IPL 2023: ঘরোয়া ক্রিকেটে বাংলার পেস বোলিংয়ের ভরসা, এবার কি আরসিবি একাদশে সুযোগ মিলবে আকাশদীপের?

বেঙ্গালুরু: ঘরোয়া ক্রিকেট বাংলার জার্সিতে প্রচুর ম্যাচ জিতিয়েছেন। দ্রুত গতির পেসে পরাস্ত করেছেন প্রতিপক্ষ ব্যাটারদের। ২০২১ মরসুম থেকে আরসিবি শিবিরের সঙ্গে যুক্ত রয়েছেন আকাশ দীপ। কিন্তু এখনও পর্যন্ত প্রথম একাদশে নিজের জায়গা পাকা করতে পারেননি এই ডানহাতি পেসার। রঞ্জি ট্রফিতে রানার্স আপ হয়েছে বাংলা শিবির। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আকাশ দীপ। রঞ্জি শেষ হওয়ার পরই বাগদান সেরেছিলেন তিনি। এবার কি তবে জীবনে নতুন কোনও মোড় আসতে পারে আকাশ দীপের? কী মনে হয় আপনার?

কে এই আকাশ দীপ?

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪টি ম্যাচ খেলে বাংলার জার্সিতে ৯০ টি উইকেট তুলে নিয়েছিলেন আকাশ দীপ। টি-টোয়েন্টি ঘরোয়া ক্রিকেটে ৩২ ম্যাচ খেলে মোট ৩৮ উইকেট নিয়েছেন। ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল আকাশ দীপের। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ১০ লক্ষ টাকায় আরসিবি দলে নিয়েছিল আকাশ দীপকে। 

১৯৯৬-এর ১৫ ডিসেম্বর জন্ম নেওয়া এই বোলারের বয়স মাত্র ২৫ বছর ১০৫ দিন। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। তবে বাংলা দলে খেললেও আদতে আকাশদীপের জন্ম বিহারের দেহরিতে। এবারের রঞ্জিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনালে এক ইনিংসে একাই ৫ উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। লিস্ট এ ক্রিকেটে ১৬ ম্যাচ খেলে ২৫ উ

কেট নিয়েছেন আকাশ দীপ। 

কেমন হতে পারে আরসিবির পেস আক্রমণ?

জানা যাচ্ছে, অ্যাকিলিসের সমস্যায় ভুগছেন পেসার হ্যাজেলউড। পায়ের যে ব্যথার জেরে বর্ডার-গাওস্কর সিরিজেও খেলতে পারেননি তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলার মাঝে ভারতে থাকলেও কোনও ম্যাচেই খেলতে নামতে পারেননি জস। এদিকে, পায়ের চোট সারিয়ে ওঠার পথে গ্লেন ম্যাক্সওয়েল। গতবছর পায়ের চোট পেয়েছিলেন তিনি। যদিও ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেছিলেন তিনি। যদিও পরের দুটো ওডিআইতে দলে থাকতে পারেননি ম্যাক্সওয়েল। আরসিবি-র এক চ্যাট শো’তে ম্য়াক্সওয়েল জানিয়েছিলেন, পা এখন আগের থেকে অনেক সেরে গিয়েছে। প্রায় ১০০ শতাংশ ফিট। আশা রাখছি ভোগান্তি ছাড়াই গোটা প্রতিযোগিতা খেলতে পারব। 

প্রসঙ্গত, অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ধরে রাখতে বড় অর্থই খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ২০২২-র আইপিএলের মেগা অকশনের প্রাক্কালেই ১১ কোটি টাকা দিয়ে তাঁকে স্কোয়াডে ধরে রেখেছিল আরসিবি। অপর অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউডকে দলে পেতে নিলামের মঞ্চে ৭.৭৫ কোটি টাকা খরচ করেছে আরসিবি। গত আইপিএলে ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন এই ডান হাতি পেসার। উল্লেখ্য, শুধু হ্যাজেলউডই নন আরসিবি এবারের আইপিএলের শুরুর দিকে তাঁদের বিদেশি অপর পেসার ওয়ানিন্দু হাসারাঙ্গারও সার্ভিস পাবে না প্রথম কিছু ম্যাচের জন্য।

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Sundarbans forest worker killed: সুন্দরবনের ইতিহাসে প্রথম চোরাশিকারিদের হাতে বনকর্মী মৃত্যু, খুনের মামলা রুজু

চোরশিকারীদের হাতে বনকর্মী খুনের ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করল সন্দরবন কোস্টাল থানার পুলিশ।…

34 mins ago

দেশের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল ইরানি হেলিকপ্টার

তেহরান: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানকে নিয়ে একটি হেলিকপ্টার দেশের প্রত্যন্ত পাহাড়ি…

40 mins ago

CPM leader arrest with money: ভোটের মধ্যে সীমান্তে প্রচুর বাংলাদেশি মুদ্রা সহ ধৃত CPM নেতা, শাস্তির দাবি TMC-র

সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু পাচার বা সোনা পাচারের অভিযোগ নতুন কিছু নয়। এবার সীমান্তে প্রচুর…

1 hour ago

Hotel owner beaten: হোটেল থেকে AC-র রিমোট, চাবি চুরির চেষ্টা, বাধা দেওয়ায় তারাপীঠে আক্রান্ত মালিক

টাকা বা সোনা নয়, এসির রিমোট, চাবি চুরির চেষ্টা, তাও আবার একটি হোটেল থেকে। আর…

2 hours ago

২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং

ডেস্ক: দিনপঁচিশেক ‘বেপাত্তা’ পর বাড়ি ফিরে এলেন হিন্দি সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং। জনপ্রিয় সিরিয়াল ‘তারক…

2 hours ago

Illegal construction: বেআইনি নির্মাণ কীভাবে রুখতে হবে? সব পুরসভাকে পুস্তিকা পাঠাল পুর দফতর

গার্ডেনরিচ কাণ্ডের পরে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। তবে বেআইনি নির্মাণের অভিযোগ শুধু…

2 hours ago