Kolkata metro fare list from Ruby: রুবি থেকে ৩২ মেট্রো স্টেশনে যেতে পারবেন! কোথায় কত ভাড়া লাগবে? দেখুন পুরো তালিকা


আগামী শুক্রবার থেকে কলকাতা মেট্রোর তিনটি লাইনের নয়া অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে চলেছে। আর তার ফলে যাত্রীরা একই টিকিটে দক্ষিণেশ্বর থেকে রুবিতে চলে আসতে পারবেন। প্রথমে মেট্রো ধরে নর্থ-সাউথ করিডরের (ব্লু লাইন) কবি সুভাষ স্টেশনে পৌঁছাতে হবে। সেখান থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন) হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) স্টেশনে চলে আসতে পারবেন। আবার একইভাবে হাওড়া ময়দান থেকে যাত্রীরা সোজা পৌঁছাতে পারবেন রুবিতে। সেজন্য হাওড়া থেকে ইস্ট-ওয়েস্ট করিডরের (গ্রিন লাইন) মেট্রো ধরতে হবে। নামতে হবে এসপ্ল্যানেডে। তারপর নর্থ-সাউথ করিডরের মেট্রো ধরে কবি সুভাষে নেমে ফের রুবির মেট্রো ধরতে হবে যাত্রীদের। সবমিলিয়ে রুবি থেকে ৩২টি মেট্রো স্টেশনে যেতে পারবেন।

আরও পড়ুন: Kolkata metro fare list from Esplanade: এসপ্ল্যানেড থেকে যেতে পারবেন ৩০ মেট্রো স্টেশনে! কোথায় কত ভাড়া পড়বে? রইল তালিকা

রুবি থেকে কলকাতা মেট্রোর কোন স্টেশনে যেতে কত ভাড়া লাগবে?

১) হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুকান্ত: ৫ টাকা। 

২) হেমন্ত মুখোপাধ্যায় থেকে জ্যোতিরিন্দ্র নন্দী: ১০ টাকা। 

৩) হেমন্ত মুখোপাধ্যায় থেকে সত্যজিৎ রায়: ১০ টাকা। 

৪) হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া এলাকার জন্য): ২০ টাকা। 

৫) হেমন্ত মুখোপাধ্যায় থেকে শহিদ ক্ষুদিরাম (ব্রিজি এলাকার জন্য): ২৫ টাকা। 

৬) হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি নজরুল (গড়িয়া বাজার এলাকার জন্য): ৩০ টাকা। 

৭) হেমন্ত মুখোপাধ্যায় থেকে গীতাঞ্জলি (নাকতলা এলাকার জন্য): ৩০ টাকা। 

৮) হেমন্ত মুখোপাধ্যায় থেকে মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী এলাকার জন্য): ৩৫ টাকা। 

৯) হেমন্ত মুখোপাধ্যায় থেকে নেতাজি (কুঁদঘাট এলাকার জন্য): ৩৫ টাকা। 

১০) হেমন্ত মুখোপাধ্যায় থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ এলাকার জন্য): ৩৫ টাকা। 

১১) হেমন্ত মুখোপাধ্যায় থেকে রবীন্দ্র সরোবর: ৪০ টাকা। 

১২) হেমন্ত মুখোপাধ্যায় থেকে কালীঘাট: ৪০ টাকা। 

১৩) হেমন্ত মুখোপাধ্যায় থেকে যতীন দাস পার্ক: ৪০ টাকা। 

১৪) হেমন্ত মুখোপাধ্যায় থেকে নেতাজি ভবন: ৪০ টাকা। 

১৫) হেমন্ত মুখোপাধ্যায় থেকে রবীন্দ্র সদন: ৪০ টাকা। 

আরও পড়ুন: Driverless Metro Train: প্রথম চালকবিহীন মেট্রো পাচ্ছে দেশের ‘গার্ডেন সিটি’!বাকি ৩৭ টেস্ট ঘিরে বেঙ্গালুরুতে চলছে তোড়জোড়

১৬) হেমন্ত মুখোপাধ্যায় থেকে ময়দান: ৪০ টাকা। 

১৭) হেমন্ত মুখোপাধ্যায় থেকে পার্কস্ট্রিট: ৪০ টাকা। 

১৮) হেমন্ত মুখোপাধ্যায় থেকে এসপ্ল্যানেড: ৪০ টাকা। 

১৯) হেমন্ত মুখোপাধ্যায় থেকে চাঁদনি চক: ৪০ টাকা। 

২০) হেমন্ত মুখোপাধ্যায় থেকে সেন্ট্রাল: ৪০ টাকা। 

২১) হেমন্ত মুখোপাধ্যায় থেকে মহাত্মা গান্ধী রোড: ৪০ টাকা। 

২২) হেমন্ত মুখোপাধ্যায় থেকে গিরিশ পার্ক: ৪০ টাকা। 

২৩) হেমন্ত মুখোপাধ্যায় থেকে শোভাবাজার সুতানটি: ৪৫ টাকা। 

২৪) হেমন্ত মুখোপাধ্যায় থেকে শ্যামবাজার: ৪৫ টাকা 

২৫) হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলগাছিয়া: ৪৫ টাকা। 

২৬) হেমন্ত মুখোপাধ্যায় থেকে দমদম: ৪৫ টাকা। 

২৭) হেমন্ত মুখোপাধ্যায় থেকে নোয়াপাড়া: ৪৫ টাকা। 

২৮) হেমন্ত মুখোপাধ্যায় থেকে বরানগর: ৪৫ টাকা। 

২৯) হেমন্ত মুখোপাধ্যায় থেকে দক্ষিণেশ্বর: ৪৫ টাকা।

৩০) হেমন্ত মুখোপাধ্যায় থেকে হাওড়া: ৫০ টাকা।

৩১) হেমন্ত মুখোপাধ্যায় থেকে হাওড়া ময়দান: ৫০ টাকা।

আরও পড়ুন: Underwater metro ride cost in Kolkata: মেট্রোয় চেপে গঙ্গার তলায় যেতে ঠিক কত টাকা লাগবে? রইল হিসাব, কবে যেতে পারবেন?



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Cyclone Remal: ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল, পণ্ড হতে পারে রাজ্যের ষষ্ঠ দফার ভোটগ্রহণ

পিনাকী ভট্টাচার্যরাজ্যে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ যখন মধ্যগগনে তখন বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। মে মাসের শেষে এই…

20 mins ago

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

3 hours ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

5 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

7 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

7 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

7 hours ago