Home আপডেট Cashless treatment: এইমসে শুরু হচ্ছে ক্যাশলেস চিকিত্‍সা, কারা পাবেন এই সুবিধা, দেখে নিন

Cashless treatment: এইমসে শুরু হচ্ছে ক্যাশলেস চিকিত্‍সা, কারা পাবেন এই সুবিধা, দেখে নিন

Cashless treatment: এইমসে শুরু হচ্ছে ক্যাশলেস চিকিত্‍সা, কারা পাবেন এই সুবিধা, দেখে নিন

[ad_1]

Cashless treatment: চিকিৎসা এখন অনেক ব্যয়বহুল। অনেককেই জটিল রোগের চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হতে হয়।আপনারা তো জানেন, বড় বড় হাসপাতালে জটিল অপারেশন মানেই বহু লক্ষ টাকার ব্যাপার। চিকিৎসার খরচ বহন করতেই অনেক পরিবারকে হিমশিম খেতে হয়।অনেকে অর্থের অভাবে মাঝপথে চিকিৎসা বন্ধ করে দিতে বাধ্য হন। অনেক সরকারি কর্মী হয়তো চিকিৎসার পর বিল জমা দিয়ে চিকিৎসার টাকা ফেরত পান। কিন্তু সে জন্য প্রচুর কাঠ খড় পোড়াতে হয়। দিস্তা দিস্তা নথিপত্র জমা দিতে হয়। তাতেও টাকা পেতে মাসের পর মাস পার হয়ে যায়। তখনও যে পুরো টাকা মিলবে এমন নিশ্চয়তা থাকে না। আচ্ছা, চিকিৎসা পরিষেবায় ক্যাশলেস হলে কেমন হয় বলুন তো! বেসরকারি মেডিক্লেম থাকলে অনেকেই সেই সুবিধা পেয়ে থাকেন। এবার সুখবর সরকারি কর্মীদের জন্য। এইমসে এবার মিলবে ক্যাশলেস চিকিত্‍সা পরিষেবা। কারা পাবেন সেই সুবিধা?

আপনারা তো জানেন, দেশের অন্যতম বৃহত্তম হাসপাতাল হল এইমস। তার সুনাম চারদিকে। এখানে রয়েছেন দেশের সেরা চিকিৎসারা। রয়েছে আধুনিক চিকিৎসা পরিকাঠামো। সেই এইমসে চিকিৎসার করানোর ইচ্ছে থাকে অনেকেরই। তবে সেখানে এতোদিন ক্যাশলেস পরিষেবা পাচ্ছিলেন না সরকারি কর্মীরা। এবার সেই কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা বড় স্বস্তি পেতে চলেছেন।এবার দেশের এইমস হাসপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন তাঁরা। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের আওতায় থাকলেও এতোদিন দেশের অন্যতম সেরা চিকিৎসার ঠিকানা দিল্লি এইমস-এ সরকারি কর্মীরা ক্যাশলেস সুবিধা পেতেন না। কেবলমাত্র রিএমবার্সমেন্টের সুযোগ পেতেন তাঁরা। তবে এবার চিকিৎসা হবে সম্পূর্ণ ক্যাশলেস।

আরও খুশির খবর, কেবলমাত্র দিল্লি এইমসই নয়, চণ্ডীগড়, ভোপাল, ভুবনেশ্বর, যোধপুর, পাটনা, রায়পুর, ঋষিকেশ, বিলাসপুর, রাজকোট, কল্যাণী, বাথিন্দা, বিবিনগর, গুয়াহাটি, দেওঘর এবং মঙ্গলাগিরিতে অবস্থিত এইমসেও মিলবে এই সুবিধা। ইতিমধ্যেই এই মর্মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের উপস্থিতিতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এবার থেকে এই হাসপাতালগুলিতে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল হেলথ স্কিমের আওতায় থাকা কর্মীরা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।

চিকিৎসার সময় বিপুল পরিমাণ টাকা খরচ এবং তারপর রিএমবার্সমেন্টের জন্য একগুচ্ছ কাগজ জমা করার ভোগান্তি থেকে রেহাই পাবেন সরকারি কর্মীরা। ফলে এবার থেকে এমারজেন্সির সময়ও কোনওরকম দুর্ভোগ ছাড়াই সরাসরি হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তাঁরা। প্রয়োজনীয় চিকিৎসা শুরু হওয়ার আগে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের পরিষেবার আওতায় থাকার নথী দেখালেই হবে। তখন দ্রুত চিকিৎসা শুরুর পথে আর কোনও বাধা থাকবে না। পেনশনভোগী, প্রাক্তন সাংসদ, প্রাক্তন গভর্নর, প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারক, প্রাক্তন হাইকোর্টের বিচারপতি, মুক্তিযোদ্ধা ছাড়াও যাদের কাছে বৈধ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের কার্ড আছে, তারাই এখন এইমসে ক্যাশলেস চিকিৎসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here