Homeআপডেটনাম না করে বাংলার...

নাম না করে বাংলার রাজনীতিতে মীরজাফরের সাথে শুভেন্দুর তুলনা সুব্রতর……

‘কিছু খুচরো চলে যাওয়ায় কোনও ক্ষতি হবে না।’ নাম না করে শুভেন্দু অধিকারীর দলবদলকে কটাক্ষ করলেন রাজ্যের আরেক হেভিওয়েট তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী মনে করিয়ে দেন, এই (দলবদলের) অসুখ মীরজাফরদের আমল থেকে চলে আসছে।সুব্রত বলেন, ‘শুভেন্দুর দলবদলে অবাক হইনি। এই ধরনের খুচরো চলে যাওয়ায় কোনও ক্ষতি হবে না। এটা এক ধরনের রাজনৈতিক অসুখ, মীরজাফরের সময় থেকে চলছে।’একইসঙ্গে বিজেপিকেও একহাত নিলেন তিনি। বলেন, ‘যে দল উৎসাহের সঙ্গে নিলেন, তাঁদের দলেও বহুবার হয়েছে।’তিনি মনে করিয়ে দেন, মমতার জনপ্রিয়তা যতদিন থাকবে তৃণমূলকে কেউ স্পর্শ করতে পারবে না। সুব্রত বলেন, ‘একজন শুভেন্দুকে নিয়েই ২৫০ আসনের দাবি হাস্যকর।’পঞ্চায়েতমন্ত্রীর দাবি, ‘তৃণমূল জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন। মমতার সমকক্ষ কোনও দলে আর কেউ নেই।’তিনি যোগ করেন, ‘যাঁরা নিজের দলকে পিছন থেকে ছুরি মারে তারা বড় জায়গায় আসতে পারে না। এই বিশ্বাসঘাতকদের বাংলার মানুষ চিনে নেবে।’প্রসঙ্গত, শনির দুপুরে মেদিনীপুরের মাটিতে সূচনা হয় রাজনীতির নতুন সমীকরণের। অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী।গেরুয়া শিবিরে যোগ দিয়েই ভাইপো ইস্যুতে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। শনিবার মেদিনীপুরের সভা থেকে তিনি ডাক দেন, “তোলাবাজ ভাইপো হঠাও”।নাম না করে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু। বলেন, আমাকে বিশ্বাসঘাতক বলছে? কে বলছে? ৯৮ সালে তৃণমূল যখন প্রতিষ্ঠিত হয়, তখন এনডিএ ছিল। ৯৯ সালে তৃণমূল জয়েন করি। এই মাঠে কয়েকদিন আগে মমতা বলেছেন, আপনি এবারেও দ্বিতীয় হবেন। প্রথম হতে পারবেন না।এমনকী, দু’দশক তৃণমূলে কাটানোর পর পর বিজেপিতে যোগ দেওয়ার সময় তৃণমূল কর্মীদের খোলা চিঠি দিয়ে শুভেন্দু দাবি করলেন, ১০ বছর কেটে গেছে। কিন্তু, এক দশক আগেও আমাদের ভাই-বোনেরা যে সমস্যার সম্মুখীন হতেন, আজও তাঁদের সেই সমস্যারই মুখোমুখি হতে হচ্ছে। এক সময় যে দলের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, সেই তৃণমূলের গভীরে আজ পচন ধরেছে।

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলোই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ...

মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

ডেস্ক: পটনায় জমজমাট রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর...

এবার জয়পুরের স্কুলে মেল, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

জয়পুর: দিল্লি, আমদাবাদের পর এবার রাজস্থানের জয়পুর। জয়পুরের অত্যন্ত চারটে...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Abhijit Ganguly: পুলিশের দায়ের করা খুনের চেষ্টার মামলা চ্যালেঞ্জ করে আদালতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা FIRকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন করে FIR খারিজের দাবি জানিয়েছেন তিনি। মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে আবেদনটির।আরও পড়ুন:...

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলোই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। সেই তাঁকেই মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদন শুনতে নারাজ সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের সাফ জবাব, “আমরা এটা করতে পারি না।” আবেদনকারীর দাবি,...

মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

ডেস্ক: পটনায় জমজমাট রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর পাশে সারাক্ষণ বিজেপির প্রতীক হাতে মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মতাদর্শ যা-ই থাক, নীতীশ কুমারকে এ ভাবে দেখতে অভ্যস্ত নয় সাধারণ মানুষ, বিশেষ করে বিহারের জনসাধারণ। এই দৃশ্যের পর সমাজ মাধ্যমে...

এবার জয়পুরের স্কুলে মেল, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

জয়পুর: দিল্লি, আমদাবাদের পর এবার রাজস্থানের জয়পুর। জয়পুরের অত্যন্ত চারটে স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ই-মেল মারফত এই হুমকি পাঠানো হয়েছে। এই খবর দিয়েছে জয়পুর পুলিশ। জয়পুরের যে চারটি স্কুলে এই হুমকি-মেল পাঠানো হয়েছে সেগুলি হল সেন্ট টেরেসা’স স্কুল, এমপিএস স্কুল, বিদ্যাশ্রম স্কুল এবং...

আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন  

ডেস্ক: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ সোমবার ৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের মোট ৯৬টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে যে সব কেন্দ্রের দিকে নজর রয়েছে, তার মধ্যে রয়েছে তেলঙ্গানার হায়দরাবাদ, জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বহরমপুর ও আসানসোল, উত্তরপ্রদেশের কনৌজ ও লখিমপুর খেরি এবং মধ্যপ্রদেশের...

হেমন্ত সোরেন কি ইডি মামলায় স্বস্তি পাবেন? আজই রায় সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: সোমবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। জমি কেলেঙ্কারি সংক্রান্ত অর্থ পাচার মামলায় ইডি-র গ্রেফতারকে চ্যালেঞ্জ করেছেন সোরেন। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ সোরেনের আবেদনের শুনানি করবে। জামিনের আবেদন নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টেও গিয়েছিলেন হেমন্ত সোরেন। নিজের গ্রেফতারিকে চ্যালেঞ্জ...

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি

ডেস্ক: আজ সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। প্রার্থীদের মধ্যে রয়েছে প্রাক্তন বলিউড অভিনেতা, প্রাক্তন টলিউড অভিনেত্রী, দুই প্রাক্তন ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি ও টানা পাঁচবারের সাংসদ এবং...

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা   

ডেস্ক: অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চার ধাম যাত্রা। শুরু থেকেই উপচে পড়ছে তীর্থযাত্রীদের ভিড়। এতই ভিড় যে আতংকিত উত্তরাখণ্ডের পুলিশ প্রশাসন। তারা ইতিমধ্যেই রবিবার তারা নিষেধাজ্ঞা জারি করে। গত শুক্রবার ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন গাড়োয়াল হিমালয়ের চার ধাম গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদরিনাথ খুলে...

দশটি গ্যারান্টি ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল, রয়েছে নিখরচায় বিদ্যুৎ এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা

ডেস্ক: মোদীর গ্যারান্টির পর কেজরিওয়ালের গ্যারান্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার আপ-এর দশটি গ্যারান্টির কথা ঘোষণা করেছেন। আপ যদি লোকসভা নির্বাচন তবে গ্যারান্টিমতো কাজ হবে। জনকল্যাণ বিষয়ক বিভিন্ন উদ্যোগের ব্যাপারে আশ্বাস দিয়েছেন কেজরিওয়াল। তার মধ্যে রয়েছে নিখরচায় বিদ্যুৎ দেওয়া এবং উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা। “বিজেপি সব...

Illegal construction: বেআইনি নির্মাণ নিয়ে দায় ঠেলাঠেলি পূর্ত দফতর-পুরসভার, ভাঙার নির্দেশ হাইকোর্টের

জবরদখল হয়ে গিয়েছিল জমি। তার উপরে গড়ে উঠেছিল বেআইনি নির্মাণ। এমনকী জলাভূমি ভরাট করেও বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছিল। অথচ অভিযোগ পেয়েও নিষ্ক্রিয় ছিল পুরসভা এবং পুলিশ। শুধু তাই নয় কলকাতা হাইকোর্টেও একে অপরের উপর দায় চাপিয়েছিল পুরসভা ও পূর্ত দফতর। শেষ পর্যন্ত সমস্যার...

Adhir-TMC feud: কংগ্রেস করার জন্য মহিলাদের হুমকি, তৃণমূলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অধীরের

ভোটের ঠিক আগেই মহিলার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বহরমপুর লোকসভা কেন্দ্রে। খবর পেয়ে সেখানে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা। অধীরের অভিযোগ, কংগ্রেস করার জন্যই মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা হয়েছে। এই ঘটনার...

সোমবার তৃতীয় দফায় ৯৬ আসনে ভোট, রয়েছে পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্র  

ডেস্ক: সোমবার অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। এ দিন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৮টি কেন্দ্র রয়েছে। ভোট শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনের হিসেবমতে ৪২৬৪ জন প্রার্থীর ভাগ্য এ...