Home আপডেট Darivit Case: মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব হাজিরা না দিলে ‘অ্যারেস্ট ওয়ারেন্ট,’ দাড়িভিট মামলায় বলল হাইকোর্ট

Darivit Case: মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব হাজিরা না দিলে ‘অ্যারেস্ট ওয়ারেন্ট,’ দাড়িভিট মামলায় বলল হাইকোর্ট

Darivit Case: মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব হাজিরা না দিলে ‘অ্যারেস্ট ওয়ারেন্ট,’ দাড়িভিট মামলায় বলল হাইকোর্ট

[ad_1]

দাড়িভিট মামলায় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডিকে অনলাইনে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাঁরা হাজির না হওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট। আদালত ফের হাজিরার নির্দেশ দিয়েছে তাঁদের। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দিয়েছেন, এবার হাজির না বহলে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে। 

দাড়িভিটা মামলায় বিচারপতি মান্থা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডিকে  হাজির হওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, ‘অন্যক্ষেত্র হলে, আদালত কখন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দিত। তবে এই ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। আদালত আরও কটা সুযোগ দিয়ে চায়।’

আদালত আগামী সোমবার সকাল ১০টার সময় মুখ্যসিচব, স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইডিকে হাজিরার নির্দেশ দিয়েছে। এদিন মুখ্যসচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি পান্থা বলেন, ‘চিফ সেক্রেটারি অনলাইনে আসার প্রয়োজন মনে করলেন না। ওঁদের এখন তো আদালত হাজিরা থেকে অব্যাহতি দেয়নি। তাছাড়া ওনারা স্বশরীরে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে কোনও আবেদনও করেননি।’ তিনি জানান, তবু আদালতে সুযোগ দিতে চায় ওঁদের। তবে এবার না এলে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জারি করতে বাধ্য হবে আদালত বলে তিনি জানান। 

আরও পড়ুন। বিএড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত, নির্দেশে ‘বিস্মিত’ কর্তৃপক্ষ আদালতে গেল

আরও পড়ুন। হাতে আঁচড়, গুরুতর আঘাতের ধারা, ভূপতিনগর কাণ্ডে হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ

শিক্ষকের দাবিতে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের দাড়িভিটে ছাত্র আন্দোোলন হয়। সেই আন্দোলনে গুলি চালানোর অভিযোগ ওঠে পুুলিশের বিরুদ্ধে। সেই ঘটনায় মৃত্যু হয় দুই যুবকের। ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। পরে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ দেওয়ার পর দশ মাস কেটে গেলেও এখনও তদন্ত শুরু করতে পারেনি এনআইএ। অভিযোগ, সিআইডি এখনও নথি তাদের হাতে তুলে দেয়নি। 

আরও পড়ুন। কেন্দ্রীয় বাহিনীর ‘ফাঁকিবাজি’ রুখতে নজরদারি চালাবে নির্বাচন কমিশন

কেন নথি দেওয়া হচ্ছে না তা নিয়ে রাজ্য সরকার ও সিআইডি-র মত জানতে আদালত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডি স্বশরীরে হাজির হতে নির্দেশ দেন বিচারপতি। কিন্তু তারা না আসায় ক্ষুব্ধ বিচারপতি মান্থা। 

আরও পড়ুন। ‘রাজ্য আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল’, ক্যাফে বিস্ফোরণে গ্রেফতারি, তোপ শুভেন্দুর

আরও পড়ুন। কাঁথিতে ২ ‘ISIS’ জঙ্গি ধরা পড়তে মমতাকে তোপ BJP-র, শুভেন্দুরা আশ্রয় দেয়, বলল TMC

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here