Bharat Gaurav Train: কলকাতা থেকে ছাড়বে ভারত গৌরব পর্যটক ট্রেন, খরচটা জেনে নিন

পূর্ব ভারতের প্রথম ভারত গৌরব ট্রেন। এবার সেই ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন থেকে। দেশের একাধিক তীর্থস্থানকে ছুঁয়ে যাবে এই ট্রেন। একদিকে আধ্য়াত্মিক পর্যটন ক্ষেত্রে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে এক অন্যতম দিশা দেখাচ্ছে এই ট্রেন। এই ট্রেনটি হল সপ্তম ভারত গৌরব ট্রেন। সূত্রের খবর, আগামী ২০ মে থেকে কলকাতা স্টেশন থেকে এই ট্রেন ছাড়তে পারে।পাঁচটি জ্যোতির্লিঙ্গ, স্ট্যাচু অফ ইউনিটি, সাঁইবাবা ও শনি সিঙ্গাপুরকে ছুঁয়ে যাবে এই ট্রেন। এরপর এটি কলকাতা স্টেশনে ফের ফিরে আসবে।

এর আগে দেশের অন্যান্য় শহর থেকে এই ট্রেন ছাড়া হয়েছিল। মূলত ধর্মীয় পর্যটনক্ষেত্রগুলিতে যারা বেড়াতে যেতে চান তাঁদের জন্য় এই ট্রেনটি অত্যন্ত উপযোগী। দক্ষিণ ভারতের পাঁচটি শৈবক্ষেত্রকে স্পর্শ করে যাবে এই ট্রেন। এটি এক ভারত- শ্রেষ্ঠ ভারত ও দেখো আপনা দেশ এই প্রকল্পের আওতায় এই ট্রেন চালানো হয়।

তবে এবার বাংলা থেকে ছাড়বে ভারত গৌরব ট্রেন। এই ট্রেনে মোট ৬৫৬জন যাত্রী থাকবেন। মাথাপিছু ইকোনমি ক্লাসে মোটামুটি ২০ হাজার, স্ট্যান্ডার্ডে ৩১,৮০০ টাকা, কমফোর্ট ক্লাসে ৪১ হাজার ৬০০ টাকা পর্যন্ত খরচ পড়বে। এই ট্রেনে সাধারণ স্লিপার ক্লাস, থ্রি টায়ার এসি ও টু টায়ার এসি তিন ধরনের ব্যবস্থাই থাকছে। মোটামুটি সাধারণ ট্রেনে যে ধরনের সুবিধা থাকে সেগুলি এই ট্রেনেও থাকছে। তবে এই ধরনের পর্যটনের ক্ষেত্রে বয়স্ক মানুষরাও অত্যন্ত উৎসাহ দেখান। সেকারণে ট্রেনে ভ্রমণের সময় তাঁদের শরীর অসুস্থ হলে হাতের কাছেই থাকবেন চিকিৎসক।

স্লিপার ক্লাসে ৩১৫টি, থার্ড এসিতে ২৯৭টি ও সেকেন্ড এসিতে ৪৪টি আসন থাকবে। পর্যটনের খরচ মেটানোর জন্য ইএমআইও থাকবে। ১১ রাত ১২ দিনের জার্নি।

দক্ষিণভারতের একাধিক তীর্থক্ষেত্রকে স্পর্শ করবে এই ট্রেন। ওমকারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর ও ত্রম্বকেশ্বরে মতো পাঁচটি শৈবক্ষেত্রে যাওয়া যাবে এই ট্রেনে চাপলে। আগামীদিনে শিখ, বৌদ্ধ ও সুফী তীর্থ সার্কিট জুড়েও এই ট্রেন চলবে। এনিয়ে চাহিদা কতটা রয়েছে তার উপর নির্ভর করেই এই পরিকল্পনা নেওয়া হবে।

এদিকে এর আগে উত্তরপূর্বের রাজ্যগুলিকে ঘিরেও এই ভারত গৌরব ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। গুয়াহাটি, শিবসাগর, ফুরকাটিং, কাজিরাঙা, ত্রিপুরার উনকোটি, আগরতলা, ডিমাপুর নাগাল্য়ান্ডের ডিমাপুর ও কোহিমা, মেঘালয়ের শিলং ও চেরাপুঞ্জিকে ছুঁয়ে গিয়েছিল এই ট্রেন। ২০২৩ সালের ২১ মার্চ এই ট্রেন ছেড়েছিল দিল্লির সফদরজং স্টেশন থেকে। এই ট্রেনের অন্যতম উল্লেখযোগ্য বিষয় হল এখানে পর্যটকদের উপযোগী করে ট্রেনটি করা হয়েছে। এখানে দুটি সুন্দর রেস্তরাঁরও ব্যবস্থা রয়েছে।

এবার এই ভারত গৌরব ট্রেন ছাড়বে কলকাতা থেকে। এটা রওনা দেবে দক্ষিণ ভারতের দিকে। ধর্মীয় পর্যটনের একটা বড় অঙ্গ এই ভারত গৌরব ট্রেন।

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Sundarbans forest worker killed: সুন্দরবনের ইতিহাসে প্রথম চোরাশিকারিদের হাতে বনকর্মী মৃত্যু, খুনের মামলা রুজু

চোরশিকারীদের হাতে বনকর্মী খুনের ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করল সন্দরবন কোস্টাল থানার পুলিশ।…

4 hours ago

দেশের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল ইরানি হেলিকপ্টার

তেহরান: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানকে নিয়ে একটি হেলিকপ্টার দেশের প্রত্যন্ত পাহাড়ি…

4 hours ago

CPM leader arrest with money: ভোটের মধ্যে সীমান্তে প্রচুর বাংলাদেশি মুদ্রা সহ ধৃত CPM নেতা, শাস্তির দাবি TMC-র

সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু পাচার বা সোনা পাচারের অভিযোগ নতুন কিছু নয়। এবার সীমান্তে প্রচুর…

4 hours ago

Hotel owner beaten: হোটেল থেকে AC-র রিমোট, চাবি চুরির চেষ্টা, বাধা দেওয়ায় তারাপীঠে আক্রান্ত মালিক

টাকা বা সোনা নয়, এসির রিমোট, চাবি চুরির চেষ্টা, তাও আবার একটি হোটেল থেকে। আর…

5 hours ago

২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং

ডেস্ক: দিনপঁচিশেক ‘বেপাত্তা’ পর বাড়ি ফিরে এলেন হিন্দি সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং। জনপ্রিয় সিরিয়াল ‘তারক…

5 hours ago

Illegal construction: বেআইনি নির্মাণ কীভাবে রুখতে হবে? সব পুরসভাকে পুস্তিকা পাঠাল পুর দফতর

গার্ডেনরিচ কাণ্ডের পরে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। তবে বেআইনি নির্মাণের অভিযোগ শুধু…

5 hours ago