Home ব্লগবাজি ছায়াসঙ্গী ~ শৈলেন রায়

ছায়াসঙ্গী ~ শৈলেন রায়

0
ছায়াসঙ্গী  ~   শৈলেন রায়
ছায়াসঙ্গী

শৈলেন রায়


ছায়া যখন সঙ্গে চলে না,
সঙ্গীদের তপ্ত সঙ্গ তখন শুন্য ডিগ্রীর
বক্ষলগ্ন হয়।
জীবনটা খড়ি ওঠা কোঁচকানো চামড়ার মত
খসখসে অনুভুতির ঘাড়ে চেপে
পায়ে চলা পাহাড়ী পথে
সাপ লুডো খেলা ।

দ্বিচারিতা কাকে বলে?
জীবনিশক্তি নিঃশেষিত হলে
অবশিষ্ঠ উচ্ছিষ্টটুকু প্রতিরোধে সক্ষম হবে?
অস্তরবির রঙটাই প্রভাত আকাশে
ফিরে আসে বারবার, এটা কি মিথ্যাচার?
পেছনে তাকিয়ে দেখি -
আমার ছায়ার আর চিন্হ-মাত্র নেই ।
ছায়াহীন জীবনে একাকীত্ব বড় যন্ত্রনার।
একাকী বৈঠক,সময় এগিয়ে যায়
সিদ্ধান্তগুলো পরস্পরের ঘাড়ে কোপ মারে
পড়ে থাকা মৃত পশ্চাদভূমি ,
যেখানে তুলবো ফুল অনেকের সাথে
সেখানে কি ওদের ছায়ার পাশে
আমার ছায়াও ফুটে উঠবে পুনর্বার??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here