Home আপডেট Puja Special Local Trains in Sealdah: শিয়ালদায় চলবে ১৮ পুজো স্পেশাল লোকাল ট্রেন! কোন কোন শাখায়? দেখুন পুরো টাইমটেবিল

Puja Special Local Trains in Sealdah: শিয়ালদায় চলবে ১৮ পুজো স্পেশাল লোকাল ট্রেন! কোন কোন শাখায়? দেখুন পুরো টাইমটেবিল

Puja Special Local Trains in Sealdah: শিয়ালদায় চলবে ১৮ পুজো স্পেশাল লোকাল ট্রেন! কোন কোন শাখায়? দেখুন পুরো টাইমটেবিল

[ad_1]

এবার পঞ্চমী (১৯ অক্টোবর) থেকেই শিয়ালদা ডিভিশনে পুজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। সার্বিকভাবে মোট নয় জোড়া (১৮টি ট্রেন) দুর্গাপুজো স্পেশাল লোকাল ট্রেন চলবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পঞ্চমীর রাত থেকে নবমীর রাত পর্যন্ত শিয়ালদা-রানাঘাট শাখা, শিয়ালদা-কল্যাণী শাখা, শিয়ালদা-বনগাঁ শাখা, শিয়ালদা-ডানকুনি শাখা, শিয়ালদা-বারুইপুর শাখা এবং শিয়ালদা-বজবজ শাখায় একাধিক পুজো স্পেশাল ট্রেন চালানো হবে। সর্বাধিক পুজো স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা-বারুইপুর শাখায়। তিনটি পুজো স্পেশাল লোকাল ট্রেন চলবে। 

কোন কোন স্টেশনে পুজো স্পেশাল ট্রেন দাঁড়াবে?

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যে যে শাখায় পুজো স্পেশাল ট্রেন চালানো হবে, সেই ট্রেনগুলি যাত্রাপথের সব স্টেশনে দাঁড়াবে। অর্থাৎ শিয়ালদা-রানাঘাট লোকাল যাত্রাপথের সব স্টেশনেই দাঁড়াবে।

শিয়ালদা-রানাঘাট শাখায় পুজো স্পেশাল ট্রেন

১) শিয়ালদা-রানাঘাট লোকাল: রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। রানাঘাটে পৌঁছাবে রাত ২ টো ৩০ মিনিটে। 

২) রানাঘাট-শিয়ালদা লোকাল: রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। রাত ১ টা ৪০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।

শিয়ালদা-কল্যাণী শাখায় পুজো স্পেশাল ট্রেন

১) শিয়ালদা-কল্যাণী লোকাল: রাত ১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। কল্যাণীতে পৌঁছাবে রাত ২ টো ৫০ মিনিটে।

২) শিয়ালদা-কল্যাণী লোকাল: শিয়ালদা থেকে ছাড়বে রাত ২ টো ৩০ মিনিটে। রাত ৩ টে ৫০ মিনিটে কল্যাণীতে পৌঁছাবে।

৩) কল্যাণী-শিয়ালদা লোকাল: রাত ১২ টা ১০ মিনিটে কল্যাণী থেকে ছাড়বে। রাত ১ টা ৩০ মিনিটে পৌঁছাবে শিয়ালদায়।

৪) কল্যাণী-শিয়ালদা লোকাল: কল্যাণী থেকে রাত ৩ টেয় ছাড়বে। শিয়ালদায় পৌঁছাবে ভোর ৪ টে ২০ মিনিটে।

আরও পড়ুন: Weather Forecast in WB till 22nd October: মঙ্গলে ৩ জেলায় বৃষ্টি! অষ্টমী পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া থাকবে? গরম বাড়বে?

শিয়ালদা-বনগাঁ শাখায় পুজো স্পেশাল ট্রেন

১) শিয়ালদা-বনগাঁ লোকাল: রাত ১ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। বনগাঁয় পৌঁছাবে রাত ৩ টে ১০ মিনিটে। 

২) বনগাঁ-শিয়ালদা লোকাল: রাত ১১ টা ৫৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে। রাত ১ টা ৪৫ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।

শিয়ালদা-ডানকুনি শাখায় পুজো স্পেশাল ট্রেন

১) শিয়ালদা-ডানকুনি লোকাল: শিয়ালদা থেকে ছাড়বে রাত ১১ টা ৩০ মিনিটে। ডানকুনিতে পৌঁছাবে রাত ১২ টা ১৫ মিনিটে। 

২) ডানকুনি-শিয়ালদা লোকাল: রাত ১২ টা ২৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে। রাত ১ টা ৫ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।

শিয়ালদা-বারুইপুর শাখায় পুজো স্পেশাল ট্রেন

১) শিয়ালদা-বারুইপুর লোকাল: দুপুর ৩ টে ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। বারুইপুরে পৌঁছাবে বিকেল ৪ টে ৭ মিনিটে। 

২) শিয়ালদা-বারুইপুর লোকাল: শিয়ালদা থেকে ছাড়বে রাত ১২ টা ৩০ মিনিটে। রাত ১ টা ১৫ মিনিটে বারুইপুরে পৌঁছাবে। 

৩) শিয়ালদা-বারুইপুর লোকাল: রাত ২ টো ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। রাত ৩ টে ২ মিনিটে বারুইপুরে পৌঁছাবে।

৪) বারুইপুর-শিয়ালদা লোকাল: বিকেল ৪ টে ৩৮ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে। বিকেল ৫ টা ২৪ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে। 

৫) বারুইপুর-শিয়ালদা লোকাল: রাত ১ টা ২৫ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে। রাত ২ টো ১০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে। 

৬) বারুইপুর-শিয়ালদা লোকাল: বারুইপুর থেকে ছাড়বে রাত ৩ টে ১০ মিনিটে। আর রাত ৩ টে ৫২ মিনিটে শিয়ালদায় ঢুকবে।

আরও পড়ুন: Durga Puja Guide Using Metro: মেট্রো থেকে বেরোলেই বড় পুজো! দেখে নিন পাতাল রেল চড়ে ঠাকুর দেখার প্ল্যান

শিয়ালদা-বজবজ শাখায় পুজো স্পেশাল ট্রেন

১) শিয়ালদা-বজবজ লোকাল: রাত ১১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। রাত ১২ টা ১৮ মিনিটে বজবজে পৌঁছাবে। 

২) বজবজ-শিয়ালদা লোকাল: রাত ১২ টা ৩০ মিনিটে বজবজ থেকে ছাড়বে। রাত ১ টা ৩০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here