Homeআপডেটবিনোদনে শুক্রবার ~ এক...

বিনোদনে শুক্রবার ~ এক ঝলকে ” বলি – হলি – টলি”…

শুক্রবার মানে রঙিন পর্দায় পা, কলাকুশলী স্বীকৃতি আর দর্শকের প্রেম – সাথে বক্স অফিস জুড়ে মুনাফায় কে কতো টা এগিয়ে তার হিসাবের খেরোর খাতা। আসুন তবে প্রতীক্ষার অবসান করি, আর জেনে নেওয়া যাক বক্স অফিসের খুঁটিনাটি।কলা কুশলীর এমন সৃজন সেলুলয়েড সংসার অন্ত:স্থল বেয়ে যেন সপ্তাহের বারোমাস্যা তৈরি করেছে।

গতবারের পরীর হাত বেয়ে উত্তেজনার পর, এবারে বলব “হেট স্টোরি ৪”

Image result for hate story 4

উর্বশী রাউটেলার আকর্ষণীয় শরীরী সাড়া জাগানো আবেদনে বুঁদ দর্শক মণ্ডলী। সিনেমাটি থ্রিলার, ২৬ শে জানুয়ারি সাড়া জাগানো ট্রেলারের পর এই ৯ ই মার্চের অপেক্ষায় দর্শকবৃন্দ। ২০১২ সালে এই হেট স্টোরি ” প্রথম বার মুক্তি পায়। কিন্তু দর্শকের মন কেড়ে আবার নতুন ভাবে বক্স অফিস সাজে ২০১৪ সালে। আর তাল রেখে ২০১৫ সালে তার তৃতীয় পার্ট বের হয়। প্রথম পার্টে ছিলেন লাস্যময়ী পাওলী দাম, আর সাথে সুরভিন চাওলা, জেরিন খান এবং ডেইজি শাহ।

Image result for hate story 4 hot

আর বিশাল পাণ্ডের ” হেট স্টোরি চার ” এ উর্বশীর পাশাপাশি আছেন ওয়াহি, ভিভান ভাথেনা, গুলশান গ্রোভার প্রমুখ ব্যক্তিত্ব। এই সিনেমায় ভ্যালেন্টাইন ডে ” এর মুহুর্তে একটি গান রিলিজ করে, গানটি ” তুম মেরে হে “। এই গান দর্শককে মাতিয়ে তোলে আর তার সাথে প্রেম, দেহ মাদকতা, সেক্সের চরম পর্যায় এবং তা থেকে আঘাত পেয়ে অর্থাৎ বিশ্বাসের ভাঙ্গনে চরম বিদ্বেষ। তবে হ্যাঁ,যৌবনের ক্ষুন্নিবৃত্তি, যৌনতা, ক্লেশ , এগুলো না থাকলে দর্শক নেয় না। এখানে বলা চলে সাহিত্যের ক্ষেত্রেও এই গুলি দেওয়া হয়। কারণ বক্স অফিসে পৌঁছাতে দৈহিক আবেদন সেরা ফসল। তবে সেক্ষেত্রে উর্বিশীর সাথে সমান ভাবে কাঁপিয়েছে ইহানা ধিল্লোঁ।

Image result for hate story 4 hot

এই সিনেমার গানগুলি হলো :

আসিক বানায়ে আপ নে
 বুঁন্দ বুঁন্দ
তুম মেরে হো
নাম হে মেরা
বদনামিয়া
মহবত নেশা হে ….

গানে মন মাতিয়ে যে ব্যক্তিত্বদের আমরা পাই তাঁরা হলেন: নেহা কাকার, হিমেশ রেশমিয়া, জুবিন, অমৃতা সিং, টনি কাকার ও সুকৃতি কাকার ও নীতি মোহন

গল্প বলছে যে,

লাতিনের সবচেয়ে প্রিয় বিজ্ঞাপন সংস্থা তাতার মধ্যে একটি তারকা মডেল হয়ে উঠতে চায়। সে এমন মেয়ে যে, উচ্চাভিলাষী, সুন্দরী এবং নিঃসন্দেহে আত্মসচেতনে নারী । রাজীবার, যে মহিলাটি তার প্রতিভা স্পট করতে চায় এবং তার প্রকল্পটি পেতে চায় সেটি পেতে কোনওভাবেই সে থামতে জানে না। অন্যদিকে আরিয়ান, যিনি প্রথম দর্শনে তশা দ্বারা আঘাত পেয়েছেন, সে তার নিজের ভাই রাজীবের বাইরেও বন্ড এবং সীমানা অতিক্রম করবেন, যাতে তিনি ঠান্ডা রক্তের জন্য কামনা করতে পারেন। কৌতুকপূর্ণ, পাগলপ্রায় তিক্ত হৃদয়, বাষ্পীয় টুইস্ট এবং আবেগ দ্বারা চালিত, চক্রান্ত মিডিয়া ক্র্যাশ মধ্যে একটি ক্রস ক্রেনসে আসে।এই ভাবে গল্পের শুরু থেকে এগিয়ে চলা আর বাকিটা হলে বসেই না হয় শেষ হোক।

এবার আসি, ” থ্রি স্টোরেস” এর গল্পে :

Image result for 3 storeys

মূল থ্রি স্টোরেস একটি আকর্ষণীয় প্রেক্ষাপটে সিনেমার দর্শকদের মধ্যে উদ্দীপ্ত করবে বলে আশা করা যায়। ছবিটিতে রয়েছে টুইস্ট এবং সক্রিয় পূর্ণ চলচ্চিত্র হওয়ার প্রতিশ্রুতি। মুম্বাইয়ের একটি চাউল ভিত্তিক তিনটি কাজকর্মের উপর ভিত্তি করে অন্ধকারের গোপনীয়তা এবং অতীতের অনুশোচনা প্রকাশ করা হয় এবং এটি স্পষ্ট হয়ে যায় যে এই ছোট্ট সমাজের জীবনটি বেশিরভাগই আলো আঁধার ক্ষেত্র ধরে অবস্থান করে ।

Image result for 3 storeys

থ্রি স্টোরেস‘ তারকা রিচ চধ, শারমিন জোশি, পলকিত সম্রাট, রেণুকা শাহেন, মাসুমেহ মখীজা এবং আয়েশা আহমেদ এবং অঙ্কিত রাঠি আত্মপ্রকাশের প্রতীক। ছবিটির পরিচালক অর্জুন মুখার্জি এবং ব্যক্তিত্বের আসরে ফারহান আখতার, রিতেশ সিদ্ধওয়ানি ও প্রিয়া শ্রীধরন।

এই গল্পের গান তিনটি!
“বাস তু হে”, লিরিক্সে পুনিত কৃষ্ণা,
“রাসলীলা “ লিরিক্স আলোকিক রাহি,আমজাদ নাদেম
” আজাদিয়া “আর জারুরি বেয়াকুফি ”
কন্ঠে আমরা পাই, অরিজিৎ সিং, সুমেধা কর্মহি, জোনিতা গান্ধী, মোহিত চৌহান, বিয়ানকা প্রমুখ।

 

 

 এবার আসি ” দিল জুঙ্গলী “সিনেমা।

Image result for dil junglee

এটি একটি আসন্ন ইন্ডিয়ান রোমান্টিক কৌতুক চলচ্চিত্র যা আলেয়া সেনের পরিচালিত ছবি। এই সিনেমায় অভিনয়ে আছেন, ট্যাপসি পন্নু, সাকিব সলিম, অভিহালশ থাপলিয়াল, নিধী সিংহ, আয়েশা কাদুসকার এবং শ্রদ্ধা শ্রীভাসাভকে।

ছবিতে গান আলাদা মোড় নেয়। আর সেই গানের তালিকায় আছে,

নাচলে না “
গজব কা হেয় দিন “
বিট জঙ্গুলী
বান্দেয়া
দিল জানে না “
কন্ঠ ব্যক্তিত্বে দর্শক অপেক্ষা করছে যে গলা চিনতে নিতে, সেই ব্যক্তিদের একটু বলে রাখি,মোহিত চৌহান, আরমান মালিক, জুবিন, অরিজিৎ সিং, প্রকৃতি কাকার, নীতি মোহন প্রমুখ।

https://youtu.be/dSwDDxQoh2U?t=10

আপাতত এইখানে জানার পরিধি থাক,না হলে হলে দেখার ইচ্ছাটাই চলে যাবে।

এবার তবে ৯ ই মার্চের ইংরাজি সিনেমা নিয়ে আসা যাক।

প্রথমেই আসি, ” Thoroughbreds “

Image result for Thoroughbreds poster
কানেকটিকাট উপনিবেশের দুই উচ্চকণ্ঠে কিশোরী মেয়েরা তাদের অসম্ভাব্য বন্ধুত্বের পুনরাবৃত্তি ঘটায়। একসঙ্গে, তারা তাদের উভয় সমস্যার সমাধান একটি পরিকল্পনা গ্রহণ করে। আর সেই পরিকল্পনায় সমস্যা সমাধানের উদ্দেশ্য তারা যেকোন কিছু দিতে প্রস্তুত। এই ভাবেই গল্পের ক্রম অগ্রগতি চোখে পড়ে, বাকিটা সময়ের অপেক্ষা।
গল্পের পরিচালনার আত্মপ্রকাশে কোরি ফিনলে । এখানে অভিনয়ে আছেন, অলিভিয়া কুক, আনার টেলর-জয়, অ্যান্টন ইয়েলচিন (তার চূড়ান্ত ভূমিকা), পল স্পার্কস এবং ফ্রাঙ্কি সুইফ্ট।

এবার আসি “The leisure seeker “

Image result for The leisure seeker

গল্পের উপজীব্যতা বলে –
পরিবারের সাথে ভ্রমণ করা অবসরপ্রাপ্ত ভিকার, বিনোদনমূলক যানবাহন, জন এবং এলা স্পেন্সারের কথা। এইটি মাইকেল জোদারিয়ানের ভিত্তিতে লেখা। এই চলচ্চিত্রের পরিচালক হলেন, পোলো ভিরজি।

এরপর বলব ” The forgiven “

Image result for The forgiven
বর্ণাঢ্য দক্ষিণ আফ্রিকার জীবনকালে, নিষ্ঠুর খুনী পিট ব্লামফিল্ড আর্চবিশপ ডেসমন্ড টুটু-এর সাথে মিটিংয়ের মাধ্যমে মুক্তিপণ চায়, আর সেখানেই সামাজিক, রাজনৈতিক বিষয় ঘিরেই গল্পের ক্রমপরিণয়।

https://youtu.be/NYxgF-Hh7IY?t=10

 “Girls vs Gangstars

Image result for Girls vs Gangsters poster

তিনজন বন্ধু একটি সৈকতে নগ্ন অবস্থায় জেগে ওঠে। তারা শীঘ্রই স্থানীয় দস্যুদের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায়, কারণ তারা তাদের মাতাল ধাপগুলো পুনরায় প্রত্যাবর্তন করার এবং হোমে ফিরে যাওয়ার চেষ্টা করে।এই ভাবেই সৈকত বেয়ে জীবনের কথকথা এগোতে থাকে।

https://youtu.be/QouQqwhdSko?t=13

 এরপর আসি  The stranger : Pray at night 

Image result for The stranger : Prey at night 

মাইক এবং তার স্ত্রী সিন্ডি তাদের ছেলে এবং মেয়েকে একটি রাস্তায় ভ্রমণে নিয়ে যায় যা তাদের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হয়ে যায়। পরিবারের সদস্যরা শীঘ্রই বেঁচে থাকার জন্য একটি বেপরোয়া যুদ্ধে নিজেদের খুঁজে পায়।যখন তারা একটি নির্জন মোবাইল হোম পার্ক রহস্যময়ভাবে মরুভূমিতে পৌঁছে আসে – তখন থেকেই মনোবৈজ্ঞানিক পরিবর্তন নজরে আসে আর ছবির মধ্যে ধাপ খুঁজে পাওয়া যায়।

https://youtu.be/JnHdQ2ZeE-4?t=3

এর পর আসা যাক ” Gringo “

Image result for Gringo

হিলড সোয়েঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী। হ্যারল্ড সোয়িংকাকে মেক্সিকো ভ্রমণের পর ব্যাকস্টাবিং সহকর্মীদের, স্থানীয় ড্রাগ লর্ডস এবং একটি কালো ওপস ভাড়াটেদের জন্য দোষারোপ করেন। আইন শৃঙ্খলায় নাগরিক থেকে অপরাধী চেয়েছিলেন লাইনটি অতিক্রম করে হেরল্ড এমন একটি ক্রমবর্ধমান বিপদজনক পরিস্থিতি টিকিয়ে রাখতে লড়াই করুক যা প্রশ্ন উত্থাপন করে – তার গভীরতা কত বা কিভাবে দুটি ধাপ এগিয়ে চলেছে?এইভাবেই জীবনের চলমানতায় ক্রমবর্ধমানের প্রতিনিধি রূপে চলন। বাকি কথা আইনক্সে শেষ হোক তবে উচ্চ সাফল্যে, তবেই সার্থকতা।

এর পর বলব ” The Hurricane Heist

Image result for The Hurricane Heist

নিউ হোপ, আলা, এর গ্রামীণ শহরটি, তার পথের দিকে অগ্রসরমান সুপার সাইক্লোন সমস্যা রয়েছে: উপসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে একটি হারিকেন  এবং স্থানীয় ট্রেজারি সুবিধা লুটের জন্য ৩০টি সুশৃঙ্খল বাহিনীর একটি দল রয়েছে।এই ভাবে বর্ণনার মাধ্যমে গল্পের শুরু।তবে সমস্যা কেন্দ্র করেই গল্পের চলন – কতটা দর্শক নেবে এটাই দেখার।

 অবশেষে আসি “The wrinkle in time “

Image result for The wrinkle in time

মেগ মরি এবং তার ছোট ভাই চার্লস ওয়ালেস তাদের বিজ্ঞানী পিতা জনাব মরিকে ছেড়ে পাঁচ বছর আছেন। কারণ তিনি একটি নতুন গ্রহ আবিষ্কার করেছেন এবং সেখানে ভ্রমণের জন্য একটি টেসার্যাক্ট হিসাবে পরিচিত ধারণাটি ব্যবহার করেছেন। মেগ এর সহপাঠী কেলভিন ও’কিফ তাদের সহযোগিতায় দান করেন এবং তিন রহস্যময় যাত্রী মিসেস উইটস, মিসেস কে এবং মিসেস নামে অভিহিত করেন বিপজ্জনক সফরে নামেন। এই ভাবে গল্প তার প্লটের মধ্য দিয়ে অগ্রসর হয়।

এবার আসব বাংলা সিনেমার পাল্লা ভারীতে পোড়েন দিতে, আসুন তবে দেখে নেওয়া যাক:

Image result for ক খ গ ঘ পস্তের

অপরাজিত আড্য ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের হাসির রসিকতার পটভূমিতে দর্শকের মন কাড়া “ ক খ গ ঘ “।
আর তার সাথে ” জজো ” অনির্বাণ ভট্টাচার্য, সায়নী ঘোষ ও দর্শন। সব মিলিয়ে ৯ ই মার্চ, ২০১৮ এক চাঁদের হাট।

হলি, বলি, টলি মিলে বক্স অফিস তাকিয়ে দর্শকের দিকে। আজ প্রত্যাশা তুঙ্গ করেই সৃজন। আসুক সার্থকতা এই কামনাতে আমরা।

আসুন দেখে নেওয়া যাক কোন হলে কোন কোন সিনেমা চলছে এবং তাঁর শো-টাইম…

[iframe src=”http://www.bollywoodmdb.com/showtimes/city-kolkata” width=”100%” height=”1200″]

সৌজন্য: http://www.bollywoodmdb.com

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

হরিয়ানার নুহতে পুণ্যার্থী ভর্তি বাসে আগুন, ৯ জনের মৃত্যু, আহত ২০-র বেশি

চণ্ডীগঢ়: কুণ্ডলী-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে নুহ জেলার ধুলাভাত গ্রামের কাছে একটি চলন্ত...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Bus accident in Uttar Dinajpur:সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! জাতীয় সড়কে উলটে গেল সরকারি ভলভো, মৃত ২, আহত ২০

সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! জাতীয় সড়কে উলটে গেল শিলিগুড়িগামী সরকারি ভলভো বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ২ যাত্রীর। এছাড়াও, জখম হয়েছেন ১৫ থেকে ২০ জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে...

হরিয়ানার নুহতে পুণ্যার্থী ভর্তি বাসে আগুন, ৯ জনের মৃত্যু, আহত ২০-র বেশি

চণ্ডীগঢ়: কুণ্ডলী-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে নুহ জেলার ধুলাভাত গ্রামের কাছে একটি চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু আটজনের। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। তাঁরা ঘটনাস্থলেই মারা যান, এ ছাড়াও হাসপাতালে একজন মারা যান। বাসে থাকা ৬০ জনের মধ্যে কুড়ি জনেরও বেশি পুণ্যার্থী দগ্ধ হয়েছেন। যাঁদের মধ্যে অনেক শিশু...

বৃষ্টি না হওয়ায় চা–শিল্পে ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছে, প্যাকেজের দাবিতে চিঠি নবান্নে

খামখেয়ালি আবহাওয়া। কখনও বৃষ্টি হচ্ছে। আবার কখনও দেখা নেই বৃষ্টির। আর তার জেরে ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের। বিশেষ করে চা–বাগানগুলিতে ব্যাপক ক্ষতি হচ্ছে এই অনাবৃষ্টির জেরে। এই চা–পাতা উৎপাদন মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যায়। পাহাড়ি এলাকার গায়ে চা–বাগান। সেখানে বৃষ্টির দেখা নেই। তাই চা–শিল্পে...

ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ভোটের হিসেব প্রকাশ: ২৪ মে-র মধ্যে কমিশনের জবাব চায় সুপ্রিম কোর্ট

ডেস্ক: ঠিক কত ভোট পড়ল তার প্রকৃত তথ্য ভোটগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে জানানোর জন্য যে আর্জি পেশ করা হয়েছে সে ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ নির্বাচন কমিশনকে এক সপ্তাহ সময় দিয়েছে।    ‘অ্যাসোসিয়েশন ফর...

Ferry service in new route: হাওড়া পর্যন্ত মেট্রো চালুর পর জলপথে কমেছে যাত্রী, নতুন রুটে চলবে ফেরি পরিষেবা

এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার পরেই এক ধাক্কায় বাস থেকে শুরু করে জলপথ পরিবহণে যাত্রীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তাতে স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে নদীপথ পরিবহণের আয়। এই অবস্থায় নদীপথে নতুন রুটে ফেরি পরিষেবার প্রস্তাব আগেই পেয়েছিল পরিবহণ দফতর। সেই কথা মাথায়...

2 sister murdered: রক্তে ভেসে যাচ্ছিল বারান্দা, ঘর থেকে মিলল ২ বোনের খণ্ড বিখণ্ড দেহ, হাড়হিম ঘটনা!

হাড়হিম কাণ্ড পাথরপ্রতিমায়। বাড়ির ভিতরে ঢুকে আততায়ীরা দুই বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল। রক্ত ভেসে যাচ্ছিল গোটা বাড়ি। শুক্রবার সকালে বাড়ি থেকে দুই বোনের খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের ভোলাহাট থানার দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর এলাকায়।  ঘটনাকে কেন্দ্র...

কানহাইয়া কুমারের উপর হামলা, ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি হামলাকারীর

নয়াদিল্লি: শুক্রবার উত্তর-পূর্ব দিল্লিতে নির্বাচনী প্রচারের সময় ‘ইন্ডিয়া’ জোট প্রার্থী কানহাইয়া কুমারের ওপর হামলা হয়। এক ব্যক্তি তাঁকে মালা পরানোর অজুহাতে চড় মারেন। শুধু তাই নয়, কানহাইয়া কুমারের গায়েও কালি ছোড়া হয়। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত হামলাকারী একটি...

Sitalkuchi shootout: শীতলকুচিতে গুলি, ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে রিপোর্ট চাইল CEO দফতর

শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায়  কোচবিহার জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। বৃহস্পতিবার গভীর রাত শীতলকুচিতে গুলি চলে। গুলি আহত হন এক তৃণমূল নেতা। এই ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জেলা প্রশাসনের থেকে জানতে চাওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই...

Raj Bhavan: রাজ্যপালকাণ্ডে নয়া মোড়, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে FIR করল পুলিশ

রাজভবনে শ্লীলতাহানির অভিযোগকাণ্ডে এবার নয়া মোড়। এবার রাজভবনের কর্মীদের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। অভিযোগকারিণীর সঙ্গে কথা বলার পরে ও সবদিক থেকে খবর সংগ্রহ করার পরেই রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য...

Calcutta High Court: আদালতের নোটিশ গ্রহণ না করায় রাজ্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হাইকোর্ট

নামের বানান না মেলায় কলকাতা হাইকোর্টের পাঠানো আদালত অবমাননার নোটিশ গ্রহণ না করায় গ্রেফতারি পরোয়ানা জারি হল রাজ্যে সরকারের এক প্রধান সচিবের বিরুদ্ধে। শুক্রবার প্রাণীসম্পদ বিকাশ দফতরের প্রধান সচিব বিবেক কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা।আরও পড়ুন: লোডশেডিং করিয়ে রেজাল্ট পাল্টে...

Factory wall collapses: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার দেওয়াল, চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আহত ২

বিপজ্জনক ভাবে হেলে পড়েছিল কারখানার পাঁচিল। তা সত্বেও সেই পাঁচিলের লাগোয়া নিকাশি নালা তৈরি করছিলেন চার শ্রমিক। প্রচীরের দেওয়াল ধসে পড়ল শ্রমিদেরই উপর।  এই ঘটনা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।  দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বর্ধমানের কাঁকসায়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ...

মমতা ও অভিষেককে খুনের হুমকি দিয়ে উলুবেড়িয়ায় পোস্টার

মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল হাওড়ার উলুবেড়িয়ায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এই পোস্টার দিল তা খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। পোস্টারের সঙ্গে একটি চিঠিও উদ্ধার হয়েছে। তবে চিঠি কী লেখা আছে তা উদ্ধার...