Home ব্লগবাজি স্মরনসভা ~ অভিজিত চ্যাটার্জ্জী

স্মরনসভা ~ অভিজিত চ্যাটার্জ্জী

স্মরনসভা   ~   অভিজিত চ্যাটার্জ্জী
স্মরনসভা
********

প্রশ্ন জাগে মনে বারেবার
তুমি কি কেবলি ২৫শে
বৈশাখ,,,,?
একগুচ্ছ রজনীগন্ধার আড়ালে,অথবা
শুভ্র মাল্যের কোণে,
নীরব লৌকিকতা?
কালস্রোতে ঢাকা পড়ে
থাকা,অবজ্ঞায়;
মহাউত্তরনের বিস্তীর্ণ অধ্যায়,?
দিগ্বিজয়ের দীর্ঘ ইতিহাস।
কেবল ওই একটি দিনের জন্য,
সুদক্ষ নাটকীয়তায়,
বর্ণাঢ্য স্মরণসভা,,
রবীন্দ্র সন্ধ্যা,,,,,,,,,,,,,,
অত:পর
সময়ের স্রোতে ভেসে যাওয়া,
ভেসে যাওয়া বিস্মরণের আড়ালে,
অবকাশহীন ব্যস্ততা
উত্সব অবসানে ক্লান্ত রাত্রির মত,
পড়ে থাকা মূক ইতিহাসের মত,
পড়ে থাকা ব্যর্থ রবীন্দ্রনাথ,,।
শুকিয়ে যাওয়া একরাশ
মালার আড়ালে
একরাশ দীর্ঘশ্বাস,,,,।।।

          অভিজিত চ্যাটার্জ্জী:২৫ শে বৈশাখ, ১৪২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here