Home আপডেট রবিবাসরীয় থেকেই ৮ জেলা সফরে মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গ–দক্ষিণবঙ্গে কেমন থাকছে সফরসূচি?‌

রবিবাসরীয় থেকেই ৮ জেলা সফরে মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গ–দক্ষিণবঙ্গে কেমন থাকছে সফরসূচি?‌

রবিবাসরীয় থেকেই ৮ জেলা সফরে মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গ–দক্ষিণবঙ্গে কেমন থাকছে সফরসূচি?‌

[ad_1]

আজ রবিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে বেরোচ্ছেন। আগামী বেশ কিছুদিন উত্তরবঙ্গের ৬ জেলা–সহ মুর্শিদাবাদ ও নদিয়ায় সফর করবেন মুখ্যমন্ত্রী। আজ বিকেলেই হাসিমারা হয়ে কোচবিহার পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরেরদিন সোমবার থেকে টানা ১ ফেব্রুয়ারি পর্যন্ত নানা জেলায় নিজে গিয়ে মানুষের হাতে পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচন সামনে। যদিও নির্ঘণ্ট প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন। তবে উত্তরবঙ্গ সফরে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটাই দেখার।

এদিকে ২৯ জানুয়ারি থেকে রোজ দুটি করে পরিষেবা প্রদান অনুষ্ঠান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের রাসমেলা ময়দানে তা দেখা যাবে। তারপর সেখান থেকে তিনি উত্তরকন্যায় পৌঁছবেন। সেখানে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রান্তিক মানুষের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। চা–বাগানের শ্রমিকদের মধ্যে ১০ হাজারের বেশি পাট্টা বিলি করবেন তিনি বলে সূত্রের খবর। ‘চা–সুন্দরী’ প্রকল্পের সুবিধা পৌঁছে দেবেন তিনি। আর ৩০ জানুয়ারি তিনি রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন। সেখান থেকে উত্তর দিনাজপুর এবং বালুরঘাটে মানুষের হাতে পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে এই সফরের মধ্যেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে তাঁর দেখা হতে পারে। কারণ রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা আবার শুরু হচ্ছে। ৩১ জানুয়ারি মালদায় পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মালদা জেলাতে আসার কথা রয়েছে রাহুল গান্ধীরও। মালদা ও মুর্শিদাবাদ মিলিয়ে তাঁর এই যাত্রা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে মালদার পরেই মুর্শিদাবাদে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। ফলে দু’জনের মধ্যে সাক্ষাৎ নিয়ে একটা গুঞ্জন তৈরি হয়েছে। ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে টেলিফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর অনুরোধ করেছেন একবার রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় যোগ দিতে।

আরও পড়ুন:‌ আবার শুরু হতে চলেছে উত্তরকাশীর সুরঙ্গ প্রকল্পের কাজ, অনুমতি দিয়েছে মন্ত্রক

তবে সেটা হবে কিনা এখনও বোঝা যাচ্ছে না। শুক্রবার রাজভবনে সাধারণতন্ত্র দিবসের চা–চক্রের ফাঁকে রাহুল গান্ধীর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমি আমার নিজস্ব কর্মসূচি নিয়ে যাচ্ছি। অন্য কারও কোনও কর্মসূচি থাকলে, তাঁরা তাঁদের মতো করবে। তবে চা খেতে যে কেউ আসতেই পারেন। সেটা অন্য বিষয়।’ কদিন আগে বর্ধমানের অনুষ্ঠান থেকে ফেরার সময় কপালে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। আর জেলা সফরের শেষে ১ ফেব্রুয়ারি শান্তিপুর স্টেডিয়ামে নদিয়া জেলার অনুষ্ঠান সেরে নবান্নে এসে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here