Home আপডেট Contai Municipality: পদত্যাগ করেনি কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না, তাঁর বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের

Contai Municipality: পদত্যাগ করেনি কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না, তাঁর বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের

Contai Municipality: পদত্যাগ করেনি কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না, তাঁর বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের

[ad_1]

কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে আগেই দল পদত্যাগ করতে বলেছিল। কিন্তু তিনি পদত্যাগ করেননি। এবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল। ১৬ জন কাউন্সিলের সই করা অনাস্থা প্রস্তাব মঙ্গলবার জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কাঁথি তৃণমূল সাংগঠনিক জেলার তরফে জানিয়েছেন পীযূস পাণ্ডা। 

এর আগে সুবলকে পদত্যাগ করতে বলা হয় দলের তরফে। কিন্তু তিনি পদত্যাগ করেননি। তাঁদ দাবি, এ নিয়ে কোনও চিঠি তিনি পাননি। তার পর মঙ্গলবার সকালে দলের তরফে একটি বৈঠক ডাকা হয়। পুরসভার ১৬ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন ওই বৈঠকে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে অনস্থা প্রস্তাব আনা হবে। 

তৃণমূল কাউন্সিলরদের অভিযোগ কাঁথি পুরসভা পরিচালনা করার ক্ষেত্রে সুবল মান্না একার সিদ্ধান্ত প্রয়োগ করছেন। তিনি কারও সঙ্গে কোনও আলোচনা করছেন না। কাউকে কিছু জানাচ্ছেন না।

সম্প্রতি একটি স্কুলের অনুষ্ঠানে শিশিরের অধিকারীর সঙ্গে একমঞ্চে দেখা যায় সুবল মান্নাকে। সেখানে তিনি সাংসদের পা হাত দিয়ে প্রণামও করেন। তাতেই রুষ্ঠ হন দলের নেতৃত্বে। ক্ষুব্ধ হন কাউন্সিলাররাও।

এই অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে পীযূস পাণ্ডা বলেন, ‘সুবলবাবু কী করছেন না করেছেন তা নিয়ে বলতে পারব না। দুবছর আগে কাঁথি পুরসভার ২১টির মধ্যে ১৭টি আসনে জেতে তৃণমূল। এর মধ্যে ১৬ জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে আবেদন করেছিলেন। আজই সম্ভবত জমা পড়বে অনাস্থা প্রস্তাব। ’

(পড়ুন। নেতাই শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে চেয়ে আগেভাগে হাইকোর্টে শুভেন্দু)

চিঠি পাননি, দাবি সুবলের

কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল যদিও জানিয়েছেন, পদত্যাগের নির্দেশ-সহ কোনও চিঠি পাননি তিনি। তবে দল যদি এ রকম কোনও সিদ্ধান্ত নিয়ে থাকে তা তিনি মেনে নেবেন। 

এই চিঠি প্রসঙ্গে পীযূসের দাবি, ‘ মৌখিক ভাবেও বিষয়টি জানানো হয়েছিল সুবলকে। পরে চিঠিও দেওয়া হয়েছিল। কেন তিনি সত্য স্বীকার করছেন না, তা আমার জানা নেই।’  একজোট হয়ে সুবলের বিরুদ্ধে তৃণমূলের ১৬ জন কাউন্সিলর মঙ্গলবার অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here