মেথি চিকেন

মেথি চিকেন

মেথি চিকেন : পাপিয়া বনিক 

উপকরণ

  • ৫০০ গ্রাম চিকেন
  • আদা রসুন বাটা
  • পেয়াজ কুচান (দুটি )
  • কাশ্মিরি লঙ্কা গুরা এক চা চামচ
  • ফ্রেশ ক্রিম
  • গুরা গরম মসলা,জিরে  এবং ধনে
  • গোটা এলাচ দারচিনি
  • নুন স্বাদ আনুসারে
  • চিনি
  • চেড়া কাচা লঙ্কা
  • কসুরি  মেথি
  • সর্ষের তেল

 

প্রণালী  

চিকেনে সর্ষের তেল রসুন আদা বাটা নুন দিয়ে মেখে ৩০ মিনিট রেখে দিন ।

জল ঝরানো টক দইতে ৩ – ৪ চামচ চিনি দিয়ে ফেটিয়ে রাখুন ।  

এবার কড়াইতে তেল দিয়ে এলাচ দারচিনি ফোড়ন  এবং এক চামচ চিনি  দিন (এতে রান্নায়  রঙ ভাল আসে) ।

কুচান পেয়াজ একটু ভাজা করুন ।

এখন মেরিনেট করা চিকেন দিয়ে দিন।

একটু  কষতে দিন ।

এখন জিড়ে , ধনে  এবং কাশ্মিরি লঙ্কা  গুরা এক চামচ করে দিন ।

চিনি দিয়ে ফেটানো  টক দৈ দিয়ে দিন ।

ভাল করে কষিয়ে এক কাপ গরম জল দিয়ে ভাল করে ফুটিয়ে গরম  মশলা গুরা দিয়ে দিন ।

কাসুরি মেথি কে একটু শুকনো করাইতে ভেজে  এবার চিকেনে  দিন ।

তাতে খুব সুন্দর গন্ধ আসে ।

এবার পরিবেশন করার সময় ফ্রেস ক্রিম উপর দিয়ে ছড়িয়ে  দিয়ে  পরিবেশন করুন ।

পোলাও ,পরোটার সাথে খুব ভাল লাগবে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here