“আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা…” ~ আজকের দিনে স্মরণে সলিল

1
“আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা…” ~ আজকের দিনে স্মরণে সলিল

ভারতীয় সারস্বত সাধনার এক অনন্য ব্যক্তিত্ব বহুমুখী সাধনে একজন ভারতীয় সঙ্গীত পরিচালক , গীতিকার , সুরকার   গল্পকার শুধুমাত্র বাংলা নয় হিন্দী , মালায়ামান চলচ্চিত্রে এক অনন্য পরিচালক তিনি তবে সাধনা বহুমুখী তাঁর , তাই পরিচালনের মধ্যে আত্মপ্রকাশে তাঁর সারস্বত  সীমাবদ্ধ হতে পারে না তাই সুরস্রষ্টা এবং গণসংগীতের প্রনেতা হিসাবে  তিনি অনন্য ব্যক্তি সাধক

সাধনা যখন সারস্বতে নিজ অনুভূতির ভূমে ব্যক্তিমনকে স্মরণীয় করে, তখন সাধনা তাঁর পরিচিতি সরল উপাখ্যানে সাবলীল হয়ে উঠে তাই তিনি গুণীসুধীদের কাছেসলিলদা

সারস্বতে তিনি নিজ কায়ার সাথে লীন হয়েছেন বাদ্যের সাথে তন্ত্রী এক হয়েছে সাহিত্য কবিতাও প্রশ্নংসার দাবি রাখে তাই তিনি মৌলিক ব্যক্তিত্ব

পাশ্চাত্য প্রভাব

সলিল চৌধুরীর সঙ্গীতে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের  মিশ্রণ পরিলক্ষিত হয়।তাই তো স্মরণে রাতো কি সায়ে ঘানে “ , “ইতনা না মুঝে তু পেয়ার বাড়া

চলচ্চিত্রের তালিকায় উল্লেখ্য সলিল চৌধুরী

দুই বিঘা জমি হিন্দিতে দো বিঘা জমিন “ (সুরকার হিসাবে )

  • কাবুলিওয়ালা
  • মধুমতি

এছাড়াও সুরকারে ,

নকরি , জাগতে রাহো , পরিবার , আওয়াজ ইত্যাদি

পুরস্কারে স্বীকৃতি ব্যক্তিত্ব

সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার , ফিল্মফেয়ার সেরা সঙ্গীত পরিচালক।

 

আজ সারস্বতে সাধনার ভূমে সেই ব্যক্তি মননকে করপুটে  বিনম্রতায় শ্রদ্ধা জানাই

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here