Homeখেলাধুলো৫ ম্যাচে ৩ সেঞ্চুরি,...

৫ ম্যাচে ৩ সেঞ্চুরি, ১৭৪ রানের অতিমানবীয় ইনিংসে ১০টি বিশ্বরেকর্ড গড়লেন কুইন্টন ডিকক ODI World Cup 2023 South Africa star Quinton De Kock create 10 World Records after played 174 runs innings against Bangladesh in ICC World Cup 2023 sup


মুম্বই: বাংলাদেশকে ১৪৯ রানে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ ১৪০ বলে ১৭৪ রানের অতিমানবীয় ইনিংস খেলেন প্রোটিয়া তারকা কুইন্টন ডি কক। ১৫টি ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। শুধু দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান নয়, এই ইনিংসের সৌজন্য একাধিক ব্যক্তিগত রেকর্ডও নিজের নামে করলেন কুইনি।

১. চলতি বিশ্বকাপে এটি কুইন্টন ডি ককের তৃতীয় শতরান। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০০ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৯ রান করেছিলেন তিনি। এবার বাংলাদেশের বিরুদ্ধে ১৭৪। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত সবথেকে বেশি শতরানকারী ডি কক।

২. এই বিশ্বকাপে সবথেকে বেশি ব্যক্তিগত স্কোরের মালিকও হলেন প্রোটিয়া তারকা উইকেটকিপার-ব্যাটার। দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচের আগে পর্যন্ত ডেভিড ওয়ার্নারের ১৬৩ রান ছিল সর্বাধিক স্কোর এই বিশ্বকাপে। ১৭৪ করে সেই রেকর্ডের মালিক হলেন ডি কক।

৩. এই বিশ্বকাপে এখনও পর্যন্য সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকাতেও প্রথম স্থানে উঠে এলেন কুইন্টন ডিকক। বিরাট কোহলি, রোহিত শর্মাদের পিছনে ফেলে ২০২৩ বিশ্বকাপের প্রথম ব্যাটার হিসেবে পূরণ করলেন ৪০০ রান। বাংলাদেশ ম্যাচের পর ডি ককেকর মোট রান ৪০৭।

৪. চলতি বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকাতেও ওপরের দিকে পৌঁছে গিয়েছেন কুইন্টন ডি কক। বাংলাদেশের বিরুদ্ধে ৭ ছক্কা মেরে আপাতত মোট ১৫ ছক্কা মেরেছেন তিনি। এবারের এখনও সবথেকে বেশি ওভার বাউন্ডারি রোহিত শর্মার। হিটম্যানের ঝুলিতে রয়েছে ১৭টি ছক্কা।

৫. দক্ষিণ আফ্রিকার হয়ে ওডিআই বিশ্বকাপের একক সংস্করণে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ডও নিজের নামে করলেন কুইন্টন ডি কক। এর আগে এই কীর্তিটি দক্ষিণ আফ্রিকার হয়ে এবি ডিভিলিয়ার্সের। ২০১১ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছিলেন এবিডি।

৬. এক বিশ্বকাপে সর্বাধিক শতরান করা প্লেয়ারদের তালিকাতেও তৃতীয় স্থানে উঠে এলেন কুইন্টন ডি কক। এই তালিকায় প্রথম রয়েছেন রোহিত শর্মা। ২০১৯ বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় স্থানে কুমার সঙ্গাকারা। ২০১৫ বিশ্বকাপে ৪টি সেঞ্চুরি করেছিলেন।

৭. কুইন্টন ডিকক বিশ্বকাপের একটি ম্যাচে ১৫০এর বেশি স্কোর করা প্রথম উইকেটরক্ষক হয়ে গিয়েছেন। এর আগে এই রেকর্ডটি ছিল অ্যাডাম গিলক্রিস্টের নামে। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪৯ রান করেছিলেন তিনি। তবে ১৫০ বা তার বেশি রান এই প্রথম।

৮. এছাড়া উইকেটকিপার হিসেবে ওডিআই ক্রিকেটে সবথেকে বেশিবার ১৫০ বা তার বেশি রান করার রেকর্ডও নিজের নামে করলেন কুইন্টন ডি কক। ৩ বার ১৫০ বা তার বেশি রান করেছেন কুইনি। এর আগে ২ বার করে এই কৃতিত্ব ছিল অ্যাডাম গিলক্রিস্ট ও জস বাটলারের।

৯. ১৭৪ রানের ইনিংসের সৌজন্যে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ব্যাটারের করা ব্যক্তিগত স্কোরের নিরিখে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন কুুইন্টন ডি কক। ১৯৯৬ বিশ্বকাপে ইউএই-এর বিরুদ্ধে ১৮৮ রান করে শীর্ষে রয়েছেন গ্যারি কার্স্টেন।

১০. এছাড়া একদিনের বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডের তালিকায় প্রথম দশে চলে এলেন ডি কক। তাঁর ১৭৪ রানের ইনিংস জায়গা করে নিল নবম স্থানে। ২৩৭ রান করে প্রথম নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

আরও পডুনঃ ICC World Cup 2023: ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথম ছয় কে মেরেছিলেন? উত্তর অজানা অনেকের

প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৮২ রান করে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডিককেক সর্বোচ্চ ১৭৪ রান ছাড়াও ৯০ রান করেন হেনরিক ক্লাসেন ও ৬০ রান করেন এডেন মার্করাম। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ২৩৩ রানে। মহম্মদুল্লাহ সর্বোচ্চ ১১১ রান করেন। ১৪৯ রানে ম্যাচ জেতে প্রোটিয়ারা।

Tags: Bangladesh, ICC World Cup 2023, ODI World Cup 2023, South Africa, World Records



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

কানহাইয়া কুমারের উপর হামলা, ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি হামলাকারীর

নয়াদিল্লি: শুক্রবার উত্তর-পূর্ব দিল্লিতে নির্বাচনী প্রচারের সময় ‘ইন্ডিয়া’ জোট প্রার্থী...

Sitalkuchi shootout: শীতলকুচিতে গুলি, ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে রিপোর্ট চাইল CEO দফতর

শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায়  কোচবিহার জেলা প্রশাসনের থেকে...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Ferry service in new route: হাওড়া পর্যন্ত মেট্রো চালুর পর জলপথে কমেছে যাত্রী, নতুন রুটে চলবে ফেরি পরিষেবা

এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার পরেই এক ধাক্কায় বাস থেকে শুরু করে জলপথ পরিবহণে যাত্রীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তাতে স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে নদীপথ পরিবহণের আয়। এই অবস্থায় নদীপথে নতুন রুটে ফেরি পরিষেবার প্রস্তাব আগেই পেয়েছিল পরিবহণ দফতর। সেই কথা মাথায়...

2 sister murdered: রক্তে ভেসে যাচ্ছিল বারান্দা, ঘর থেকে মিলল ২ বোনের খণ্ড বিখণ্ড দেহ, হাড়হিম ঘটনা!

হাড়হিম কাণ্ড পাথরপ্রতিমায়। বাড়ির ভিতরে ঢুকে আততায়ীরা দুই বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল। রক্ত ভেসে যাচ্ছিল গোটা বাড়ি। শুক্রবার সকালে বাড়ি থেকে দুই বোনের খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের ভোলাহাট থানার দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর এলাকায়।  ঘটনাকে কেন্দ্র...

কানহাইয়া কুমারের উপর হামলা, ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি হামলাকারীর

নয়াদিল্লি: শুক্রবার উত্তর-পূর্ব দিল্লিতে নির্বাচনী প্রচারের সময় ‘ইন্ডিয়া’ জোট প্রার্থী কানহাইয়া কুমারের ওপর হামলা হয়। এক ব্যক্তি তাঁকে মালা পরানোর অজুহাতে চড় মারেন। শুধু তাই নয়, কানহাইয়া কুমারের গায়েও কালি ছোড়া হয়। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত হামলাকারী একটি...

Sitalkuchi shootout: শীতলকুচিতে গুলি, ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে রিপোর্ট চাইল CEO দফতর

শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায়  কোচবিহার জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। বৃহস্পতিবার গভীর রাত শীতলকুচিতে গুলি চলে। গুলি আহত হন এক তৃণমূল নেতা। এই ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জেলা প্রশাসনের থেকে জানতে চাওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই...

Raj Bhavan: রাজ্যপালকাণ্ডে নয়া মোড়, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে FIR করল পুলিশ

রাজভবনে শ্লীলতাহানির অভিযোগকাণ্ডে এবার নয়া মোড়। এবার রাজভবনের কর্মীদের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। অভিযোগকারিণীর সঙ্গে কথা বলার পরে ও সবদিক থেকে খবর সংগ্রহ করার পরেই রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য...

Calcutta High Court: আদালতের নোটিশ গ্রহণ না করায় রাজ্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হাইকোর্ট

নামের বানান না মেলায় কলকাতা হাইকোর্টের পাঠানো আদালত অবমাননার নোটিশ গ্রহণ না করায় গ্রেফতারি পরোয়ানা জারি হল রাজ্যে সরকারের এক প্রধান সচিবের বিরুদ্ধে। শুক্রবার প্রাণীসম্পদ বিকাশ দফতরের প্রধান সচিব বিবেক কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা।আরও পড়ুন: লোডশেডিং করিয়ে রেজাল্ট পাল্টে...

Factory wall collapses: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার দেওয়াল, চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আহত ২

বিপজ্জনক ভাবে হেলে পড়েছিল কারখানার পাঁচিল। তা সত্বেও সেই পাঁচিলের লাগোয়া নিকাশি নালা তৈরি করছিলেন চার শ্রমিক। প্রচীরের দেওয়াল ধসে পড়ল শ্রমিদেরই উপর।  এই ঘটনা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।  দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বর্ধমানের কাঁকসায়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ...

মমতা ও অভিষেককে খুনের হুমকি দিয়ে উলুবেড়িয়ায় পোস্টার

মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল হাওড়ার উলুবেড়িয়ায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এই পোস্টার দিল তা খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। পোস্টারের সঙ্গে একটি চিঠিও উদ্ধার হয়েছে। তবে চিঠি কী লেখা আছে তা উদ্ধার...

সন্দেশখালির BJP নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নয়, জানাল হাইকোর্ট

সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো কাণ্ডে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে পুলিশ এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলাটি বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটি উঠলে এই নির্দেশ দেন বিচারপতি। তবে মূল মামলাটি প্রধান বিচারপতির এজলাসে চলায় এব্যাপারে তাঁর নির্দেশ...

Abhijit Ganguly controversy update: মমতা ‘মহিলা তো?’, ‘তুমি কত টাকায় বিক্রি হও?’, অভিজিতের নামে মামলার দাবি তৃণমূলের

'মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত লাখ টাকায় বিক্রি হও?' - সেই মন্তব্যের প্রেক্ষিতে তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের দাবি, অভিজিৎ যে মন্তব্য করেছেন, তা চূড়ান্ত অশালীন...

Mamata Banerjee fixes her shoe: জুতো ছিঁড়ল মমতার, মঞ্চে দাঁড়িয়ে সেফটিপিন লাগালেন নিজেই, পরে পা মেলালেন নৃত্যে

ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে প্রচারে গিয়ে জুতো ছিঁড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই জনসভার মঞ্চে দাঁড়িয়েই জুতোয় সেফটিপিন লাগিয়ে নেন। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা তড়িঘড়ি নয়া জুতো নিয়ে আসার প্রস্তাব দিলেও তাতে সায় দেননি। বরং নিজেই জুতো ঠিক করে মহিলাদের সঙ্গে আদিবাসী নৃত্যে পা মেলান মমতা।...

Siliguri mishap: বন্ধ ঘর থেকে উদ্ধার হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকের ঝুলন্ত দেহ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিবমন্দিরের রামকৃষ্ণ সরণীতে। মৃতের বাম ববিতা দত্ত। তাঁর বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে। ববিতা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গ্রামোন্নয়ন গবেষণা বিভাগের গবেষক ছিলেন। সে কারণেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিবমন্দির রামকৃষ্ণ সরণীতে...