Home আপডেট ‘‌উত্তরবঙ্গ উন্নত শিরে দাঁড়িয়ে আছে’‌, শিলিগুড়ি থেকে একাধিক প্রকল্প ঘোষণা মমতার

‘‌উত্তরবঙ্গ উন্নত শিরে দাঁড়িয়ে আছে’‌, শিলিগুড়ি থেকে একাধিক প্রকল্প ঘোষণা মমতার

‘‌উত্তরবঙ্গ উন্নত শিরে দাঁড়িয়ে আছে’‌, শিলিগুড়ি থেকে একাধিক প্রকল্প ঘোষণা মমতার

[ad_1]

দার্জিলিং, বানারহাটের পর আজ, মঙ্গলবার শিলিগুড়িতে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদানের সভা থেকে বিলি করলেন পাট্টা। আর একইসঙ্গে দিলেন একাধিক আশ্বাসও। তারই সঙ্গে এদিন দুয়ারে সরকার ক্যাম্পের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে স্বনির্ভরতার প্রকল্পে আগামী মার্চ মাসের মধ্যে রাজ্যের ১ লক্ষ ৩০ হাজার ছেলেমেয়েকে পাঁচ লক্ষ টাকা করে ঋণ দেবে রাজ্য সরকার। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে দুয়ারে সরকার প্রকল্প রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প। বারবার তাতে সাড়া মিলেছে। দুয়ারে সরকার ক্যাম্প হলেই ঢল নামে বাসিন্দাদের। সামনের বছরের প্রথম দিকেই লোকসভা নির্বাচন। তার আগে দুয়ারে সরকারের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে। আমার কাছে প্রায় ৯ লক্ষ লক্ষ্মী ভাণ্ডার, প্রায় ১২ লক্ষ বিধবা ভাতার কেস এসেছে। আমি রিভিউ করছি। হয়ে গেলে নতুন বছরে পেয়ে যাবেন।’‌ একইসঙ্গে তাঁর বক্তব্য, ‘‌রাজ্যজুড়ে নবম শ্রেণির পাঠরত পড়ুয়াদের ৮৭৭৬টি সরকারি স্কুলে ১২ লক্ষ ২৪ হাজার সাইকেল দেওয়া শুরু হয়েছে। ১৫ জানুয়ারির মধ্যে সবাই সাইকেল পেয়ে যাবেন। এখনও পর্যন্ত এক কোটি ১৫ লক্ষ্যের বেশি ছাত্রছাত্রীকে সাইকেল দিয়েছি। এতে আমাদের ৫০০ কোটি টাকা খরচ হয়েছে।’‌

অন্যদিকে এদিনের সভা থেকেও বকেয়া নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সুর সপ্তমে তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আমাদের যে প্রাপ্য সেই টাকা কেন্দ্র দিচ্ছে না। কী দোষ করেছে বাংলা? কী দোষ করেছে ১০০ দিনের কাজের লোকেরা? আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্য যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। মনে রাখবেন এই টাকা ওদের পকেটের নয়। এটা আমাদের টাকা।’‌ তবে নিজের করা কাজ তুলে ধরে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌এক কোটি এক লক্ষ কৃষককে মোট ২৮০৬ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আগে খরিফ মরশুমে ১ কোটি ১ লক্ষ কৃষককে ২৭৬৪ কোটি টাকার সহায়তা দিয়েছি। এই অনুষ্ঠান থেকে ১০০০ জনের বেশি মানুষকে কৃষক বন্ধু মারা গিয়েছেন তাদের দু’‌লক্ষ টাকা করে ডেথ বেনিফিট দেওয়া হচ্ছে। এখান থেকে ৪৭টি প্রজেক্টর উদ্বোধন করা হল। যার ব্যয় ১১৪৯ কোটি ১২ লক্ষ টাকার বেশি।’‌

আরও পড়ুন:‌ ‘সরকারে এলে দেখাব’, উত্তরকন্যা অভিযানে পুলিশের বাধা পেয়ে হুঙ্কার শুভেন্দুর

এছাড়া এদিন ৪৭টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার জন্য ব্যয় হয়েছে ১ হাজার ১৪৯ কোটি ১২ লক্ষ টাকার বেশি। বিভিন্ন প্রকল্পের শিলন্যাস করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে মাটিগাড়াতে ক্যান্সার কেয়ার হাসপাতাল। ৫১১ কোটি টাকা ব্যয়ে শিলিগুড়িতে জলপ্রকল্পের সম্প্রসারণ করা হচ্ছে। ২১৮ কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি শহরের ওভারহেড বৈদ্যুতিক তারকে আন্ডারগ্রাউন্ড করা হবে। তাঁর কথায়, ‘‌২২৫ কোটি টাকা ব্যয়ে মহানন্দা ও বালাসন নদীর কাজ হচ্ছে। যে চা–বাগান দীর্ঘদিন বন্ধ আছে সেই চা–বাগান অধিগ্রহণ করে শ্রমিকদের পাট্টা দেওয়া হচ্ছে। আমরা ১০ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দিয়েছি। ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে। উত্তরবঙ্গ আজ অবহেলিত নয় উত্তরবঙ্গ উন্নত শিরে দাঁড়িয়ে আছে।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here