Home আপডেট Jaynagar Murder: ঘটনার সময় স্বামী বাড়িতেই ছিলেন, দাবি সইফুদ্দিন খুনে অভিযুক্ত CPM নেতার স্ত্রীর

Jaynagar Murder: ঘটনার সময় স্বামী বাড়িতেই ছিলেন, দাবি সইফুদ্দিন খুনে অভিযুক্ত CPM নেতার স্ত্রীর

Jaynagar Murder: ঘটনার সময় স্বামী বাড়িতেই ছিলেন, দাবি সইফুদ্দিন খুনে অভিযুক্ত CPM নেতার স্ত্রীর

[ad_1]

জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন খুনে যুক্ত নন তাঁর স্বামী। এমনই দাবি দলুইখাঁটি গ্রামের সিপিএম নেতা আনিসুর লস্করের স্ত্রীর। মঙ্গলবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ঘটনার সময় স্বামী বাড়িতেই ছিলেন। পুলিশ দেখে পালান। তিনি খুনে জড়িত হবেন কী করে?’

সোমবার সকালে জয়নগরের দলুইখাঁটি গ্রামে খুন হন তৃণমূলের অঞ্চল প্রধান সইফুদ্দিন লস্কর। এর পর গ্রামের সিপিএম সমর্থকদের বাড়ি লুঠপাট করে আগুন ধরিয়ে দেয় তৃণমূলি দুষ্কৃতীরা। লুঠপাট ভাঙচুর চলে সিপিএম নেতা আনিসুর লস্করের বাড়িতেও। এই খুনে তাঁর নামে অভিযোগ দায়ের করেছে পুলিশ। ঘটনার পর থেকেই আনিসুর পলাতক বলে দাবি পুলিশের।

মঙ্গলবার আনিসুরের স্ত্রী লন্ডভন্ড গেরস্থালিতে দাঁড়িয়ে বলেন, ‘রবিবার সারা রাত আমার স্বামী বাড়িতে ছিলেন। সকালে সইফুদ্দিন খুনের কয়েক ঘণ্টা পরে পুলিশ আসে আমাদের বাড়ি। বাড়িতে পুলিশ ঢুকছে দেখে পিছনের দরজা দিয়ে মাঠের দিকে পালান স্বামী ও ছেলেরা। তার পর থেকে তাদের আর কোনও খোঁজ পাচ্ছি না। বাড়িতে তল্লাশি চালিয়ে ফিরে যায় পুলিশ।’

তিনি বলেন, ‘পুলিশ যাওয়ার ১৫ মিনিট পরে বাড়িতে আসে তৃণমূলের মস্তান বাহিনী। সারা বাড়ি ভাঙচুর করে লুঠপাট চালায় তারা। পরনের কাপড়টুকু ছাড়া আর কিচ্ছু রাখেনি। এমনকী বাড়িতে একটা ফোন ছিল, সেটা আমার স্বামী নিয়ে গিয়েছে, না পুলিশ বা মস্তানরা নিয়ে গিয়েছে তাও জানি না।’

তিনি বলেন, ‘অত্যন্ত আতঙ্কে আছি। গ্রামবাসীরা বলছে মহিলা পুলিশ এসে আমাকে তুলে নিয়ে যাবে। থানায় নিয়ে গিয়ে নির্যাতন করবে। কিন্তু আমি তো এই খুনের ব্যাপারে বিন্দু বিসর্গ জানি না।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here