Home আপডেট Bus accident: ঠাকুরপুকুরে বাসের সংঘর্ষের জেরে একের পর এক গাড়িতে ধাক্কা, আহত ২১

Bus accident: ঠাকুরপুকুরে বাসের সংঘর্ষের জেরে একের পর এক গাড়িতে ধাক্কা, আহত ২১

Bus accident: ঠাকুরপুকুরে বাসের সংঘর্ষের জেরে একের পর এক গাড়িতে ধাক্কা, আহত ২১

[ad_1]

দুটি বাসের সংঘর্ষ, তার জেরে একের পর এক ধাক্কা লাগল একাধিক গাড়িতে। এই ঘটনার জেরে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরের ৩ এ বাসস্ট্যান্ডের কাছে। আশঙ্কাজনক ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই দুর্ঘটনার জেরে ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়।

আরও পড়ুন: পথ দুর্ঘটনা বেড়েছে বাংলায়, গোটা দেশের মধ্যে কত নম্বরে রাজ্য?

কী ঘটেছিল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ঠাকুরপুকুর বাসস্ট্যান্ডে ২৩৫ নম্বর রুটের একটি বাস দাঁড়িয়েছিল। সেই সময় নামখানা রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসকে ধাক্কা মারে। ঘটনায় ২৩৫ নম্বর রুটের বাসটি ধাক্কা অভিঘাতে ডিভাইডারে উঠে যায়। তখন বাসটি সামনে থাকা একটি কেকের গাড়িকে ধাক্কা মারে। ধাক্কায় কেকের গাড়ি ছিটকে গেলে এক বৃদ্ধ ফল ব্যবসায়ীকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন ওই ফল ব্যবসায়ী। জানা গিয়েছে, ফল ব্যবসায়ীর নাম নির্মলকুমার দাস (৭৫)। তিনি কুঁদঘাট এলাকার বাসিন্দা। মাথায় গুরুতর চোট পেয়েছেন ওই বৃদ্ধ। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, ঘাতক বাসটি ধাক্কা মারার পর ডান দিক ঘেঁষে ডিভাইডারে উঠে গিয়ে প্রথমে একটি ষাঁড়কে ধাক্কা মারে। তারপর দাঁড়িয়ে থাকা একটি অ্যাপ ক্যাবকে ধাক্কা মারে। ঘটনায় অ্যাপ ক্যাবটি উলটে যায়। এই দুর্ঘটনার ফলে ২৩৫ নম্বর বাসের অনেক যাত্রী আহত হন। স্থানীয়রা উদ্ধারকাজে নেমে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরপুকুরের একটি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনার জেরে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। গাড়িগুলি সরাতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে ক্রেনের সাহায্যে তুলে থানায় নিয়ে যায়। এই দুর্ঘটনার জন্য মূল অভিযুক্ত হলেন নামখানা ধর্মতলা রুটের ওই বাসচালক। ঘটনার পরে তিনি পলাতক বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, কেকের গাড়ি না থাকলে সে ক্ষেত্রে বৃদ্ধ ফল ব্যবসায়ীর আরও বড় বিপদ ঘটতে পারত।

উল্লেখ্য, গত ৪ অগস্ট বেহালা চৌরাস্তার কাছে ঘাতক লরি পিষে দিয়েছিল দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সৌরনীল সরকারকে। তারপরেই ওই এলাকায় যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। কিন্তু তারপরেও পরিস্থিতির হেরফের হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here