Home আপডেট Firhad on Nitish Kumar: বিহারে পালাবদলের নাটকের মধ্যেই নীতীশের বুলি ফিরহাদের মুখে, তবে কি!

Firhad on Nitish Kumar: বিহারে পালাবদলের নাটকের মধ্যেই নীতীশের বুলি ফিরহাদের মুখে, তবে কি!

Firhad on Nitish Kumar: বিহারে পালাবদলের নাটকের মধ্যেই নীতীশের বুলি ফিরহাদের মুখে, তবে কি!

[ad_1]

বিহারে নীতীশ কুমারের ডিগবাজি নিয়ে মুখ খুলে তাঁরই উক্তি শোনা গেল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায়। রবিবার নীতীশের পদক্ষেপকে জনগণের সঙ্গে প্রতারণা বলে উল্লেখ করে ফিরহাদ বলেন, বিজেপির বিরুদ্ধে এই লড়াইয়ে জিতব অথবা মরব। ঠিক এক বছর আগে একই কথা বলেছিলেন নীতীশ কুমার।

এদিন ফিরহাদ বলেন, ‘আমরা যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, ধর্মনিরপেক্ষ মানুষ, বিশেষ করে যারা সংখ্যালঘু। যারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। মানুষের বিশ্বাস নিয়ে এই লড়াই আমরা চালিয়ে যাব। এই লড়াইয়ে জিতব অথবা মরব। যারা এই বিশ্বাসভঙ্গ করছেন, তাহলে সেটা মানুষের সঙ্গে প্রতারণা হবে। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে কোনও প্রশ্ন নেই। ধর্মনিরপেক্ষ মানুষ এই জোটের সঙ্গে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন মোদী ভাবেন কাল’।

ঠিক এক বছর আগে গত বছর ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিন পালনের অনুষ্ঠানে বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে পাশে দাঁড় করিয়ে নীতীশ কুমার বলেছিলেন, ‘মরে যেতেও রাজি আছি, কিন্তু ওদের (বিজেপির) সঙ্গে যেতে রাজি নই।’ তার পর এক বছর ঘুরতে না ঘুরতে রাজদকে ছেড়ে বিজেপির হাত ধরেই ফের সরকার গড়তে চলেছেন নীতীশ।

বিহারের লালুপ্রসাদের দল রাজদ-এর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে রবিবার সকালেই মুখ্যমন্ত্রীপদে ইস্তফা দিয়েছেন জেডিইউ নেতা নীতীশ কুমার। মাত্র ১৫ মাস আসেই বিজেপির হাত ছেড়ে রাজদের হাত ধরেছিলেন তিনি। রবিবার বিকেলে সেই বিজেপির সমর্থনেই ফের বিহারে সরকার গড়তে চলেছেন তিনি।

নীতীশের বারবার ডিগবাজিতে বিরক্ত বিজেপির একাংশও। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের মতো নেতারা সেকথা আকারে ইঙ্গিতে বুঝিয়েও দিয়েছেন। তবে লোকসভা নির্বাচনের মুখে নীতীশকে দলে নিয়ে বিহারে নিজেদের আরও শক্তিশালী করার সুযোগ ছাড়তে চাইছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, ৪ ফেব্রুয়ারি বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। সেখানে হাজির থাকবেন নীতীশ কুমার।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here