Home ব্লগবাজি আমার শহরে ~ জ্যোতির্ময় রায়

আমার শহরে ~ জ্যোতির্ময় রায়

আমার শহরে  ~   জ্যোতির্ময় রায়
আমার শহরে

##
একটা নিস্তব্ধ রাত ,সাইরেন বাজে দূরে
গির্জার ঘণ্টায় তখন  রাত্রি  দুটো ,মৃত আত্মারা একে একে
উঠেছে জেগে । ল্যাম্প পোস্ট ইতিহাস গায় আপন সুরে ।
স্মার্ট ফোনের চোখ ঝিমুয় ,প্রতীক্ষিত প্রেয়সী এখনো জেগে ।।
        কলম্বাস আজও আমেরিকা খুঁজে চলে .... ।।


##
এখন ব্যস্ত ট্রাম ,বাস ,লোকাল ট্রেনের ভিড়ে
টুকরো স্বপ্নের ভেসে যাওয়া ছেঁড়া পালের নৌকা ।
মুখোশের প্রেমিকি আবেদন, ইচ্ছে গুলো মরছে ধীরে ধীরে ।
তুমিও অজান্তে করছো ভুল ,মিলছে না হিসাব চাওয়া পাওয়া ।।
   ইট ,পাথর,সিমেন্ট কিংবা স্টেশনের চতরও কিছু কথা বলে ..... ।।


##
আলসেমি ,কিংবা শীত ঘুম ডাকে পিছু
মাছ ভাতে ,বিরিয়ানীরও  গন্ধ ,
মোহনবাগান ও ইস্ট বেঙ্গল ,জম জমাটি ম্যাচে ,বিবাদ কিছু
চিংড়ি -ইলিশে ,ঘটি-বাঙ্গালের প্রায় লেগে থাকা দ্বন্দ ।
 অচেনা পথিক তবুও একাকী হেঁটে চলে.... ।।

জ্যোতির্ময় রায়:24/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here