রাজস্থানি মটন কারি – রেসিপি

আমরা মানে বাঙালীরা হোলাম জাত ভ্রমনিক। ঘুরতে যেমন ভালবাসি, তেমনি নিত্য-নতুন স্বাদের সন্ধান পেতেও  আগ্রহী। তাই তো বাঙালী ভোজন প্রিয়দের মন জয় করতে আজ  নিয়ে এলাম বিখ্যাত একটি রাজস্থানি  মটনের ডিশ । আজ আপনাদের জন্য রইল  রাজস্থানি মটকারি  রেসিপি।

 

উপকরণ

  • মটন ৫০০ গ্রাম
  • সরষের তেল- হাফ কাপ
  • পেঁয়াজের পেস্ট
  • রসুনের পেস্ট- ১ চামচ
  • আদার পেস্ট- ১ চামচ
  • কাঁচা পেঁপে পেস্ট – ২ চামচ
  • শুকনো লঙ্কা গুঁড়ো- ১ চামচ
  • ধনে গুঁড়ো- ২ চামচ
  • জিরে গুঁড়ো – ২ চামচ
  • হলুদ গুঁড়ো- ১ চামচ
  • কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • গরম মশলা গুঁড়ো
  • জল ঝরা টক দৈ- ৪ চামচ
  • তেজ পাতা
  • লবঙ্গ
  • গোল মরিচ
  • গোটা শুকনো লঙ্কা- ২ টি
  • দারচিনি
  • জায়ফল- জয়ত্রী গুঁড়ো
  • ধনেপাতা কুচি
  • নুন- স্বাদ অনুসারে

প্রণালী
মটন ধুয়ে সর্ষের তেল ,নুন , পেঁপে পেস্ট , গোল মরিচ গুঁড়ো  ও দৈ দিয়ে ম্যারিনেট করে ১ থেকে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন ।

 

একটি ননস্টিক কড়াইতে তেল নিয়ে গরম করুন।

তেল গরম হয়ে গেলে তাতে একে একে তেজপাতা, মরিচ, লবঙ্গ, দারচিনি এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন ।

 

কিছুক্ষণ পর পেঁয়াজের পেস্ট দিয়ে দিন।

পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে আদা-রসুনের পেস্টাটা দিয়ে দিন।

যখন দেখবেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে তখন তাতে  ম্যারিনেট করা  মটন  দিয়ে ভাল করে নাড়তে থাকুন।

 

দৈ থেকে জল  বেরোতে শুরু করলে , তখন ধনে , জিরে , লঙ্কা ও হলুদ গুঁড়ো মিশিয়ে ভাল করে কষান ।

গ্যাসের আঁচ কমিয়ে রান্না করুন।

এবার কড়াই ঢেকে দিন ।

যতক্ষণ না মাংস ভাল করে সেদ্ধ হয়ে যায়।

যখন দেখবেন  মটন  ভাল ভাবে কষা হয়ে গেছে তখন ১ কাপ উষ্ণ গরম জল ও কাশ্মীরি লঙ্কা  গুঁড়ো দিয়ে  দিন ।

 

গরম মশলা ও জাইফল-জয়িত্রী  গুঁড়ো দিয়ে আরও ৫ মিনিট  রান্না করুন ।

ধনে পাতা ছড়িয়ে  নামিয়ে নিন ।

তৈরি আপনার সুস্বাদু  রাজস্থানি মটন কারি ।

 

রুমালি রুটি, বাটার নান বা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রাজস্থানি মটন কারি

Recent Posts

Hotel owner beaten: হোটেল থেকে AC-র রিমোট, চাবি চুরির চেষ্টা, বাধা দেওয়ায় তারাপীঠে আক্রান্ত মালিক

টাকা বা সোনা নয়, এসির রিমোট, চাবি চুরির চেষ্টা, তাও আবার একটি হোটেল থেকে। আর…

20 mins ago

২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং

ডেস্ক: দিনপঁচিশেক ‘বেপাত্তা’ পর বাড়ি ফিরে এলেন হিন্দি সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং। জনপ্রিয় সিরিয়াল ‘তারক…

33 mins ago

Illegal construction: বেআইনি নির্মাণ কীভাবে রুখতে হবে? সব পুরসভাকে পুস্তিকা পাঠাল পুর দফতর

গার্ডেনরিচ কাণ্ডের পরে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। তবে বেআইনি নির্মাণের অভিযোগ শুধু…

45 mins ago

মেট্রোর কাজের জেরে ময়দানে গাছ নিধনের বিকল্প কী?‌ মঙ্গলবার রায়ের সম্ভাবনা কলকাতা হাইকোর্টে

এই বছর প্রবল গরম পড়েছে। সেই গরম থেকে এখনও পুরোপুরি নিস্তার মেলেনি। তখন পরিবেশবিদ থেকে…

2 hours ago

Cyclone Remal: ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল, পণ্ড হতে পারে রাজ্যের ষষ্ঠ দফার ভোটগ্রহণ

পিনাকী ভট্টাচার্যরাজ্যে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ যখন মধ্যগগনে তখন বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। মে মাসের শেষে এই…

2 hours ago

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

5 hours ago