Home আপডেট FIR against ED in Sandeshkhali incident: হাসপাতালে ৩ অফিসার, সন্দেশখালির সেই ঘটনায় ইডির বিরুদ্ধেই FIR পুলিশের!

FIR against ED in Sandeshkhali incident: হাসপাতালে ৩ অফিসার, সন্দেশখালির সেই ঘটনায় ইডির বিরুদ্ধেই FIR পুলিশের!

FIR against ED in Sandeshkhali incident: হাসপাতালে ৩ অফিসার, সন্দেশখালির সেই ঘটনায় ইডির বিরুদ্ধেই FIR পুলিশের!

[ad_1]

সন্দেশখালিতে গতকাল আক্রান্ত হয় ইডি। ঘটনায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভরতি হন তিন আধিকারিক। তাঁদের মধ্যে দু’জনের মাথায় আঘাত করা হয়। তবে সেই ঘটনায় এবার ইডির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে ন্যাজাট থানার পুলিশ। কিন্তু কীসের ভিত্তিতে ইডির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ? জানা যাচ্ছে, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা। (আরও পড়ুন: শেখ শাহজাহানের মোবাইল লোকেশন ট্র্যাক করে বিস্ফোরক ইডি, আজ দিল্লিতে যাবে রিপোর্ট)

এদিকে ইডির অভিযোগের প্রেক্ষিতেও পৃথক এফআইআর হয়েছে। শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে হয়েছে সেই এফআইআর। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার এসপি জোবি থমাসের কাছে ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে ইডি। সেই অভিযোগে ইডি অবশ্য উল্লেখ করেছে, কোর্ট ওয়ারেন্ট নিয়েই শুক্রবার শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন আধিকারিকরা। এছাড়াও অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে আরও একটি মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ। সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর ও সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলার অভিযোগে সেই মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার কী ঘটেছিল? সকালে ইডির আধিকারিকরা যখন শাহজাহানের বাড়িতে পৌঁছন, তখন দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শেখ শাহজাহানের দেখা মেলেনি। ইডির অফিসাররা ও সিআরপিএফ-এর জওয়ানরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে দরজা খুলতে বলেছিলেন। কিন্তু এসবের মধ্যেই মাত্র আধ ঘণ্টার মধ্যে এক দল উন্মত্ত জনতা লাঠি নিয়ে এসে ইডি আধিকারিকদের ঘিরে ফেলেন। ইডির দাবি, প্রায় ৮০০-১০০০ জনের উন্মত্ত জনতা চড়াও হয়েছিল তদন্তকারী দলের উপর। আক্রান্ত হয়েছেন ইডির অফিসাররা। ইডির তিন জন অফিসার হাসপাতালে ভরতি। এদিকে হামলার দায় পালটা ইডির উপরেই চাপিয়েছে বাংলার শাসক শিবির। তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীদের দাবি, অভিযানের ব্যাপারে ইডি আগাম কোনও তথ্য দেয়নি। তথ্য দিলে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকত। আর তাতে পরিস্থিতি এতটা খারাপ হত না। 

এরই মাঝে এই ঘটনা নিয়ে বিবৃতি প্রকাশ করেছে ইডি। বাংলায় নিযুক্ত ইডি আধিকাকরা ঘটনা প্রসঙ্গে দু’টি রিপোর্ট তৈরি করেছেন। এই জোড়া রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে। সংবাদসংস্থা পিটিআইকে এই খবর জানিয়ে ইডির এক আধিকারিক জানান, এই দুই রিপোর্টে গোটা ঘটনাটি তুলে ধরা হয়েছে। কী কী কারণে অভিযান চালানো হয়েছিল তা উল্লেখ করে রিপোর্টে হামলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এমনকী কারা হামলা চালিয়েছে, তাও নাকি উল্লেখ করা হয়েছে রিপোর্টে। ঠিক কেন তল্লাশি অসামাপ্ত রেখেই ইডি আধিকারিকদের ঘটনাস্থল ছেড়ে চলে আসতে হয়েছে, তাও বিস্তারিত ভাবে বলা হয়েছে সেই রিপোর্টে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here