Home আপডেট ‘‌বার্ধক্য ভাতা নিয়ে প্রতারণা হয়েছে’,‌ কেন্দ্রীয় মন্ত্রীকে নালিশ করার হুঁশিয়ারি শুভেন্দুর

‘‌বার্ধক্য ভাতা নিয়ে প্রতারণা হয়েছে’,‌ কেন্দ্রীয় মন্ত্রীকে নালিশ করার হুঁশিয়ারি শুভেন্দুর

‘‌বার্ধক্য ভাতা নিয়ে প্রতারণা হয়েছে’,‌ কেন্দ্রীয় মন্ত্রীকে নালিশ করার হুঁশিয়ারি শুভেন্দুর

[ad_1]

কয়েকদিন আগে তমলুকের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোচ্চার হয়ে বলেছিলেন, ডায়মন্ডহারবারে ভাইপোকে হারাব। অন্য লোক দাঁড় করিয়ে হারাব ভাইপোকে। এই কথা বলার পরই আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী বলে বসেন, তিনি ডায়মন্ডহারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ২০২৪ সালের লোকসভা ভোটে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন সাংসদ করবেন। গতকাল এসবের জবাব দিয়েছেন অভিষেক। তার মধ্যে ডায়মন্ডহারবারের সাংসদ মাস্টারস্ট্রোক মেরে জানান, তিনি ৭০ হাজার বৃদ্ধাকে আর্থিক সহায়তা করবেন দলের পক্ষ থেকে। যাঁরা বার্ধক্য ভাতা পাননি। জানুয়ারি মাসের পয়লা তারিখ থেকে তা দেওয়া শুরু হবে। এটা শুনেই চাপে পড়ে যায় বিজেপি। আর আজ, শনিবার বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে চরম আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

পিসি–ভাইপোর সম্পর্কের কথা তুলে ধরে জোর নিশানা করেছেন। এমনকী বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে নালিশ ঠুকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর টুইটে লিখেছেন, ‘‌ভাইপোর ডায়মন্ডহারবার মডেল পিসির প্রতারণার দুয়ারে সরকার উদ্যোগকে প্রকাশ্যে নিয়ে এসেছে। বার্ধক্য ভাতা পেতে জোর করে দুয়ারে সরকারের লাইনে দাঁড় করানো হয়েছিল মানুষজনকে। কিন্তু তাঁরা ভাতা পাননি।’‌ এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আক্রমণ করেছেন তিনি। তবে অনেকে মনে করছেন এই উদ্যোগকে আটকাতেই কেন্দ্রীয় মন্ত্রীকে নালিশ জানাতে চান শুভেন্দু। সেক্ষেত্রে আবার গরিব মানুষ অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত থাকবেন।

আর যদি তেমন হয় তাহলে লোকসভা নির্বাচনে সরাসরি তার প্রভাব পড়বে। কারণ গ্রামের বৃদ্ধারা নতুন বছরে আর্থিক সুবিধা না পেলে বিজেপির বিরুদ্ধেই ভোট দেবেন। তাতে ডায়মন্ডহারবারে অভিষেককে হারানো তো দূরের কথা বিজেপি প্রার্থীর জামানত জব্দ পর্যন্ত হতে পারে। শুভেন্দু অধিকারীর কথায়, ‘‌কেন বার্ধক্য ভাতা মিলছে না?‌ কারণ পিসি অনুভব করেছেন তাঁর জনপ্রিয়তা ক্ষয় হয়েছে। তাই বার্ধক্য ভাতার মাধ্যমে নিজের কৃতিত্ব খোঁজার চেষ্টা করছেন। তাই প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, দুয়ারে সরকারের মাধ্যমে যেসব আবেদন এসেছে তা সরিয়ে দিতে। আর সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন যাঁরা বা পোর্টালে জানিয়েছেন তাঁদেরটা অগ্রাধিকার দিতে। ভাইপো দুয়ারে সরকারের বেলুন ফাটিয়ে দিয়েছে।’‌

আরও পড়ুন:‌ মিড–ডে মিলে এবার পাতে উঠল দেদার বিরিয়ানি, রাজ্য সরকারি স্কুলে তুঙ্গে বিতর্ক

আর কী লিখেছেন শুভেন্দু?‌ এই বার্ধক্য ভাতা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করে নন্দীগ্রামে বিধায়ক লিখেছেন, ‘‌পিসির এই ছককে সরিয়ে রেখে ভাইপো ঝাঁপিয়ে পড়েছেন কৃতিত্ব অর্জন করতে। তাই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ঘোষণা করেছেন, ৭০ হাজার বৃদ্ধাকে বার্ধক্য ভাতা দেবেন বেসরকারিভাবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সি কয়লা, গরু, শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতির তদন্ত করছে। সেখানে ৭০ হাজার মানুষের হাতে যদি কিছু টাকা তুলে দেওয়া যায় তাহলে ভোটে ডবল বোনানজা মিলবে!‌ মমতা বন্দ্যোপাধ্যায় কোনওভাবে প্রভাব খাটিয়েছে ন্যাশানাল ইনফরমেটিক্স সেন্টারে। তাই আমি সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে নালিশ করব।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here