দই চিকেন

দই চিকেন

 দই চিকেন

উপকরণ

  • ৫০০গ্রাম চিকেন
  • ২০০ গ্রাম জল ছারান টক দই
  • আদারসুন বাটা
  • জিরা গুরা
  • পেয়াজবাটা
  • গোলমরিচগুরা
  • একটি কেপসিকাম
  • গরমমশলা গুরা
  • একচামচ ঘি
  • রিফাইন তেল
  • নুন
  • চিনি
  • চেরা কাঁচা লঙ্কা  ৩/৪-টা

প্রণালী

চিকেনে রিফাইন তেল আর  আদারসুন বাটা,নুন দিয়ে মেখে দশ-পনের মিনিট রেখেদিন ।

এবার কড়াইতে রিফাইন তেল গরম করে পেয়াজবাটা দিয়ে দিন ।

একটু কষিয়ে তাতে আদা-রসুন দিয়ে মাখানো চিকেন দিয়ে দিন।জলছাড়ানো টক দই তে চার চাচামচ চিনি দিয়ে ফেটিয়ে রাখুন।

চিকেন টা কষা হলে তাতে ফেটান টক দই দিয়ে ভাল করে কষান ।

এবার একটা কেপ্সিকাম আর কাচা লঙ্কা কেটে দিয়েদিন ।

ছোট কাপে এককাপ গরম জল দিয়ে ফুটতে দিন।

এবার একচামচ ঘি আর গরম-মশলা দিয়ে নামিয়ে নিন।

গরম ভাত বা পোলাও এর সাথে পরিবেশন করুন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here