Home আপডেট Roa accident: মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের, তদন্তের নির্দেশ দিলেন মন্ত্রী সাবিনা

Roa accident: মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের, তদন্তের নির্দেশ দিলেন মন্ত্রী সাবিনা

Roa accident: মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের, তদন্তের নির্দেশ দিলেন মন্ত্রী সাবিনা

[ad_1]

ভয়াবহ দুর্ঘটনা মালদায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারল গাড়ি। তার ফলে তিনজনের মৃত্যু হয়েছে। মালদার ইংরেজবাজার থানার যদুপুর-১ গ্রাম পঞ্চায়েতের বাইপাস রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই ঘটনায় তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনায় লরিচালক পলাতক।

আরও পড়ুনঃ বাইকে করে যাওয়ার সময় পিছন থেকে লরির ধাক্কা,মৃত্যু ২ আরোহীর, দেহ আটকে বিক্ষোভ

জানা গিয়েছে, মৃতদের নাম হল লিয়াকত শেখ (৩৪), একরাম শেখ (৬১) এবং সঞ্জয় মণ্ডল (৩৪)। তাঁরা প্রত্যেকেই মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা। তাঁরা মোথাবাড়ি থানা এলাকার বিরামপুর, গঙ্গাপ্রসাদ এবং রথবাড়ি থেকে এসেছিলেন। মোথাবাড়ি থেকে পুরনো মালদার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। ওই রাস্তায় গভীর রাতে দাঁড়িয়ে ছিল গ্যাস ট্যাঙ্কার লরিটি। সেইসময় ৪ চাকার গাড়িতে আসছিলেন তাঁরা। সেই পথে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে ৪ চাকার গাড়িটি। 

দুর্ঘটনার জেরে চার চাকার গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাঁদের গাড়ি থেকে উদ্ধার করে। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পরে ইংরেজবাজার থানার পুলিশ লরিটিকে আটক করলেও লরির চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মন্ত্রী সাবিনা। তিনি মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী সাবিনা জানান, দুর্ঘটনায় মৃতরা প্রত্যেকেই তাঁর বিধানসভা এলাকার বাসিন্দা। খবর পেয়েই তিনি হাসপাতালে ছুটে গিয়েছেন। তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানার জন্য তিনি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে, পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। লরির চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা এই ঘটনার জন্য ট্র্যাফিক পুলিশকে দায়ী করেছেন। তাঁদের বক্তব্য, ওই রাস্তা দিয়ে প্রতিদিন বেপরোয়া ভাবে ভারী যানবাহন চলাচল করে। প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। লরি বা বড়-বড় ট্রাক প্রতিদিনই ওই রাস্তায় দাঁড়িয়ে থাকে। অথচ সেখানে কোনও ট্র্যাফিক পুলিশ মোতায়েন থাকে না । তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here