরম থেকে এখনও পুরোপুরি নিস্তার মেলেনি। তখন পরিবেশবিদ থেকে…

1 hour ago

Cyclone Remal: ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল, পণ্ড হতে পারে রাজ্যের ষষ্ঠ দফার ভোটগ্রহণ

পিনাকী ভট্টাচার্যরাজ্যে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ যখন মধ্যগগনে তখন বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। মে মাসের শেষে এই…

2 hours ago

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

4 hours ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

6 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

8 hours ago