Home আপডেট পাসপোর্টে পুলিশি যাচাইয়ে গড়িমসি, নির্দিষ্ট সময় বেঁধে দিল লালাবাজার

পাসপোর্টে পুলিশি যাচাইয়ে গড়িমসি, নির্দিষ্ট সময় বেঁধে দিল লালাবাজার

পাসপোর্টে পুলিশি যাচাইয়ে গড়িমসি, নির্দিষ্ট সময় বেঁধে দিল লালাবাজার

[ad_1]

পাসপোর্টের ক্ষেত্রে পুলিশি যাচাইয়ের সময়সীমা বেঁধে দিল লালবাজার। বৃহস্পতিবার সব থানাকে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ২০ দিনের মধ্যে পাসপোর্টের পুলিশি যাচাইয়ের প্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে, যে সব পাসপোর্টের পুলিশি যাচাইয়ের কাজ আটকে রয়েছে তা ৭ দিনের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

পাসপোর্টে পুলিশি যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে দীর্ঘসূত্রিতা একটি বড় অভিযোগ। তাছাড়া পুলিশি যাচাই করতে গিয়ে টাকা নেওয়া অভিযোগ রয়েছে লালবাজারের কাছে। অনেক ক্ষেত্রে পুলিশের দেরির কারণে পাসপোর্ট পেতেও দেরি হয়ে যায়। থানার ওসিদেরও নির্দেশ দেওয়া হয়েছে, কোনও পুলিশ অফিসার যাতে ২০ দিনের মধ্যে যাচাই প্রক্রিয়া সম্পন্ন তা নজরে রাখতে হবে।

জানা গিয়েছে, নগরপাল বিনীত গোয়েল এই নির্দেশিকা জারি করেছেন। বৃহস্পতিবার সব থানাকে জানিয়ে দেওয়া হয়েছে, পাসপোর্টে পুলিশি যাচাই নিয়ে কোনও রকম দীর্ঘসূত্রতা সহ্য করা হবে। এ নিয়ে যদি কোনও অভিযোগ আসে তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশে জানানো হয়েছে।

(পড়তে পারেন। হাওড়া চাঁদমারি সেতুর বদলে বিকল্প ঝুলন্ত উড়ালপুল তৈরি করছে রেল)

বর্তমানে পাসপোর্ট যাচাইয়ের কাজ বেশির ভাগটা থানা করে থাকে। এছাড়া সিকোয়োরিটি কন্ট্রোলও যাচাইয়ের কাজ করে।

প্রতিটি থানায় এক জন করে পাসপোর্ট অফিসার রয়েছেন। যাচাইয়ের প্রক্রিয়া আরও সহজ করার জন্য একটি অ্যাপও রয়েছে। কিন্তু এত সব করেও নির্দিষ্ট সময়ের মধ্যে পাসপোর্ট যাচাই হচ্ছে না। একাধিক অভিযোগও আসছে লালবাজারে।

লালবাজার সূত্রে খবর, বর্তমানে কলকাতা পুলিশের ৭১টি থানায় একজন করে পাসপোর্ট যাচাইয়ের অফিসার রয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত ২৫৩০টি পুলিশি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। এর মধ্যে আবার ২০ দিনের বেশি হয়ে গিয়েছে এখনও যাচাইয়ের কাজ শেষ হয়নি, এমন সংখ্যা ১০১১টি।

আবার যাচাই পর্ব নিয়েও একাধিক অভিযোগ রয়েছে। সন্তুষ্ট না হলে যাচাইয়ের কাজ ফেলে রাখা হয়। তা যাতে দ্রুত সম্পন্ন হয় সে কারণেই নগরপালের এই নির্দেশ।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here