HomeখেলাধুলোJavagal Srinath will become...

Javagal Srinath will become the fourth match referee to reach 250 odis milestone, and he is the first indian to do so


: এশিয়া কাপ ২০২৩-এর পঞ্চম ম্যাচটি আজ অর্থাৎ সোমবার ভারত ও নেপাল  (Ind vs NEP) খেলবে৷  টিম ইন্ডিয়া সুপার ফোরে টিকিট পাওয়া নিশ্চিত করতে এই ম্যাচে বড় ব্যবধানে জয় চাইছে৷  অন্যদিকে নেপাল পাকিস্তানের বিরুদ্ধে দুরমুশ হওয়ার পর টানা দ্বিতীয় হার এড়াতে চেষ্টা করবে। ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। এই সবের মধ্যেই এই ম্যাচে আরও এক ভারতীয় ক্রিকেটারের জীবনেরও মাইলস্টোন হতে চলেছে৷  বড় কৃতিত্বের নাম লিখবেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ।  প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব পেলেন তিনি৷

আইসিসি ম্যাচ রেফারি হিসেবে ডানহাতি প্রাক্তন পেসার শ্রীনাথের এটি হবে ২৫০তম ওডিআই ম্যাচ। তিনি একজন ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন এবং সামগ্রিকভাবে চতুর্থ আইসিসি ম্যাচ রেফারি এই কৃতিত্ব অর্জন করবেন{ শ্রীনাথের আগে  রঞ্জন মদুগালে, ক্রিস ব্রড এবং জেফ ক্রো এই মাইলস্টোন পেরিয়েছেন৷

‘আগামী বছরগুলিতে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব’
শ্রীনাথ বলেন, ‘ম্যাচ রেফারি হিসেবে এই পর্যায়ে পৌঁছানোটা দারুণ অনুভূতি।  ১৭ বছর হয়ে গেছে এবং এটা অবিশ্বাস্য যে আমি এখন পর্যন্ত যতটা ওয়ানডে খেলেছি তার চেয়ে বেশি ওয়ানডেতে দায়িত্ব পালন করেছি। আমি সৌভাগ্যবান যে এখনও খেলার সঙ্গে যুক্ত আছি। আমি ২০০৬ সালে কলম্বোতে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি টেস্ট ম্যাচে ম্যাচ রেফারি হিসাবে আন্তর্জাতিক অভিষেক করেছিলাম এবং তারপর থেকে  দুর্দান্ত সময় কাটিয়েছি। আগামী বছরগুলোতে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’

জাভাগাল শ্রীনাথ ২০০৬ সালে আইসিসি ম্যাচ রেফারি হন এবং তারপর থেকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০০৭, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (২০০৯ এবং ২০১৩) এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০১২, ২০১৪, ২০১৬ এবং ২০২১) দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ৬৫ টেস্ট, ১১৮ টি পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং ১৬টি মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে রেফারির ভূমিকা পালন করেছেন। শ্রীনাথ ভারতের হয়ে ৬৭ টেস্টে ২৩৬ উইকেট এবং ২১৯ ওয়ানডেতে ৩১৫ উইকেট নিয়েছেন।

Tags: Asia Cup, Asia Cup 2023



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Suvendu on Sandeshkhali: শুধু ভাইপো আর IPAC নয়, সন্দেশখালির ভিডিয়োর পিছনে হাত রয়েছে পুলিশেরও: শুভেন্দু

সন্দেশখালির ভিডিয়োর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক ছাড়াও...

Egypt-Israel relations: ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের মাঠে মিশর, তলে তলে ইরানের সাথে ফন্দি

  Egypt-Israel relations: এবার ইসরায়েলের পিছনে পড়ল মিশর। ফিলিস্তিনিদের হয়ে এত...

Calcutta High Court: বউবাজার বিস্ফোরণের অপরাধী খালিদের মুক্তিতে স্থগিতাদেশ প্রধান বিচারপতির বেঞ্চ

১৯৯৩ বউবাজার বিস্ফোরণকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপরাধী খালিদের মুক্তির...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

অভিযুক্তের নাম গোলাম শেখ বলে গ্রেফতার করছে না পুলিশ, সন্দেশখালিতে ফের জ্বলল বিক্ষোভের আগুন

রবিবারের পর সোমবারও ফের এক বার পুলিশের মহিলাদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। রবিবার তৃণমূল নেতা দিলীপ মল্লিককে মারধরের ঘটনায় গ্রেফতার ৪ বিজেপি কর্মীর মুক্তির দাবিতে সোমবার বিকেলে সন্দেশখালির বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল বাজারে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, টাকা দিয়ে সন্দেশখালির মহিলাদের আন্দোলন...

Suvendu on Sandeshkhali: শুধু ভাইপো আর IPAC নয়, সন্দেশখালির ভিডিয়োর পিছনে হাত রয়েছে পুলিশেরও: শুভেন্দু

সন্দেশখালির ভিডিয়োর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক ছাড়াও হাত রয়েছে পুলিশের। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ভিডিয়োয় বিজেপির সন্দেশখালি ২ নম্বর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের মুখে শোনা গিয়েছিল শুভেন্দুর নামও। এদিন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকেও চোর বলে দাবি করেন...

Egypt-Israel relations: ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের মাঠে মিশর, তলে তলে ইরানের সাথে ফন্দি

  Egypt-Israel relations: এবার ইসরায়েলের পিছনে পড়ল মিশর। ফিলিস্তিনিদের হয়ে এত কথা কেন বলছে দেশটা? শুধু তাই নয়, নেতানিয়াহুর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করে দিল। শুধুই কি ইসরাইলের উপর রাগ নাকি পুরোটাই কূটনৈতিক চাল? গাজার কথা কতটা ভাবছে মিশর? সাম্প্রতিক সময়, মিশরের সঙ্গে ইরানের বন্ধুত্বটাই কি এর আসল...

Calcutta High Court: বউবাজার বিস্ফোরণের অপরাধী খালিদের মুক্তিতে স্থগিতাদেশ প্রধান বিচারপতির বেঞ্চ

১৯৯৩ বউবাজার বিস্ফোরণকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপরাধী খালিদের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। ওই ঘটনার মূল অভিযুক্ত রশিদ খানের ছায়াসঙ্গী ছিল খালিদ।আরও পড়ুন: ফেক ভিডিয়ো তৈরির অভিযোগে ফের উত্তপ্ত সন্দেশখালি, TMC নেতাকে গণধোলাই মহিলাদেরপড়তে থাকুন: অপরাধীর নাম শেখ শাহজাহাঁ...

মোদীর অভিযোগের পরদিনই BJPর বিরুদ্ধে পালটা হুমকির অভিযোগে থানায় সন্দেশখালির মহিলা

সন্দেশখালির মহিলাদের তৃণমূলের গুন্ডারা হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রীর এই অভিযোগের পরদিনই গুরুতর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সন্দেশখালির এক মহিলার দাবি, ধর্ষণের ‘ভুয়ো অভিযোগ’ তুলতে চাওয়ায় তাঁকে বাড়ি এসে হুমকি দিয়ে গিয়েছেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এমনকী থানায় গিয়ে নিরাপত্তা দাবি করেছেন তিনি।আরও পড়ুন:...

Ration Scam: রেশন দুর্নীতিতে ৮৭টা অভিযোগ পেয়েও চোখ কান বুজে বসেছিল পুলিশ, মানল রাজ্য সরকার

রেশন দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য পুলিশ। তাতে রাজ্যে রেশন দুর্নীতির ৮৭টি অভিযোগের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তারা। এই রিপোর্ট খতিয়ে দেখে আগামী ১৭ জুন আদালতে জবাব দেবে ইডি। ২৪ জুন পর্যন্ত রেশন দুর্নীতির ৬টি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ...

Israel-Hamas War: ভয়ঙ্কর চাপে ইসরায়েল, এক্ষুনি যুদ্ধ থামাতে হবে! যুক্তরাষ্ট্রের বড় দাবি

  Israel-Hamas War: বিশ্রী রকম চাপে জর্জরিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। টানাটানি হচ্ছে তাঁর গদি নিয়ে। এই মুহূর্তে গাজায় যুদ্ধ না থামলে কপাল পুড়তে পারে তাঁর। সেই চাপে, ভিতরে ভিতরে আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে। জো বাইডেন বলেই দিলেন, একটা শর্তে এক্ষুনি থেমে যাবে গাজা যুদ্ধ। স্বস্তি পাবে গাজার...

Abhijit Ganguly: পুলিশের দায়ের করা খুনের চেষ্টার মামলা চ্যালেঞ্জ করে আদালতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা FIRকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন করে FIR খারিজের দাবি জানিয়েছেন তিনি। মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে আবেদনটির।আরও পড়ুন:...

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলোই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। সেই তাঁকেই মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদন শুনতে নারাজ সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের সাফ জবাব, “আমরা এটা করতে পারি না।” আবেদনকারীর দাবি,...

মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

ডেস্ক: পটনায় জমজমাট রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর পাশে সারাক্ষণ বিজেপির প্রতীক হাতে মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মতাদর্শ যা-ই থাক, নীতীশ কুমারকে এ ভাবে দেখতে অভ্যস্ত নয় সাধারণ মানুষ, বিশেষ করে বিহারের জনসাধারণ। এই দৃশ্যের পর সমাজ মাধ্যমে...

এবার জয়পুরের স্কুলে মেল, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

জয়পুর: দিল্লি, আমদাবাদের পর এবার রাজস্থানের জয়পুর। জয়পুরের অত্যন্ত চারটে স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ই-মেল মারফত এই হুমকি পাঠানো হয়েছে। এই খবর দিয়েছে জয়পুর পুলিশ। জয়পুরের যে চারটি স্কুলে এই হুমকি-মেল পাঠানো হয়েছে সেগুলি হল সেন্ট টেরেসা’স স্কুল, এমপিএস স্কুল, বিদ্যাশ্রম স্কুল এবং...

আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন  

ডেস্ক: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ সোমবার ৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের মোট ৯৬টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে যে সব কেন্দ্রের দিকে নজর রয়েছে, তার মধ্যে রয়েছে তেলঙ্গানার হায়দরাবাদ, জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বহরমপুর ও আসানসোল, উত্তরপ্রদেশের কনৌজ ও লখিমপুর খেরি এবং মধ্যপ্রদেশের...