Homeআপডেটবিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নতুন...

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নতুন নাম প্রকাশ বিরোধী জোটের



বিরোধী জোটের নতুন নাম ‘ইন্ডিয়া’। ছবি: কংগ্রেসের টুইট থেকে

বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকের শেষ দিনে জোটের নতুন নাম প্রকাশ। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর বিরুদ্ধে লড়াইয়ে নামবে ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স)।

মঙ্গলবার আনুষ্ঠানিক রুদ্ধদ্বার আলোচনার আগে বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দল নৈশভোজে মিলিত হয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে যুক্তফ্রন্ট তৈরির জন্য বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠক ছিল এটি। এর আগে, গত মাসে পটনায় মিলিত হয়েছিল ১৭টি দল। এ দিনের বৈঠক শেষে ঘোষণা করা হয়, এর পর মুম্বইয়ে মিলিত হবে দলগুলি।

কেন ‘ইন্ডিয়া’?

বৈঠক শেষ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে নয়া জোটের নাম ঘোষণা করেন। জোটের নতুন নাম ঘোষণা নিয়ে শিবসেনা (ইউবিটি) নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী টুইটারে লেখেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াই হবে “টিম ইন্ডিয়া এবং টিম এনডিএ”-এর মধ্যে।

So 2024 will be

Team INDIA
Vs
Team NDA

Chak De, INDIA!

— Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19) July 18, 2023

বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখার ব্যাপারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “এই লড়াই ভারতের দুটি ভিন্ন ধারণা নিয়ে… দেশের কণ্ঠকে চেপে রাখা হচ্ছে। এই লড়াই দেশের কণ্ঠস্বরের জন্য। তাই ‘ইন্ডিয়া’ নামটি বেছে নেওয়া হয়েছে”।

অন্য দিকে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘‘এনডিএ কি পারবে ইন্ডিয়া (বিরোধীদের নয়া জোট)-কে চ্যালেঞ্জ করতে? বিজেপি কি পারবে?’’

কেমন হল বৈঠক?

বৈঠক শেষে রাহুল গান্ধী বলেন, “আমরা সংবিধান, ভারতীয়দের কণ্ঠস্বর এবং ভারতের ধারণাকে রক্ষা করছি। সকলেই জানে, ভারতের ধারণার বিরুদ্ধে যে লড়াই করতে চায় তার কী হয়… লড়াইটি এনডিএ বনাম ইন্ডিয়া (আইএনডিআইএ), নরেন্দ্র মোদী বনাম ইন্ডিয়া। ভারত সব সময় সব লড়াইয়ে জয়ী হয়।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বৈঠকটি খুব ভালো, গঠনমূলক, ফলপ্রসূ হয়েছে। মুম্বইয়ের পরবর্তী বৈঠকটিতে একটি সাধারণ ন্যূনতম কর্মসূচির উপরও ফোকাস করা হবে”। উল্লেখযোগ্য ভাবে, এ দিন রাহুল গান্ধীকে “আমাদের প্রিয়” বলে সম্বোধন করেন মমতা।

Indian National Developmental Inclusive Alliance (INDIA) से जुड़े 26 राजनीतिक दलों का सामूहिक संकल्प- pic.twitter.com/JsxXQBaL2s

— Congress (@INCIndia) July 18, 2023

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বলেন, লোকসভা ভোটের আগে বিজেপি-বিরোধী সমমনস্ক দলগুলি যাতে অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে এগোতে পারে, তার জন্য বেঙ্গালুরুতে সবিস্তারে আলোচনা হয়েছে। অভিন্ন কর্মসূচির সম্ভাবনা খতিয়ে দেখতে একটি পৃথক কমিটি গঠন করা হতে পারে। তিনি আরও জানান, বেঙ্গালুরুর পরের বৈঠক হতে চলেছে মুম্বইয়ে।

জোটের যৌথ বিবৃতি

বৈঠকের সমাপ্তির পর, একটি যৌথ বিবৃতি জারি করেছেন বিরোধী নেতারা। যেখানে তাঁরা “জাতির কাছে একটি বিকল্প রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক এজেন্ডা উপস্থাপন করার” প্রতিশ্রুতিও দিয়েছেন।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের ২৬টি প্রগতিশীল দল সংবিধানে অন্তর্ভুক্ত ভারতের ধারণাকে রক্ষা করার জন্য দৃঢ় সংকল্প নিয়ে এগোচ্ছে”। মণিপুরের সাম্প্রতিক হিংসার ঘটনার তীব্র নিন্দা করে বলা হয়েছে, “আমরা এই দুঃখজনক ঘটনা জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা মণিপুরকে ধ্বংস করেছে। প্রধানমন্ত্রীর নীরবতা আশ্চর্যজনক এবং নজিরবিহীন।”

We have come together to save Democracy and the Constitution. With one voice, we have agreed to have a name for the alliance.

1⃣The new name is –

🇮🇳 INDIA 🇮🇳
I – Indian
N – National
D – Developmental
I – Inclusive
A – Alliance

2⃣ 11-member coordination committee shall be…

— Mallikarjun Kharge (@kharge) July 18, 2023

পাশাপাশি দাবি করা হয়েছে, বিজেপি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে দুর্বল করার চেষ্টা করছে। রাজ্য সরকারের অধিকারের উপর লাগাতার আক্রমণের বিরুদ্ধে লড়াই এবং মোকাবিলা করতে বদ্ধপরিকর বিরোধীরা।

বিবৃতি অনুসারে, বিরোধীরা নেতারা বলেছেন, তাঁরা দেশের শাসন ব্যবস্থাকে আরও “পরামর্শমূলক, গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক” করে গড়ে তুলতে চান। অন্য দিকে বিজেপি-কে একহাত নিয়ে বলেছেন, “কেন্দ্রের শাসক দলের লক্ষ্য হল নিপীড়ন এবং দমন। ঘৃণা ছড়ানোর রাজনীতি করছে বিজেপি”।

আরও পড়ুন: প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডি, ক্যানসারে ভুগছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা





খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

হরিয়ানার নুহতে পুণ্যার্থী ভর্তি বাসে আগুন, ৯ জনের মৃত্যু, আহত ২০-র বেশি

চণ্ডীগঢ়: কুণ্ডলী-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে নুহ জেলার ধুলাভাত গ্রামের কাছে একটি চলন্ত...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

কেএমডিএ–হিডকো’‌কে শোকজ করল পরিবেশ আদালত, চাপ বাড়ল রাজ্য সরকারের

পঞ্চম দফার ভোটের প্রস্তুতির মধ্যেই এবার তাল কাটল। কারণ আগামী ২০ মে বাংলায় পঞ্চম দফার নির্বাচন রয়েছে। ওইদিনে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর এবং আরামবাগে ভোটগ্রহণ হবে। এই আবহে আবার পরিবেশ সংক্রান্ত বিষয়ে জরিমানা ও শাস্তির মুখে পড়ল রাজ্য সরকারের অধীনস্থ দুটি সংস্থা।...

Bus accident in Uttar Dinajpur:সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! জাতীয় সড়কে উলটে গেল সরকারি ভলভো, মৃত ২, আহত ২০

সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! জাতীয় সড়কে উলটে গেল শিলিগুড়িগামী সরকারি ভলভো বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ২ যাত্রীর। এছাড়াও, জখম হয়েছেন ১৫ থেকে ২০ জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে...

হরিয়ানার নুহতে পুণ্যার্থী ভর্তি বাসে আগুন, ৯ জনের মৃত্যু, আহত ২০-র বেশি

চণ্ডীগঢ়: কুণ্ডলী-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে নুহ জেলার ধুলাভাত গ্রামের কাছে একটি চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু আটজনের। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। তাঁরা ঘটনাস্থলেই মারা যান, এ ছাড়াও হাসপাতালে একজন মারা যান। বাসে থাকা ৬০ জনের মধ্যে কুড়ি জনেরও বেশি পুণ্যার্থী দগ্ধ হয়েছেন। যাঁদের মধ্যে অনেক শিশু...

বৃষ্টি না হওয়ায় চা–শিল্পে ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছে, প্যাকেজের দাবিতে চিঠি নবান্নে

খামখেয়ালি আবহাওয়া। কখনও বৃষ্টি হচ্ছে। আবার কখনও দেখা নেই বৃষ্টির। আর তার জেরে ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের। বিশেষ করে চা–বাগানগুলিতে ব্যাপক ক্ষতি হচ্ছে এই অনাবৃষ্টির জেরে। এই চা–পাতা উৎপাদন মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যায়। পাহাড়ি এলাকার গায়ে চা–বাগান। সেখানে বৃষ্টির দেখা নেই। তাই চা–শিল্পে...

ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ভোটের হিসেব প্রকাশ: ২৪ মে-র মধ্যে কমিশনের জবাব চায় সুপ্রিম কোর্ট

ডেস্ক: ঠিক কত ভোট পড়ল তার প্রকৃত তথ্য ভোটগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে জানানোর জন্য যে আর্জি পেশ করা হয়েছে সে ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ নির্বাচন কমিশনকে এক সপ্তাহ সময় দিয়েছে।    ‘অ্যাসোসিয়েশন ফর...

Ferry service in new route: হাওড়া পর্যন্ত মেট্রো চালুর পর জলপথে কমেছে যাত্রী, নতুন রুটে চলবে ফেরি পরিষেবা

এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার পরেই এক ধাক্কায় বাস থেকে শুরু করে জলপথ পরিবহণে যাত্রীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তাতে স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে নদীপথ পরিবহণের আয়। এই অবস্থায় নদীপথে নতুন রুটে ফেরি পরিষেবার প্রস্তাব আগেই পেয়েছিল পরিবহণ দফতর। সেই কথা মাথায়...

2 sister murdered: রক্তে ভেসে যাচ্ছিল বারান্দা, ঘর থেকে মিলল ২ বোনের খণ্ড বিখণ্ড দেহ, হাড়হিম ঘটনা!

হাড়হিম কাণ্ড পাথরপ্রতিমায়। বাড়ির ভিতরে ঢুকে আততায়ীরা দুই বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল। রক্ত ভেসে যাচ্ছিল গোটা বাড়ি। শুক্রবার সকালে বাড়ি থেকে দুই বোনের খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের ভোলাহাট থানার দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর এলাকায়।  ঘটনাকে কেন্দ্র...

কানহাইয়া কুমারের উপর হামলা, ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি হামলাকারীর

নয়াদিল্লি: শুক্রবার উত্তর-পূর্ব দিল্লিতে নির্বাচনী প্রচারের সময় ‘ইন্ডিয়া’ জোট প্রার্থী কানহাইয়া কুমারের ওপর হামলা হয়। এক ব্যক্তি তাঁকে মালা পরানোর অজুহাতে চড় মারেন। শুধু তাই নয়, কানহাইয়া কুমারের গায়েও কালি ছোড়া হয়। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত হামলাকারী একটি...

Sitalkuchi shootout: শীতলকুচিতে গুলি, ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে রিপোর্ট চাইল CEO দফতর

শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায়  কোচবিহার জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। বৃহস্পতিবার গভীর রাত শীতলকুচিতে গুলি চলে। গুলি আহত হন এক তৃণমূল নেতা। এই ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জেলা প্রশাসনের থেকে জানতে চাওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই...

Raj Bhavan: রাজ্যপালকাণ্ডে নয়া মোড়, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে FIR করল পুলিশ

রাজভবনে শ্লীলতাহানির অভিযোগকাণ্ডে এবার নয়া মোড়। এবার রাজভবনের কর্মীদের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। অভিযোগকারিণীর সঙ্গে কথা বলার পরে ও সবদিক থেকে খবর সংগ্রহ করার পরেই রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য...

Calcutta High Court: আদালতের নোটিশ গ্রহণ না করায় রাজ্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হাইকোর্ট

নামের বানান না মেলায় কলকাতা হাইকোর্টের পাঠানো আদালত অবমাননার নোটিশ গ্রহণ না করায় গ্রেফতারি পরোয়ানা জারি হল রাজ্যে সরকারের এক প্রধান সচিবের বিরুদ্ধে। শুক্রবার প্রাণীসম্পদ বিকাশ দফতরের প্রধান সচিব বিবেক কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা।আরও পড়ুন: লোডশেডিং করিয়ে রেজাল্ট পাল্টে...

Factory wall collapses: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার দেওয়াল, চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আহত ২

বিপজ্জনক ভাবে হেলে পড়েছিল কারখানার পাঁচিল। তা সত্বেও সেই পাঁচিলের লাগোয়া নিকাশি নালা তৈরি করছিলেন চার শ্রমিক। প্রচীরের দেওয়াল ধসে পড়ল শ্রমিদেরই উপর।  এই ঘটনা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।  দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বর্ধমানের কাঁকসায়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ...