Homeআপডেটজেনে নিন বিশ্বের শ্রেষ্ঠ...

জেনে নিন বিশ্বের শ্রেষ্ঠ সুদর্শন ১০ জন পুরুষ কারা…২০১৮ তালিকায় আছেন দুই বলিউড হাটথ্রবও

বিশ্ব সুন্দরীদের গল্প শুনেছেন। কিন্তু আপনি কি কখনো বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ সম্পর্কে শুনেছেন? বিশ্বে হাজারো সুদর্শন পুরুষ রয়েছেন কিন্তু খুব কম সংখ্যক সুদর্শন পুরুষ সবার মন জয় করতে পেরেছেন। এবার তাহলে চলুন জেনে নিই বিশ্বের সবচেয়ে সুদর্শন ১০ পুরুষ সম্পর্কে৷ বিশ্বে এই সুদর্শন পুরুষদের শুধু চেহারা দেখে বিচার করা হয়নি। বিচারের তালিকায় ছিল তাদের ব্যক্তিত্ব ও গ্রহণযোগ্যতা। একটি জনপ্রিয় ওয়েবসাইট অনলাইন ভোটাভুটির মাধ্যমে এদের বেছে নিয়ে এই তালিকা তৈরি করেছে।

Image result for tom cruise

১. টম ক্রুজ : একটি জনপ্রিয় ওয়েবসাইট অনলাইন ভোটাভুটির মাধ্যমে বিশ্বের সেরা সাত সুদর্শন পুরুষের শীর্ষে আছেন হলিউড হার্টথ্রব টম ক্রুজ। ৫৪ বছর বয়সি টম ক্রুজ একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক। তিনি তিনবার একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছিলেন এবং তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেছেন। ১৯৬২ সালের ৩ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাইরেকিউজে জন্মগ্রহণ করেন। তার মা মেরি লি একজন শিক্ষাবিদ ছিলেন। বাবা থমাস ক্রুজ ম্যাপোথার ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ১৯৮১ সালে ক্রুজ ‘এন্ডলেস লাভ’ এবং ‘ট্যাপস’ চলচ্চিত্রে সহশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জীবন শুরু করেন।

 

Image result for justin trudeau

২. জাস্টিন ট্রুডো : কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুধু সুদর্শনই নয়। তার আচার আচরণও মার্জনীয়। তিনি মানবিক ব্যক্তি হিসেবে বিশ্বের সকলের কাছে বেশ পরিচিতি পেয়েছেন তিনি৷

 

Image result for omar borkan al gala

৩. ওমর বোরকান আল গালা : এ তালিকার দুই নম্বরে আছেন তিনি। জন্ম আরব আমিরাতে। পেশায় মডেল ও কবি। চেহারা ও শারীরিক গঠনের কারণে মেয়েদের কাছে ওমর বোরকান হচ্ছেন একজন মহাপুরুষ। অতিরিক্ত সুন্দর আর হ্যান্ডসাম হওয়ার অপরাধে সৌদি আরব থেকে বিতাড়িত হয়েছিলেন।

 

Image result for chris evans

৪. ক্রিস ইভান্স: ক্যাপ্টেন আমেরিকা খ্যাত এই অভিনেতা গত কয়েক বছরে চমৎকার শারীরিক গঠন বানিয়েছেন। সুন্দর একটা চেহারা তার আগে থেকেই ছিলো তাই সুদর্শন পুরুষদের এই তালিকায় ওপরে দিকে থাকতে খুব একটা ঝামেলা হয়নি।

 

Image result for godfrey gao

৫. গডফ্রে গাও: জন্মগতভাবে তাইওয়ানের কিন্তু কানাডার মডেল তিনি৷ অভিনেতা গডফ্রে মেয়েদের পাগল করার মতই সুন্দর। সাথে যদি তার চমৎকার চাউনি আর অসাধারণ ফ্যাশন সেন্স অন্য মাত্রা যোগ করেছে৷

 

Image result for hrithik roshan

৬. হৃত্বিক রোশন : তিন নম্বরে রয়েছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন। ২০০০ সালে ‘কহো না পেয়ার হ্যায়’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন হৃত্বিক রোশন। প্রথম ছবি থেকেই সুন্দর চেহারার জন্য দর্শকের মনে জায়গা করে নেন হৃত্বিক। শুধু সুন্দর মুখের জন্যই নয়, বডির জন্যও তার মেয়ে ভক্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। ঋত্বিক রোশন প্রথম অভিনয় শুরু করেন ১৯৮০ সালে একজন শিশু অভিনেতা হিসেবে। বডি বিল্ডার এ তারকা অভিনয়ে যেমন বলিউড কাঁপিয়েছেন, তেমনি ড্যান্স দিয়ে দর্শকদের প্রাণ ভরিয়েছেন তিনি। ঋত্বিক রোশনের জন্ম ১০ জানুয়ারি ১৯৭৪, ভারতের মুম্বাইয়ে। তার ডাকনাম ডুগু বলুনাথ।

 

Image result for salman khan

৭. সলমন খান : বলিউড তারকাদের মধ্যে সলমন খান রয়েছেন সাত নম্বরে। বলিউডে আত্মপ্রকাশ করেন বিবি হো তো এয়সি চলচ্চিত্রের একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে ১৯৮৮ সালে। বলিউডের অবিবাহিত তারকা-অভিনেতাদের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর হচ্ছেন তিনি।

 

Image result for noah mills

৮. নোয়া মিলস: নোয়া মিলস একজন কানাডিয়ান মডেল ও অভিনেতা। যিনি ১৯৮৩ সালের ২৬শে এপ্রিল জন্মগ্রহণ করেন।

নোয়া মিলস তার ব্যক্তিত্বের জন্য সুপরিচিত। এজন্য বিশ্বের অন্যতম  সুদর্শন পুরুষ বলা হয়। এছাড়াও নোয়া মিলস তার বাদামী রংয়ের চোখের জন্য বিখ্যাত। অভিনেতা হওয়ার কারণে নোয়া মিলস বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। এজন্য ২০১৩ সালে গোল্ডেন ফিল্ম ফেসটিবল অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার পান। এখন পর্যন্ত তিনি অবিবাহিত।

 

Image result for brad pitt

৯. ব্র্যাড পিট: ১৯৬৩ সালের ১৮ ডিসেম্বর আমেরিকাতে জন্মগ্রহণ করেন। তিনি হলিউড চলচ্চিত্রে বিখ্যাত বেশকিছু ছবি উপহার দিয়েছেন। তার অসামান্য অভিনয়ের জন্য তিনি বেশ কিছু পুরস্কারও অর্জন করেন। তিনি বয়সের তুলনায় এখনও বেশ সুদর্শন। ব্র্যাড পিট ২০০০ সালে প্রথমে জেনিফার অ্যানিসটনকে বিয়ে করেন। বিয়ের পাঁচ বছর পরই জেনিফার অ্যানিসটনের সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর হলিউডের আর এক বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলির সাথে ২০১৪ সালে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের মাত্র দুই বছর পরই ২০১৬ সালে তাদের বিবাহিত সংসার ভেঙে যায়। অবশ্যই এখন তারা আবারও একসাথে থাকার মত দিয়েছেন।তিনি পৃথিবীর ১০ সুদর্শন পুরুষ এর একজন৷

Image result for prince william

১০. প্রিন্স উইলিয়াম: খুব মজার একটা তথ্য রয়েছে প্রিন্স উইলিয়াম সম্পর্কে৷ আপনি কী জানেন? প্রিন্স উইলিয়াম যে বছর কলেজে ভর্তি হয়েছিল তখন ওই বছরই কলেজে রেকর্ড পরিমান মেয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিল। কারণ প্রিন্স উইলিয়াম এতটাই সুদর্শন ছিলেন, মেয়েদের কাছে তার আবেদনই অন্য রকম ছিল৷ প্রিন্স উইলিয়াম ১৯৮২ সালের ২১শে জুন ব্রিটেনে জন্মগ্রহণ করেন। তাকে ইউরোপের সবচেয়ে সুদর্শন পুরুষ বলা হয়। ২০১১ সালে প্রিন্স উইলিয়াম ক্যাথরিন মিডলটনকে বিয়ে করেন।

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

বাংলাদেশি অনুপ্রবেশ: অসমের মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে উঠছে প্রশ্ন, এত দিন ক্ষমতায় থেকে তিনি কী করলেন

ডেস্ক: ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

CBI Raid: লোকসভা ভোটের মধ্যেই কাঁথিতে ২ তৃণমূল নেতাদের বাড়িতে কাকভোরে পৌঁছল সিবিআই

লোকসভা নির্বাচনের মধ্যেই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে পূর্ব মেদিনীপুরে ২ তৃণমূল নেতার বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার কাকভোরে মারিশদা থানা এলাকার ২ তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা তবে ২ জনের কারও দেখাই পাননি তাঁরা।আরও পড়ুন: শ্রমিকের কাজ করতে মুসলমানরা যখন BJPশাসিত...

BITM: মেট্রো রেলের বিবর্তনের ইতিহাস নিয়ে গ্যালারি এবার বিড়লা মিউজিয়ামে, কবে চালু ?

ড়কলকাতার লাইফ লাইন হিসাবে পরিচিত মেট্রো রেল। এখন তা হাওড়া জেলার সঙ্গে কলকাতার সংযোগকারী অন্যতম পরিবহণ মাধ্যমও বটে। সেই মেট্রো রেলে কী ভাবে শহরের বুকে ছড়িয়ে পড়ল, কেমন করেই বা সে গঙ্গার নিচ দিয়ে চলাচল করে, এ সব তথ্য এবার জানা যাবে বিড়লা শিল্প...

Shahjahan Sheikh case update: এবার ১৪ কোটি বাজেয়াপ্ত ED-র,শাহজাহানের ঘাঁটিতে অস্থায়ী ক্যাম্প, অভিযোগ শুনবে CBI

তহবিল তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ-তে এর আগে ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি । এবার ১৪ কোটি টাকা বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা। এর মধ্যে টাকা এবং সম্পত্তিও রয়েছে। এরই মধ্যে আবার শাহজাহান ও তার বাহিনীর জমি দখল সংক্রান্ত অভিযোগ শুনতে সন্দেশখালিতে অস্থায়ী...

বাংলাদেশি অনুপ্রবেশ: অসমের মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে উঠছে প্রশ্ন, এত দিন ক্ষমতায় থেকে তিনি কী করলেন

ডেস্ক: ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, গত ৪০ বছরে অসমে সোয়া কোটি বাংলাদেশি অনুপ্রবেশ করেছে। হিমন্তের এই বক্তব্যকে ঘিরে তাঁর রাজ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, এই প্রবণতা রুখতে তাঁর সরকার কী করল। অসমে তিন দফার ভোট শেষ হয়েছে ৭...

Fact Check: ‘তৃণমূল কর্মী ও কুকুরের প্রবেশ নিষেধ’, সত্যিই কি এমন আছে বাড়িতে? জানুন সত্যিটা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করে নেটিজেনদের অনেকে দাবি করেন, ওই ছবিতে একটি বাড়ির গেটে থাকা ব্যানারে তৃণমূল (TMC) কর্মীদের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে এবং তাদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।বুম দেখে ব্যানারের লেখাটি ডিজিটাল উপায়ে সম্পাদনা করে বদলে ফেলা হয়েছে।...

জুলাইয়ের মধ্যে প্রথম এলসিএ মার্ক-১এ যুদ্ধবিমান পাবে ভারতীয় বায়ুসেনা, আরও অর্ডার পাচ্ছে হ্যাল

নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনা এই বছরের জুলাইয়ের মধ্যে দেশের প্রথম এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমান পাবে বলে আশা করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতীয় বায়ুসেনার কাছে এই বিমানটি হস্তান্তরের আশা করা হয়েছিল, কিন্তু প্রযুক্তিগত কারণে এটি কিছুটা বিলম্বিত হয়ে যায়। জুলাইয়ের মধ্যে হস্তান্তরের আশা ভারতীয় বায়ুসেনা এবং পাবলিক সেক্টর...

মুম্বই হোর্ডিং বিপর্যয়: অবৈধ বিলবোর্ডের মালিক উদয়পুরে গ্রেফতার

ডেস্ক: মুম্বইয়ের অবৈধ বিলবোর্ডের মালিক ভবেশ ভিড়ে ধরা পড়লেন। তাঁরই কোম্পানি ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেডের বিশাল অবৈধ বিলবোর্ড ভেঙে পড়ে মুম্বইয়ের প্রাণ হারান ১৬ জন। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা বৃহস্পতিবার উদয়পুরে ভবেশ ভিড়েকে গ্রেফতার করে। তাঁকে মুম্বই নিয়ে আসা হচ্ছে। গত সোমবার প্রবল ঝড়ে ঘাটকোপারে...

Adhir Chowdhury meets Mukul Roy: দাদা কেমন আছেন? মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী

মুকুল রায়কে দেখতে কাঁচরাপাড়ার বাড়িতে হাজির কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বৃহস্পতিবার অধীর চৌধুরী গিয়েছিলেন ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের প্রচারে। আর সেখানে এসে একবার কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে ঘুরে গেলেন অধীর। তবে সূত্রের খবর এদিন এটা ছিল নেহাতই বর্ষীয়ান নেতার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার জন্য...

Israel vs Palestine conflict: ফিলিস্তিন পাবে বড় মর্যাদা, স্বাধীন রাষ্ট্র গঠনে তৎপর আরব বিশ্ব! ইসরায়েলের সর্বনাশ

  Israel vs Palestine conflict: ফিলিস্তিনের ভাগ্য ফিরতে হয়ত আর বেশি দেরি নেই। আরব দেশগুলো জোট বাঁধছে ফিলিস্তিনের হয়ে। গাজা ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েল হারাতে চলেছে বড় সাপোর্ট। একদিকে গাজায় যেমন ফিলিস্তিনিরা তাদের সর্বস্ব হারাচ্ছে, আবার ঘুরপথে এই গাজাই ফিলিস্তিনকে এনে দিতে পারে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা। কথাটা...

Malda News: খুব সাবধান! বাজ পড়ে ১১জনের মৃত্যু, ভয়াবহ কাণ্ড মালদায়, ঘরে ঘরে কান্নার রোল!

একজন দুজন নয়, একেবারে ১১জনের মৃত্যু বজ্রপাতে। মালদায় একেবারে মর্মান্তিক ঘটনা। একের পর এক ব্যক্তির মৃত্যু বজ্রাঘাতে।  বৃহস্পতিবার দুপুরে আচমকাই ঝড় বৃষ্টি শুরু হয় মালদায়। এদিকে মালদা মানেই আমের জেলা। আর ঝড় বৃষ্টি মানেই আম পড়ে টপাটপ।সেই ঝড় বৃষ্টির মধ্য়েই আম কুড়োতে গিয়েছিল কয়েকজন। কিন্তু...

Narendrapur Ramakrishna Mission in HS: স্ক্রুটিনির পরে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নরেন্দ্রপুরের আরও ৪ জন, সবমিলিয়ে ১০!

এমনিতেই দুর্দান্ত রেজাল্ট হয়েছিল। স্ক্রুটিনির রেজাল্টের পরে উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় জায়গা করে নিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আরও চারজন পড়ুয়া। প্রাথমিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় ছয়জন ছিলেন। স্ক্রুনিটির পরে মেধাতালিকায় মোট ১০ জন জায়গা করে নিলেন। একজন দ্বিতীয় হয়েছেন। ষষ্ঠ স্থান অধিকার করেছেন একজন। অষ্টম স্থানে...

Matua infighting: শান্তনুর বিরুদ্ধে অনশনে অসুস্থ মমতাবালার মেয়ে, শুনছেন না ডাক্তারদের কথা

বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পৈতৃক ভিটেবাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করার অভিযোগ তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। এরপরেই ভিটে বাড়ি ফেরত পেতে সোমবার সকাল থেকে শান্তনুর বিরুদ্ধে প্রয়াত বীণাপাণি দেবীর ঘরের বাইরে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা...