Home আপডেট Tiger: চারদিকে বাঘের পায়ের ছাপ, এই বোধহয় লাফিয়ে পড়ে! বড়দিনে আতঙ্কে কাঁটা বাংলার গ্রাম

Tiger: চারদিকে বাঘের পায়ের ছাপ, এই বোধহয় লাফিয়ে পড়ে! বড়দিনে আতঙ্কে কাঁটা বাংলার গ্রাম

Tiger: চারদিকে বাঘের পায়ের ছাপ, এই বোধহয় লাফিয়ে পড়ে! বড়দিনে আতঙ্কে কাঁটা বাংলার গ্রাম

[ad_1]

সুন্দরবন মানেই বাঘের রাজ। লোকালয়েও বাঘ ঢোকে মাঝেমধ্য়েই। কিন্তু বড়দিনের আগে থেকেই সেই বাঘ যেন ঘুম কেড়ে নিল সুন্দরবনের একের পর এক জনপদের। রাত জেগে চলছে পাহারা। বিভিন্ন জায়গায় চলছে আগুন জ্বালানোর কাজ যাতে বাঘ না গ্রামে ঢুকে পড়ে।

গোটা রাজ্য যখন বড়দিনের আনন্দে ভাসছে তখনই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর সহ সংলগ্ন এলাকা বাঘের আতঙ্কে একেবারে কাঁটা হয়ে রয়েছে। পর্যটকরাও এনিয়ে খোঁজখবর করছেন।

মনে করা হচ্ছে সুন্দরবনের কলসের জঙ্গল থেকে বেরিয়ে নদী পেরিয়ে সেটি লোকালয়ে চলে এসেছে। বাঘের পায়ের ছাপ, গর্জন শুনেই বিষয়টি বোঝা যায়।

স্থানীয় সূত্রে খবর, একের পর এক জায়গায় বাঘের পায়ের ছাপের দেখা মিলেছে। বাঘটি কোথায় আছে সেটাও বোঝা যাচ্ছে না। স্থানীয় এক মহিলা জানিয়েছেন, প্রচন্ড ভয় লাগছে। শুনছি বাঘটি জাল টপকেও বেরিয়ে যায়। একটা স্থায়ী সমাধান করা দরকার। এভাবে তো থাকা যাচ্ছে না।

বাস্তবিকই ধানের জমিতে, নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কে ভুগছে গোটা গ্রাম। বিভিন্ন জায়গায় বনকর্মীরা পাহারা দিচ্ছেন। স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে রয়েছেন। কিন্তু কখন যে বাঘ লাফিয়ে পড়বে সেটা আগাম বোঝা যায় না।

বনদফতরের রামগঙ্গা, রায়দিঘি, ধনাচি রেঞ্জের আধিকারিক ও কর্মীরাও বাঘের সন্ধানে নেমেছেন। তাদের কাছে মূলত দুটি চ্যালেঞ্জ। একটা হল বাঘ লোকালয়ে ঢুকে পড়লে সমস্যা হতে পারে। আবার বাঘকে ঘিরে ধরে সাধারণ মানুষ পেটাতে শুরু করলে তাতে বাঘের প্রাণহানি হতে পারে। সেকারণে সতর্ক অবস্থান নিচ্ছে বনদফতর।

সূত্রের খবর, রবিবার দুপুরে ও সন্ধ্যায় লোকালয় সংলগ্ন জঙ্গল থেকে বাঘের হালুম ডাক শোনা গিয়েছে।তারপর থেকে দুচোখের পাতা এক করতে পারছেন না বাসিন্দারা। বাড়ির বাচ্চাদের সব ঘরের মধ্য়েই রাখা হয়েছে। বাঘ কোথাও গবাদি পশু টেনে নিয়ে গিয়েছে কি না সেটা দেখা হচ্ছে। ধনাচির জঙ্গলের বিপরীতে যে লোকালয় রয়েছে সেটা জাল দিয়ে ঘেরার কাজ চলছে।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here