Homeখেলাধুলোবিশ্বকাপে বড় কাণ্ড! ৪০১...

বিশ্বকাপে বড় কাণ্ড! ৪০১ রান করেও হার এই প্রথম, একেই বলে কপাল!


বেঙ্গলুরু: ২০২৩ সালের বিশ্বকাপে নতুন ইতিহাস লিখল পাকিস্তান। শনিবার টুর্নামেন্টের ৩৫তম ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে নিউজিল্যান্ডকে ২১ রানে হারাল পাকিস্তান।

বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ৪০০ রান করে হারল কোনও দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৪০১ রান করে নিউজিল্যান্ড।

রাচিন রবীন্দ্র ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন ফকর জামান। সেঞ্চুরি করেন তিনি। তবে বৃষ্টির কারণে দুবার খেলা বন্ধ হয়ে যায়।

খেলা বন্ধ হওয়ার সময় পাকিস্তান ২৫.৩ ওভারে এক উইকেটে ২০০ রান করে। ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী, পাকিস্তান সেই সময় এগিয়ে ছিল ২১ রানে। ফলে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

৮টি ম্যাচের পর পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয় দলেরই ৮ পয়েন্ট। কিন্তু নেট রান রেটের কারণে নিউজিল্যান্ড চতুর্থ স্থানে। পাকিস্তান পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে।

আরও পড়ুন- সারা-শুভমানের গলা জড়ানো ছবি! সত্যি ঘটনা? আসল খবর শুনলে ছিঃ ছিঃ করবেন

৮১ বলে ১২৬ রান করে অপরাজিত থাকেন ফকর জামান। ৮টি চার ও ১১টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। অধিনায়ক বাবর আজম ৬৩ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। মারেন ৬টি চার ও ২টি ছক্কা।

দুজনেই দ্বিতীয় উইকেটে ১৪১ বলে অপরাজিত ১৯৪ রানের বড় জুটি গড়েন। বিশ্বকাপের ইতিহাসে এর আগে ৫ বার ৪০০ রান হয়েছিল। প্রতিবারই আগে ব্যাট করা দল জিতেছিল।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২৮ রান করেছিল। ২০১৫ সালে অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিরুদ্ধে ৪১৭ রান করে। ২০০৭ সালে ভারত বারমুডার বিরুদ্ধে ৪১৩ রান করেছিল। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডের বিরুদ্ধে ৪১১ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪০৮ রান করেছিল।

আরও পড়ুন- ৪০১ রান করেও যদি হারতে হয়! পাকিস্তানকে আজ বাঁচাতে পারে এই একটা ঘটনা

১১ নভেম্বর বিশ্বকাপের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। নেট রান রেটে উন্নতি করতে ওই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে বাবর আজমের দলকে। ৯ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড দল।

এখনও পর্যন্ত শুধুমাত্র ভারতই সেমিফাইনালে পৌঁছেছে। ৭ ম্যাচের সবকটিতেই জিতেছেন রোহিত শর্মারা। কিন্তু বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। গোড়ালির চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর জায়গায় দলে জায়গা পেয়েছেন প্রসিধ কৃষ্ণ।

আপাতত নেট রান রেটের কারণে আফগানিস্তান রয়েছে ৫ নম্বরে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ২টি ম্যাচ খেলতে হবে তাদের।

Tags: ICC World Cup 2023, Pakistan



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

দশটি গ্যারান্টি ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল, রয়েছে নিখরচায় বিদ্যুৎ এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা

ডেস্ক: মোদীর গ্যারান্টির পর কেজরিওয়ালের গ্যারান্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি

ডেস্ক: আজ সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। প্রার্থীদের মধ্যে রয়েছে প্রাক্তন বলিউড অভিনেতা, প্রাক্তন টলিউড অভিনেত্রী, দুই প্রাক্তন ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি ও টানা পাঁচবারের সাংসদ এবং...

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা   

ডেস্ক: অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চার ধাম যাত্রা। শুরু থেকেই উপচে পড়ছে তীর্থযাত্রীদের ভিড়। এতই ভিড় যে আতংকিত উত্তরাখণ্ডের পুলিশ প্রশাসন। তারা ইতিমধ্যেই রবিবার তারা নিষেধাজ্ঞা জারি করে। গত শুক্রবার ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন গাড়োয়াল হিমালয়ের চার ধাম গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদরিনাথ খুলে...

দশটি গ্যারান্টি ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল, রয়েছে নিখরচায় বিদ্যুৎ এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা

ডেস্ক: মোদীর গ্যারান্টির পর কেজরিওয়ালের গ্যারান্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার আপ-এর দশটি গ্যারান্টির কথা ঘোষণা করেছেন। আপ যদি লোকসভা নির্বাচন তবে গ্যারান্টিমতো কাজ হবে। জনকল্যাণ বিষয়ক বিভিন্ন উদ্যোগের ব্যাপারে আশ্বাস দিয়েছেন কেজরিওয়াল। তার মধ্যে রয়েছে নিখরচায় বিদ্যুৎ দেওয়া এবং উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা। “বিজেপি সব...

Illegal construction: বেআইনি নির্মাণ নিয়ে দায় ঠেলাঠেলি পূর্ত দফতর-পুরসভার, ভাঙার নির্দেশ হাইকোর্টের

জবরদখল হয়ে গিয়েছিল জমি। তার উপরে গড়ে উঠেছিল বেআইনি নির্মাণ। এমনকী জলাভূমি ভরাট করেও বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছিল। অথচ অভিযোগ পেয়েও নিষ্ক্রিয় ছিল পুরসভা এবং পুলিশ। শুধু তাই নয় কলকাতা হাইকোর্টেও একে অপরের উপর দায় চাপিয়েছিল পুরসভা ও পূর্ত দফতর। শেষ পর্যন্ত সমস্যার...

Adhir-TMC feud: কংগ্রেস করার জন্য মহিলাদের হুমকি, তৃণমূলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অধীরের

ভোটের ঠিক আগেই মহিলার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বহরমপুর লোকসভা কেন্দ্রে। খবর পেয়ে সেখানে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা। অধীরের অভিযোগ, কংগ্রেস করার জন্যই মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা হয়েছে। এই ঘটনার...

সোমবার তৃতীয় দফায় ৯৬ আসনে ভোট, রয়েছে পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্র  

ডেস্ক: সোমবার অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। এ দিন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৮টি কেন্দ্র রয়েছে। ভোট শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনের হিসেবমতে ৪২৬৪ জন প্রার্থীর ভাগ্য এ...

Dev aide under scanner: লক্ষাধিক টাকা নিয়ে চাকরি দেননি, দেব ঘনিষ্ঠ রামাপদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নিয়োগ দুর্নীতিকে ঘিরে এক সময় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তার রেশ এখনও রয়েছে। লোকসভা ভোটের আবহে প্রচারের ময়দানে তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করছে বিরোধীরা। এমন অবস্থায় ফের চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল ঘাটালে। এই অভিযোগ উঠেছে, ঘাটালের তৃণমূল...

Indian-Malaysia diplomacy: ভারতকে ওরাং ওটাং (লেজবিহীন বানর) ফ্রী দেবে মালয়েশিয়া? একী কূটনীতি ! ফ্যাসাদে বানরেরা

  Indian-Malaysia diplomacy: মালয়েশিয়ার একি কূটনৈতিক নীতি। তাদের থেকে পাম্প তেল কিনলে তারা ওরাং ওটাং ফ্রি দেবে। এটা কি ধরনের লোভ দেখাচ্ছে মালয়েশিয়া? যত দোষ মালয়েশিয়ার নয় পশু পাখিদের নিয়ে কূটনৈতিক টানা পোড়েন প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। প্রাচীন ভারতের স্বীকৃত কূটনীতি ছিল হাতি বিনিময়। চন্দ্রগুপ্ত মৌর্য...

Sudan crisis: সুদানে দুর্ভিক্ষ, এক টুকরো খাবারের জন্য চলছে হাহাকার

  Sudan crisis: বলা হয়েছিল বিশ্বের সবচেয়ে ব্যাপক অনাহার সংকট দেখবে সুদান। হলোও তাই, সেখানকার মানুষ খাবারের জন্য ছটফট করছে। এক টুকরো খাবার কোথায় পাওয়া যায় সেই চিন্তায় শেষ হয়ে যাচ্ছে তারা। পেটে তীব্র জ্বালা, কিন্তু কোথাও কোনো খাবার নেই তাই ঘাস খেয়ে চিনে বাদামের খোসা খেয়ে...

Afghanistan flash floods: মরু দেশ আফগানিস্তান বৃষ্টি হরপা বান, ভেসে যাচ্ছে সব

  Afghanistan flash floods: পাহাড় মরুভুমির দেশ আফগানিস্তান। সেখানে হঠাৎ করেই প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে চতুর্দিক। আফগানিস্তানে হঠাৎ করেই হড়পা বান। এক দিনের অতিবৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ জন। জলের তোড়ে ভেসে গেছে হাজার হাজার বাড়ি। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজার হাজার আফগান।এককথায় আফগানিস্তানে চলছে মৃত্যু...

জলঙ্গির জলে ভেসে উঠল বিশালাকার কুমির! আতঙ্কে নদীতে নামা বন্ধ করলেন স্থানীয়রা

নদীতে স্নান করার সময় হঠাৎই জলে ভেসে উঠল একটি বৃহদাকারী প্রাণী। পরে জানা যায়, আসলে প্রাণীটি অন্য কিছু নয়, সেটি হল আস্ত একটি কুমির। আর তারপরেই আতঙ্কে কার্যত নদীতে নামা বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। নদিয়ার মায়াপুরের তারিণীপুর ঘাটে এই কুমির দেখতে পাওয়া যায়। তা...

চা–বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগাল বন দফতর, চিতা বাঘের খোঁজে চলছে জোর তল্লাশি

আজ, রবিবার চিতা বাঘের খোঁজে এবার চা–বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দফতর। এই ঘটনা নিয়ে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। সেই আতঙ্ক কাটাতে ড্রোন ক্যামেরায় চলল জোরদার তল্লাশি। কারণ চিতা বাঘের আতঙ্কে ঘুম উড়ে গিয়েছে বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা–বাগানের শ্রমিকদের। এখানে চিতা বাঘের পায়ের ছাপ...