Home আপডেট Metropolitan Institution: মেট্রোপলিটন ইনস্টিটিউশন ফর গার্লসে এবার ইংরেজি মাধ্যম, বিদ্যাসাগর- বিবেকানন্দর স্কুল

Metropolitan Institution: মেট্রোপলিটন ইনস্টিটিউশন ফর গার্লসে এবার ইংরেজি মাধ্যম, বিদ্যাসাগর- বিবেকানন্দর স্কুল

Metropolitan Institution: মেট্রোপলিটন ইনস্টিটিউশন ফর গার্লসে এবার ইংরেজি মাধ্যম, বিদ্যাসাগর- বিবেকানন্দর স্কুল

[ad_1]

মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেন ফর গার্লসে আগামী ২০২৪ শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে ইংরাজি মাধ্যমে শিক্ষা। নতুন বছর আসার আগেই খুশির খবর। অনেকেই কলকাতার এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের সন্তানদের ভর্তি করার ব্যাপারে চেষ্টা করেন। তবে তাঁদের জন্য় এবার সুখবর।

১৮৬৪ সালে তৈরি হয়েছিল এই মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেন ফর গার্লস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন। বহু বিখ্য়াত মানুষদের চরণস্পর্শে ধন্য এই শিক্ষামন্দির। স্বামী বিবেকানন্দ এই স্কুলেই পড়তেন। পরবর্তী সময়ে এই বিদ্যালয়েই শিক্ষকতা করতেন স্বামী বিবেকানন্দ। তখনও অবশ্য় তিনি স্বামীজি বলে পরিচিত হননি। সেই স্কুল হবে এবার ইংরাজি মাধ্যম।

দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা, অভিভাবকরা দাবি করতেন এই স্কুলে যেন ইংরেজি মাধ্য়মে পড়ানো হয়। এবার সেটাই বাস্তবে হচ্ছে। নতুন বছর শুরু হওয়ার আগেই বড় খবর। তবে বর্তমানে এই স্কুলে আধুনিক নানা ব্যবস্থাও রয়েছে। প্রযুক্তিগত ক্ষেত্রেও যাতে এগিয়ে যায় এই স্কুল তার সব ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে এই স্কুলে স্মার্ট ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। তবে এবার সেই প্রাচীন স্কুলে ইংরেজি মাধ্যমের ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গেই এই স্কুলে যোগব্যায়াম, মার্শাল আর্ট, স্পোকেন ইংলিশ, সংগীত, আবৃত্তি ও নানা ধরনের হাতের কাজও শেখানো হবে। সেটার জন্য় বাড়তি কোনও খরচ হবে না।

উত্তরকলকাতার অন্যতম নামকার স্কুল হল এই স্কুল। নারী শিক্ষার ক্ষেত্রে অন্যতম বড় ভূমিকা নিয়েছিল এই স্কুল। সেই স্কুলেই এবার চালু হবে ইংরেজি মাধ্যম। এই স্কুল থেকে পাশ করে অনেকেই দেশে বিদেশে প্রতিষ্ঠিত।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here