Home আপডেট Rajasthan Chief Minister: ছত্তিশগড়-মধ্যপ্রদেশের মতো রাজস্থানেও চমক, মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা

Rajasthan Chief Minister: ছত্তিশগড়-মধ্যপ্রদেশের মতো রাজস্থানেও চমক, মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা

Rajasthan Chief Minister: ছত্তিশগড়-মধ্যপ্রদেশের মতো রাজস্থানেও চমক, মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা

[ad_1]

Rajasthan Chief Minister: ছত্তিশগড় এবং মধ্য প্রদেশের ছক মেনেই রাজস্থানেও সেই আনকোরা মুখকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাল BJP। মরুরাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হল ভজনলাল শর্মার নাম। আজ জয়পুরের সর্দার পটেল মার্গে BJP-র রাজ্য দফতরে ঘোষণা করা হয় নয়া মুখ্যমন্ত্রীর নাম। রাজস্থানে অশোক গেহলট সরকারের অবসানের পর থেকেই জল্পনা শুরু হয়, কে বসবেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে? চর্চায় উঠে আসে একাধিক নাম। বসুন্ধরা রাজে অবশ্য দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু, প্রাক্তন এই মুখ্যমন্ত্রীকে দ্বিতীয়বার আর রাজ্য শাসনের দায়িত্ব দিল না BJP। দায়িত্ব পেলেন ভজনলাল শর্মা।

গেরুয়া শিবির ৩ দিনে ৩ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনে একের পর এক চমক দিয়ে চলেছে। সদ্য ৫ রাজ্যের বিধানসভা ভোটে ৩ রাজ্যে গেরুয়া ঝড় উঠেছে । তারমধ্যে অন্যতম রাজ্য রাজস্থান। সেখানে ঘোষিত হল মুখ্যমন্ত্রীর নাম। জানা গিয়েছে ভজনলাল শর্মা, রাজস্থানের বিধানসভা ভোটে জয় লাভ এবারই প্রথম বিধায়ক হলেন। বিজেপি তাঁর কাঁধেই দিল মুখ্যমন্ত্রীর দায়িত্বভার।

উল্লেখ্য, রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে জোর আলোচনা চলছিল বসুন্ধরার নাম নিয়ে। বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোর জল্পনা চলছিল। আর এই চর্চায় বেশ কয়েক জন বিজেপি নেতার নাম নিয়ে চর্চা শুরু হয়েছিল। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বসুন্ধরা। এছাড়াও উঠে এসেছিল গজেন্দ্র শেখাওয়াত, মহান্ত বালকনাথ, দিয়া কুমারী অনিতা ভাদেল, মঞ্জু বাঘমার এবং অর্জুন রাম মেঘাওয়ালের নাম। তবে শেষমেশ ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়ে ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মতো রাজস্থানেও মুখ্যমন্ত্রী বাছাইয়ে চমক দিল বিজেপি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here