Kolkata Metro: যতীন দাস পার্কে মেট্রোর সামনে ঝাঁপ তরুণীর, ব্রেক কষলেন চালক, বন্ধ পরিষেবা, ভোগান্তি যাত্রীদের


ফের কলকাতা মেট্রোতে আত্মহত্যার চেষ্টা। চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক তরুণী। কিন্তু চালক একেবারে শেষ মুহূর্তে ব্রেক কষেন। তার জেরে বেঁচে যান ওই তরুণী। তবে এই ঘটনার জেরে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ ছিল। তার জেরে সমস্যায় পড়েন অফিস ফেরত যাত্রীরা। 

তবে আশার কথা একটাই যে ওই তরুণী বেঁচে গিয়েছেন। তাকে মেট্রোর লাইন থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঠিক কী হয়েছিল ঘটনাটি?

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬টা বেজে ৯ মিনিটে এই ঘটনাটি হয়। আচমকাই ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে মেট্রো। এরপর ওই তরুণীকে রেললাইন থেকে তোলা হয়। তবে যতীন দাস পার্ক স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর ৬টা ৪১ মিনিট থেকে মেট্রো চলাচল ফের শুরু হয়। তবে এদিন এই ঘটনার জেরে মহানায়ক উত্তম কুমারের দিকের লাইন ও ময়দান পর্যন্ত মেট্রো চলাচল মারাত্মকভাবে বিঘ্ন ঘটে। এমনকী যে ট্রেনটিকে আচমকা ব্রেক কষিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয় সেই ট্রেন থেকে যাত্রীরা নেমে পড়তে বাধ্য় হন । এর জেরেও সাধারণ যাত্রীরা মারাত্মক সমস্যায় পড়ে যান।

আসলে ওই সময়টাতে অনেকেই অফিস থেকে বাড়ি ফেরেন। কিন্তু ফেরার সময়তেই বিপত্তি। আচমকাই মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক মেট্রো পরিষেবা ব্যহত ছিল। তবে দ্রুত উদ্ধারকাজ চালিয়ে পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। 

এদিকে ওই তরুণীর পরিচয় জানা যায়নি। তবে তিনি কেন এই কাণ্ড ঘটালেন তা নিয়ে ধন্ধ দেখা দিয়েছে। 

তবে এবারই প্রথম নয়, এর আগেও মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা একাধিকবার এই ধরনের ঘটনা হয়েছে। 

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে সকাল ৮.৫০ মিনিট নাগাদ রবীন্দ্রসদন স্টেশনে এক যুবক আত্মহত্যার চেষ্টা করে। এরপর প্রাথমিকভাবে দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল ও অন্যদিকে টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে। যুবকের আত্মহত্যার চেষ্টার জেরে বিঘ্নিত হয়েছিল শহরের মেট্রোর পরিষেবা। মেট্রো সূত্রের খবর মিলেছিল, সকাল ৮.৫০ মিনিটে রবীন্দ্রসদন স্টেশনে ওই যুবক মেট্রোর সামনে ঝাঁপ দেন। তাঁর নামও পরিচয় জানা যায়নি। কী কারণে ওই আত্মহননের চেষ্টা, তারও খবর মেলেনি। এই পরিস্থিতিতে সপ্তাহের ব্যস্ত দিনে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। ফলে স্বভাবতই সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। এবার তেমনই ঘটনা হল যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। 



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

28 mins ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

56 mins ago

Israel–Hamas war: হামাসের সাহসে ইসরায়েলের আঁতে ঘা, ফিলিস্তিনকে সাহস যোগাচ্ছে বড় বড় দেশ

  Israel–Hamas war: মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। আর সেখানে বারংবার কেন্দ্রবিন্দুতে চলে…

1 hour ago

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে

ডেস্ক: সোমবার ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যাঁদের ভাগ্য নির্ধারিত হচ্ছে তাঁদের মধ্যে সবচেয়ে…

2 hours ago

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ একটি…

3 hours ago

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা…

4 hours ago