Home খেলাধুলো ট্রেন্টব্রিজে বিরাট-রাহানের ব‍্যাটে ভর করে ভারতের লড়াই

ট্রেন্টব্রিজে বিরাট-রাহানের ব‍্যাটে ভর করে ভারতের লড়াই

ট্রেন্টব্রিজে বিরাট-রাহানের ব‍্যাটে ভর করে ভারতের লড়াই

সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে ৯৭ রানে আদিল রশিদের বলে স্টোকসের হাতে ক‍্যাচটা দিয়ে যখন কোহলি প‍্যাভিলিয়নে ফিরলেন ততক্ষনে সুবিধাজনক জায়গায় পৌঁছে গেছে ভারত। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩০৭ রান।এই ম্যাচে কোহলিরা দলে তিন-তিনটি পরিবর্তন করেছে। বিজয়ের পরিবর্তে দলে ফিরেছেন ওপেনার শিখর ধাওয়ান। চোট সারিয়ে কুলদীপের পরিবর্তে দলে ফিরেছেন জসপ্রীত বুমরা। উইকেটরক্ষক দীনেশ কার্তিকের বদলে এসেছেন ঋষভ পন্থ। নটিংহ্যামেই টেস্ট অভিষেক ঘটল ঋষভের।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারত প্রথম উইকেট হারায় ৬০ রানে। ৩৫ রানে  প্যাভিলিয়নে ফেরেন ধাওয়ান। ওপেনার লোকেশ রাহুল করেন ২৩ রান। চেতেশ্বর পূজারা করেন ১৪ রান। ৮২ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরে দলের হাল ধরেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেট পার্টনারশিপে যোগ করেন ১৫৯ রান। রাহানে ৮১ রান করে ব্রডের বলে প্যাভিলিয়নে ফেরেন। ১৫২ বলে ৯৭ রান করে আউট হন অধিনায়ক কোহলি। হার্দিক পান্ডিয়া করেন ১৮ রান।ঋষভ পান্থ ২২ রান করে অপরাজিত রয়েছেন। ইংরেজদের হয়ে ৩টি উইকেট নেন ওকস। ১টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, ব্রড ও রশিদ।