Home আপডেট Dilip Ghosh: TMC-র নির্দেশে কাজে অসহযোগিতার অভিযোগ, BDO-দের চাবকানোর নিদান দিলীপ ঘোষের

Dilip Ghosh: TMC-র নির্দেশে কাজে অসহযোগিতার অভিযোগ, BDO-দের চাবকানোর নিদান দিলীপ ঘোষের

Dilip Ghosh: TMC-র নির্দেশে কাজে অসহযোগিতার অভিযোগ, BDO-দের চাবকানোর নিদান দিলীপ ঘোষের

[ad_1]

তৃণমূল নেতাদের চাপে তাঁর সাংসদ তহবিলের টাকায় উন্নয়নের কাজ করতে দিচ্ছেন না বিডিওরা। এই অভিযোগ তুলে বিডিওদের চাবকানোর হুঁশিয়ারি দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে এক সভায় একথা বলেন তিনি। সরকারি আধিকারিক সম্পর্কে সাংসদের এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক।

এদিন একটি কার্লভার্ট তৈরি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গ্রামবাসীদের অভিযোগ পেয়ে আমি কার্লভার্ট তৈরির জন্য সাংসদ তহবিল থেকে ৪০ লক্ষ টাকা বরাদ্দ করি। কার্লভার্ট হয়ে গিয়েছে, রাস্তা আর জুড়ছে না। বিডিওকে চমকাচ্ছে তৃণমূলের লোকেরা। বলছ, করা যাবে না দিলীপ ঘোষের টাকায়। তোর বাপের টাকা না কি? এই বিডিওগুলোকে চাবকাবো আমরা। বিডিও বলে আমার ওপর চাপ আছে। আমরাও চাপ দেব। এমন চাপ দেব না, বেল্টের দড়ি ছিঁড়ে যাবে। একটা বিডিওকেও ছাড়বো না। ঘেরাও করে রেখে দেব। পায়খানা পেচ্ছাপ বন্ধ। জল খাওয়া বন্ধ’।

এবারই প্রথম নয় এর আগেও প্রকাশ্য সভায় নানা বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপবাবু। বিধানসভা নির্বাচনের আগে বরাহনগরে এক সভায় ‘বাড়াবাড়ি করলে শীতলকুচি হবে’ বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে রাজ্য বিজেপির কোনও পদেই নেই দিলীপবাবু। তবে তাতে মুখ থেকে আগুন ঝরানো বন্ধ করেননি তিনি।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here