Rajya Sabha nominations: মঙ্গলেই রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন তৃণমূলের ২, বিজেপির ১ প্রার্থী


মনোনয়ন জমার প্রথম দিনে মঙ্গলবার তৃণমূলের দুই রাজ্যসভার প্রার্থী মনোনয়ন জমা দিলেন। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি না হওয়ার কারণে অন্য দুজন মনোনয়ন জমা দিতে পারেননি। এছাড়া এদিন বিধানসভায় মনোনয়ন জমা দেন বিজেপির প্রার্থী শমীক ভট্টাচার্য।

মঙ্গলবার তৃণমূলের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন সুস্মিতা দেব এবং নাদিমুল হক। মমতাবালা ঠাকুর এবং সাগরিকা ঘোষ মনোনয়ন জমা দিতে পারেনি কাগজপত্র তৈরি না হওয়ার জন্য। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার তাঁরা মনোনয়ন জমা দেবেন। ওই দিনই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

মঙ্গলবার সকালেই অসম থেকে কলকাতা পৌঁছন সুস্মিতা। তার পর তিনি এবং নাদিমূল হক এক সঙ্গে মনোয়ন জমা দেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।  পরে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য  বিধানসভায় মনোনয়নপত্র দাখিল করলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

যদি কেউ প্রার্থী না হন তবে ভোটাভুটি ছাড়াই জয়ী হবেন তৃণমূলের চারজন। অন্যদিকে বিজেপির শমীক ভট্টাচার্যেরও জয় নিশ্চিত।

পড়ুন। CPM – BJPর অভিযোগ মিথ্যা, সন্দেশখালিতে লিজের টাকা ফেরানোর ব্যবস্থা করবে তৃণমূল’

যদি কেউ প্রার্থী না হন তবে ভোটাভুটি ছাড়াই জয়ী হবেন তৃণমূলের চারজন। অন্যদিকে বিজেপির শমীক ভট্টাচার্যেরও জয় নিশ্চিত।

প্রসঙ্গত, সুস্মিতাকে ২০২১ সালে মানস ভুঁইয়ার ফাঁকা আসনে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। কিন্তু পরে তাঁকে আর সংসদের উচ্চকক্ষে মনোনয়ন দেয়নি জোড়াফুল। এ বার ফের তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নাদিমূলকে আগেও টিকিট দিয়েছে তৃণমূল। সে দিক থেকে রাজ্যসভায় নতুন মুখ হিসাবে রয়েছেন মমতাবালা ঠাকুর এবং সাগরিকা ঘোষ। তাঁরা মনোনয়ন জমা দেবে বৃহস্পতিবার। 

পড়ুন। জ্ঞান হওয়ার পর থেকে এসব শুনিনি, সন্দেশখালি নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শমীক ভট্টাচার্যকে এর আগে বিধানসভায় দাঁড় করার বিজেপি। বসিরহাট দক্ষিণ থেকে জিতে বিধায়ক হন তিনি। এই প্রথম তাঁর সংসদে যাওয়া।

পড়ুন। মহিলাদের শারীরিক নির্যাতন বলতে মারধর করা হয়েছে, দাবি নবান্ন গঠিত কমিটির

 



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

58 mins ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

3 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

3 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

3 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

4 hours ago

Israel–Hamas war: হামাসের সাহসে ইসরায়েলের আঁতে ঘা, ফিলিস্তিনকে সাহস যোগাচ্ছে বড় বড় দেশ

  Israel–Hamas war: মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। আর সেখানে বারংবার কেন্দ্রবিন্দুতে চলে…

4 hours ago