Home ব্লগবাজি ফাঁকা ~ বৈশাখী চ্যাটার্জী

ফাঁকা ~ বৈশাখী চ্যাটার্জী

ফাঁকা    ~    বৈশাখী চ্যাটার্জী

ফাঁকা

বিষাক্ত রাত গুলো বড্ড ধাওয়া করে আসে চোখের পাতার ওপর —
একরাশ অতৃপ্তিরা রাতের বুনো অন্ধকারে গাছের পাতায় বন্দী ,
হঠাৎ হাওয়ার সাথে বন্দী পাতারা কিছু এলোমেলো স্মৃতি ছড়ায় –
গায়ে লাগে দোল খায় -নিঃশ্বাসে স্পর্শ দেয় —
বুকের ভিতর চিনচিনে বেদনারা –
কিছু ছবি আছে ভেজা চোখে ,
ভালবাসার ছবি -সবুজ ধানক্ষেতে বাতাস বইত যখন —
প্রতিটা ধানের শীষ কি আনন্দে নেচে নেচে
ভালবাসার কথা বলত –
শ্রাবণের প্রথম কদম ফুল যখন মালা হত –
সেই প্রেমে অঝোর শ্রাবণ ঝরতো ভালবাসায় –,
আজ রাত বড় বিষাক্ত -অগনিত নক্ষত্ররা কাঁটা হয়ে বেঁধে ,
শরশয্যায় শুয়ে কোন অর্জুনের অপেক্ষা করে পিপাসা —
কিন্তু একফোঁটাও জল নেই কোন মরুভূমির মাটিতে -বড্ড তেষ্টায় ফেটে পড়ে বুক ,
শুধু ধু -ধু ফাঁকা অতৃপ্তিরা ॥

বৈশাখী চ্যাটার্জী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here