Home ব্লগবাজি দিনের প্রথম চোখ মেলা ~ অম্লান রায় চৌধূরী

দিনের প্রথম চোখ মেলা ~ অম্লান রায় চৌধূরী

দিনের প্রথম চোখ মেলা   ~     অম্লান রায় চৌধূরী
দিনের প্রথম চোখ মেলা
অম্লান রায় চৌধূরী
*************************************

আমার দেখা  সকাল  -  বিশেষনে না ঢেলে ঢালি আমারই ছাঁচে – দেখি সকালের কোলে বিকেলের কোনো
ছাপ আছে,  নাকি এক স্বচ্ছ সকাল – সবেই উঠল পদ্মের ডাঁটির শেষ জল বিন্দুর মতন । তবুও
দ্বন্ধ,  আমার ভাবার সকাল নাকি সকালের নিজের মতন চলার সকাল । তাই সকাল এত তাজা আমার
কাছে । বেশ টিপে টিপে পরীক্ষা করলেও  আকার একই থাকে,  সত্যিই এই তাজাই আসে এমন ভাবে মনে
হয় যেন নবান্নের ঘ্রান নিয়ে এল । তাকিয়ে থাকলে মনে হয় অবসাদ কাটিয়ে ওঠা আর এক  বিশ্রাম
। প্রতিটা বিশ্রামই এক অবসাদের ছাড়া কাপড় – নতুন কাপড় পড়,  না হলে পুরানো কাপড়েই –
অবসাদের ঘ্রান ছেড়ে নাও বিশ্রামের আজানে । দুটোই বিশ্রাম ।
খুব কাছ থেকে সকাল দেখেছো ? আমার মনে পড়ে সেই সকাল যেখানে সদ্য স্নানের পর এলো চুলে
সদ্য যুবতীর শরীরের সব অস্ত্র দিয়ে লক্ষন রেখা টানার চেষ্টা । বয়সের মাঝে যারা , ঢাকার
বাজনা ছাড়াই রাতের শান্তি স্নান লুফে নেয় যারা–  সপ্রতিভ  তারা –   উজ্জ্বলও, তবুও 
আহ্বানের সিঙ্গা মুখে -  জানেনা কতটা ছাড়বার । তারা শুধু তাকায়, দেখতে  জানেনা – উপভোগ
করে নিজেদের মতন করে – এটাও যে  দৃশ্য হয় বোঝে ।
এই সকালে পাখীদের কলরবেও আছে এক সুন্দর তরজা। কেউ তাকায়  ঘরের চালের ফাঁক দিয়ে আবার কেউ
সরাসরি ড্যাব  ড্যাব করে – গিলে ফেলে। ওদের দেখা আর তাকানো – বাজারের মাছ দেখার মতন ।
কানকো দেখেই চেনা যায় – কতটা বাসী । তবে বেঁচে যায় তারাই  যাদের ওসব  দেখতে হয়না । যারা
দেখা আর তাকানকে একই পাল্লায় ওজন করে ।
আমার কাছে কিন্তু সেই সকালটাই খোলস ছাড়ে, যেখানে গাছের মাথায় গুড়ের হাঁড়ি , আধা ল্যাংটো
গেছোর গাছকে আঁকড়ে ধরা, আঁচল ঢাকা যুবতীর কলসী মাথায় হাত তোলা না তোলার মধ্যবর্তী
সময়টাকে ধরে রাখার – সব রঙ্গ  মিশিয়ে দেয় । তখনই  জাগা হলো – সত্যিই চোখ মেলা হলো।
                               ********************

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here