Homeআপডেট২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত পেনশনারদের...

২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত পেনশনারদের ‘লাইফ সার্টিফিকেট’ জমা দেওয়ার সময়সীমা বাড়ালো কেন্দ্র……

করোনা মহমারির জন্য পেনশনারদের লাইফ সার্টিফিকেট জমা করার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।রবিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, “পেনশনপ্রাপকদের লাইফ সার্টিফিকেট জমা করার মেয়াদ আগামী ২০২১ সালের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে”।মন্ত্রী বলেন, “বর্তমানের সংবেদনশীল পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেনশন বিতরণকারী ব্যাঙ্কগুলিতে ভিড় এড়ানোই এর অন্যতম লক্ষ্য”।তিনি আরও বলেন,”গত ১লা অক্টোবর থেকেই ৮০ বছরের বেশি বয়স্কদের জন্য একটি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।Pensioners can submit life certificates till February 28: Jitendra Singh - The Economic Times

১লা নভেম্বরের মধ্যেই লাইফ সার্টিফিকেট জমা কথা ছিল। পরে সেই সময় বাড়িয়ে ৩১শে ডিসেম্বর পর্যন্ত করা হয়। এবার তা আরও বাড়িয়ে দেওয়া হল প্রায় দু’মাস।এমনিতে প্রত্যেক কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। কিন্তু এ বার করোনা সংক্রমণ এড়াতে শারীরিক দূরত্ব বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সেই মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র।মন্ত্রী বলেন, ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC)-এর সুবিধার্থে পেনশন এবং পেনশনার্স কল্যাণ বিভাগ ইন্ডিয়া পোস্টে পেমেন্ট ব্যাঙ্ক-কে অন্তর্ভুক্ত করার একটি অভিনব সিদ্ধান্ত নিয়েছে।তিনি জানান, পেনশনপ্রাপকদের বাড়ি থেকে ডিএলসি সংগ্রহের জন্য ১ লক্ষ ৮৯ হাজার পোস্টম্যান এবং গ্রামীণ ডাক সেবকের সাহায্য নিচ্ছে আইপিপিবি। এতে পেনশনপ্রাপকদের আরও সুবিধা হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের বাসিন্দারা উপকৃত হবেন।ডিএলসি-র প্রচারেও বিশেষ উদ্যোগ নিয়েছে পেনশন এবং পেনশনার্স কল্যাণ বিভাগ। বাড়ি থেকে ডিএলসি সংগ্রহের এই বিষয়টি সম্পর্কে অনেকেই অবগত নন। তাঁদের কাছে এ ব্যাপারে সুবিধার কথা তুলে ধরা হচ্ছে।ডিএলসি-র জন্য পেনশনপ্রাপককে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে সশরীরে ব্যক্তিগত ভাবে উপস্থিত হতে হয় না। আবার পেনশন বিতরণকারী সংস্থায় (ব্যাঙ্ক বা ডাকঘর ইত্যাদি) শারীরিক ভাবে ডিএলসি জমা দিতে হয় না, কারণ এটি একটি ডিজিটাল পদ্ধতি যা স্বয়ংক্রিয় ভাবে পরিচালিত হয়। এ ছাড়াও প্রতিটি ডিএলসির নির্দিষ্ট একটি ‘জীবন প্রমাণ’ আইডি রয়েছে।তবে বাড়ি থেকে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার অন্যান্য পদ্ধতিও রয়েছে। যেমন কোনো ব্যক্তিগত কম্পিউটার বা মোবাইলে বায়োমেট্রিক ডিভাইস সংযুক্ত করে এই সুবিধা পাওয়া যায়।অনলাইনে ‘জীবন প্রমাণ’পোর্টালের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এই পদ্ধতিতে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হন কেউ কেউ। বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য প্রয়োজনীয় যন্ত্র কেনাও সে ক্ষেত্রে একটি বাড়তি ব্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কর্মীরা বায়োমেট্রিক যন্ত্র নিয়ে পেনশনপ্রাপকের বাড়িতে গেলে, সেই ঝক্কি থাকবে না।

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Israel-Hamas War: ভয়ঙ্কর চাপে ইসরায়েল, এক্ষুনি যুদ্ধ থামাতে হবে! যুক্তরাষ্ট্রের বড় দাবি

  Israel-Hamas War: বিশ্রী রকম চাপে জর্জরিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। টানাটানি...

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলোই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ...

মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

ডেস্ক: পটনায় জমজমাট রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Israel-Hamas War: ভয়ঙ্কর চাপে ইসরায়েল, এক্ষুনি যুদ্ধ থামাতে হবে! যুক্তরাষ্ট্রের বড় দাবি

  Israel-Hamas War: বিশ্রী রকম চাপে জর্জরিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। টানাটানি হচ্ছে তাঁর গদি নিয়ে। এই মুহূর্তে গাজায় যুদ্ধ না থামলে কপাল পুড়তে পারে তাঁর। সেই চাপে, ভিতরে ভিতরে আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে। জো বাইডেন বলেই দিলেন, একটা শর্তে এক্ষুনি থেমে যাবে গাজা যুদ্ধ। স্বস্তি পাবে গাজার...

Abhijit Ganguly: পুলিশের দায়ের করা খুনের চেষ্টার মামলা চ্যালেঞ্জ করে আদালতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা FIRকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন করে FIR খারিজের দাবি জানিয়েছেন তিনি। মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে আবেদনটির।আরও পড়ুন:...

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলোই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। সেই তাঁকেই মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদন শুনতে নারাজ সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের সাফ জবাব, “আমরা এটা করতে পারি না।” আবেদনকারীর দাবি,...

মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

ডেস্ক: পটনায় জমজমাট রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর পাশে সারাক্ষণ বিজেপির প্রতীক হাতে মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মতাদর্শ যা-ই থাক, নীতীশ কুমারকে এ ভাবে দেখতে অভ্যস্ত নয় সাধারণ মানুষ, বিশেষ করে বিহারের জনসাধারণ। এই দৃশ্যের পর সমাজ মাধ্যমে...

এবার জয়পুরের স্কুলে মেল, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

জয়পুর: দিল্লি, আমদাবাদের পর এবার রাজস্থানের জয়পুর। জয়পুরের অত্যন্ত চারটে স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ই-মেল মারফত এই হুমকি পাঠানো হয়েছে। এই খবর দিয়েছে জয়পুর পুলিশ। জয়পুরের যে চারটি স্কুলে এই হুমকি-মেল পাঠানো হয়েছে সেগুলি হল সেন্ট টেরেসা’স স্কুল, এমপিএস স্কুল, বিদ্যাশ্রম স্কুল এবং...

আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন  

ডেস্ক: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ সোমবার ৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের মোট ৯৬টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে যে সব কেন্দ্রের দিকে নজর রয়েছে, তার মধ্যে রয়েছে তেলঙ্গানার হায়দরাবাদ, জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বহরমপুর ও আসানসোল, উত্তরপ্রদেশের কনৌজ ও লখিমপুর খেরি এবং মধ্যপ্রদেশের...

হেমন্ত সোরেন কি ইডি মামলায় স্বস্তি পাবেন? আজই রায় সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: সোমবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। জমি কেলেঙ্কারি সংক্রান্ত অর্থ পাচার মামলায় ইডি-র গ্রেফতারকে চ্যালেঞ্জ করেছেন সোরেন। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ সোরেনের আবেদনের শুনানি করবে। জামিনের আবেদন নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টেও গিয়েছিলেন হেমন্ত সোরেন। নিজের গ্রেফতারিকে চ্যালেঞ্জ...

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি

ডেস্ক: আজ সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। প্রার্থীদের মধ্যে রয়েছে প্রাক্তন বলিউড অভিনেতা, প্রাক্তন টলিউড অভিনেত্রী, দুই প্রাক্তন ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি ও টানা পাঁচবারের সাংসদ এবং...

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা   

ডেস্ক: অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চার ধাম যাত্রা। শুরু থেকেই উপচে পড়ছে তীর্থযাত্রীদের ভিড়। এতই ভিড় যে আতংকিত উত্তরাখণ্ডের পুলিশ প্রশাসন। তারা ইতিমধ্যেই রবিবার তারা নিষেধাজ্ঞা জারি করে। গত শুক্রবার ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন গাড়োয়াল হিমালয়ের চার ধাম গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদরিনাথ খুলে...

দশটি গ্যারান্টি ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল, রয়েছে নিখরচায় বিদ্যুৎ এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা

ডেস্ক: মোদীর গ্যারান্টির পর কেজরিওয়ালের গ্যারান্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার আপ-এর দশটি গ্যারান্টির কথা ঘোষণা করেছেন। আপ যদি লোকসভা নির্বাচন তবে গ্যারান্টিমতো কাজ হবে। জনকল্যাণ বিষয়ক বিভিন্ন উদ্যোগের ব্যাপারে আশ্বাস দিয়েছেন কেজরিওয়াল। তার মধ্যে রয়েছে নিখরচায় বিদ্যুৎ দেওয়া এবং উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা। “বিজেপি সব...

Illegal construction: বেআইনি নির্মাণ নিয়ে দায় ঠেলাঠেলি পূর্ত দফতর-পুরসভার, ভাঙার নির্দেশ হাইকোর্টের

জবরদখল হয়ে গিয়েছিল জমি। তার উপরে গড়ে উঠেছিল বেআইনি নির্মাণ। এমনকী জলাভূমি ভরাট করেও বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছিল। অথচ অভিযোগ পেয়েও নিষ্ক্রিয় ছিল পুরসভা এবং পুলিশ। শুধু তাই নয় কলকাতা হাইকোর্টেও একে অপরের উপর দায় চাপিয়েছিল পুরসভা ও পূর্ত দফতর। শেষ পর্যন্ত সমস্যার...

Adhir-TMC feud: কংগ্রেস করার জন্য মহিলাদের হুমকি, তৃণমূলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অধীরের

ভোটের ঠিক আগেই মহিলার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বহরমপুর লোকসভা কেন্দ্রে। খবর পেয়ে সেখানে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা। অধীরের অভিযোগ, কংগ্রেস করার জন্যই মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা হয়েছে। এই ঘটনার...