Home আপডেট Bharat Jodo Nyay Yatra: জলপাইগুড়িতে টিম রাহুলের বাস আটকালো পুলিশ, ব্যানার ছেঁড়ার অভিযোগ

Bharat Jodo Nyay Yatra: জলপাইগুড়িতে টিম রাহুলের বাস আটকালো পুলিশ, ব্যানার ছেঁড়ার অভিযোগ

Bharat Jodo Nyay Yatra: জলপাইগুড়িতে টিম রাহুলের বাস আটকালো পুলিশ, ব্যানার ছেঁড়ার অভিযোগ

[ad_1]

সকাল থেকেই ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়িতে। ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পাহাড়পুর এলাকার খান্ডালা ধাবায় মধ্যাহ্নভোজ করার কথা রাহুল গান্ধীর। সেখানে টিম রাহুলের একটি বাস পৌঁছলে বাসটি আটকে দেয় পুলিশ।

অভিযোগ, পাহাড়পুর মোড়ে একটি বাস ঢুকতে গেল আটকে দেয় পুলিশ। বলা হয় সামনে আর যাওয়া যাবে না। কারণ হিসাবে পুলিশ বলে, সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা রয়েছে। ১২ টা থেকে শুরু হয়েছে, সেই পরীক্ষা শেষ হবে দুপুর দুটোয়। পরীক্ষা হচ্ছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলার। এই পরীক্ষার জন্য রাহুলের কর্মসূচিতেও রদবদলও করা হয়। পুলিশের দাবি, পরীক্ষার জন্য বাসকে আটকানো হয়েছে। এই বাস আটকানোকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের একপ্রস্ত বচসাও হয়।

শনিবার ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় কংগ্রেস-রাহুলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। রবিবারও বেশ জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে রাহুল গান্ধী ফ্লেক্সে ব্লেড চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

এদিন সাড়ে এগারোটা নাগাদ উত্তরবঙ্গে পৌঁছন রাহুল গান্ধী।  জলপাইগুলির কর্মসূচি শেষ করে তিনি গাড়ি করে চলে যাবেন শিলিগুড়ি।

নয়া অর্থ সংগ্রহের কর্মসূচি ঘোষণা কংগ্রেসের

এদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রা উপলক্ষে নতুন আঙ্গিকে অর্থ সংগ্রহের কাজ শুরু করল কংগ্রেস। শনিবার অর্থ সংগ্রহের জন্য ‘‌ন্যায়ের জন্য দান করুন’‌ বলে টাকা আহ্বান করেছে কংগ্রেস। তবে সেটা শুধু হাত পেতে টাকা নেওয়া নয়। বরং ওই টাকার বিনিময়ে মিলবে কিছু উপহারও। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অর্থ সংগ্রহের প্রচার।

একটি নির্দিষ্ট অর্থ ঠিক করা হয়েছে। যা দিলে রাহুল গান্ধীর সই করা টি–শার্ট মিলবে। তার সঙ্গে একটি রাহুল গান্ধীর একটি চিঠিও মিলবে। এই বিষয়ে নয়াদিল্লির এআইসিসি দফতর থেকে প্রচার করা হয়েছে। সেখানে কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, কোষাধ্যক্ষ অজয় মাকেন বিষয়টি নিয়ে জানান, একজন ব্যক্তি কমপক্ষে ৬৭০ টাকা দিলে রাহুল গান্ধীর সই করা টি–শার্ট পাবেন। আবার চিঠিও পাবেন। এটা একটা উপহার মাত্র। একদিকে টাকা তহবিল তৈরি করবে। আবার এই টি–শার্ট জনসংযোগের কাজ করবে। এমনটাই মনে করছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here