Home আপডেট Pakistan: বালি ব্রিজ থেকে ইন্ডিয়া গেট, ছবি পাঠানো হত পাকিস্তানে? বলা হত দ্রাঘিমাংশও! Report

Pakistan: বালি ব্রিজ থেকে ইন্ডিয়া গেট, ছবি পাঠানো হত পাকিস্তানে? বলা হত দ্রাঘিমাংশও! Report

Pakistan: বালি ব্রিজ থেকে ইন্ডিয়া গেট, ছবি পাঠানো হত পাকিস্তানে? বলা হত দ্রাঘিমাংশও! Report

[ad_1]

গত অগস্ট মাস। হাওড়ার গোপন ডেরা থেকে কলকাতা পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। নাম ভক্তবংশী ঝা। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে সে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। এরপর তদন্তে নেমে এসটিএফের হাতে একাধিক তথ্য় আসে।

এরপর ধাপে ধাপে তার কাছ থেকে যেসব ছবি বাজেয়াপ্ত করা হয়েছে তা দেখে হতবাক এসটিএফ। কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ জায়গার ছবি তার কাছে পাওয়া গিয়েছে বলে খবর। তবে সবথেকে বড় কথা হল সেই জায়গাটি কত ডিগ্রি অক্ষাংশ ও দ্রাঘিমাংশে অবস্থিত সেটাও নাকি জানিয়ে দিত ওই ব্যক্তি। মানে যে জায়গার ছবি তোলা হয়েছে সেই জায়গার সঙ্গেই তার অবস্থান অর্থাৎ অক্ষাংশ, দ্রাঘিমাংশ সবটা পাঠানো হয়েছে পাকিস্তানের কাছে। এমনটাই অভিযোগ। এই ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। তবে কি ওই জায়গায় হামলার ছক কষা হচ্ছিল?

ঠিক কোন কোন জায়গার ছবি পাঠানো হয়েছে? দিল্লি ও কলকাতার সেনা শিবিরের ছবি মিলেছে তার কাছ থেকে। এছাড়াও দিল্লির রাষ্ট্রপতি ভবন, ওয়ার মেমোরিয়াল, ইন্ডিয়া গেটের ছবিও তার কাছ থেকে মিলেছে বলে খবর। বালি ব্রিজের ছবিও মিলেছে বলে খবর। এরপরই কেন্দ্রীয় গোয়েন্দাদের এনিয়ে জানানো হয়েছে বলে খবর।

মনে করা হচ্ছে যাদের হয়ে সে কাজ করত বলে অভিযোগ সেই পাক এজেন্সির যাতে কোনও সমস্যা না হয় সেজন্য একেবারে পাকাপোক্ত কাজ করত ওই ব্যক্তি। যে জায়গার ছবি পাঠানো হত তার অক্ষাংশ ও দ্রাঘিমাশ পাঠানো হত। গুগল ম্যাপে সেই জায়গার অবস্থান সম্পর্কে জানানো হত। তবে যত এই ঘটনা সামনে আসছে ততই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি কলকাতাকে টার্গেট করছে পাক গুপ্তচর সংস্থা? কলকাতা ও দিল্লির গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে জেনে তাদের কতটা লাভ? ঠিক কীসের ভিত্তিতে ওই যুবক পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করত, এই নেটওয়ার্কে সে আর কার সঙ্গে যোগাযোগ রাখত, কলকাতায় আরও কেউ এর সঙ্গে যুক্ত কি না সবটা খোঁজ নেওয়া হচ্ছে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here