HomeআপডেটBaranagar Municipality: বর্জ্য সংগ্রহের...

Baranagar Municipality: বর্জ্য সংগ্রহের জন্য নাগরিকদের কাছ থেকে ফি নেওয়ার ব্যবস্থা চালু হল বরাহনগরে


বাসিন্দাদের কাছ থেকে আর বিনামূল্যে বর্জ্য সংগ্রহ করবে না পুরসভা। এবার থেকে বর্জ্য সংগ্রহ বাবদ বাসিন্দাদের দিতে হবে ফি। গত ১ নভেম্বর থেকে বরাহনগর পুরসভা ফি নেওয়ার ব্যবস্থা চালু করেছে। এ বিষয়ে আগেই সিদ্ধান্ত গ্রহণ করেছিল পুরসভা। তবে বেশ কিছু কারণে তা চালু করা যায়নি।শেষমেষ বুধবার থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় নাগরিকদের সাড়া পাওয়া যাচ্ছে বলে বরাহনগর পুরসভার তরফে জানানো হয়েছে। এর ফলে যেমন পুরসভার আয় বাড়বে তেমনি নাগরিকরা এলাকাকে পরিষ্কার রাখতে আবর্জনা যত্রতত্র ফেলবে না বলে মনে করছে পুরসভা।

আরও পড়ুন: বেলগাছিয়া ভাগাড়ে জঞ্জাল পরিষ্কার করতে তৈরি করা হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট পার্ক

পুরসভা বর্জ্য সংগ্রহের জন্য ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মাস খানেক আগে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন ২০১৬ এবং রাজ্য পুর আইন ১৯৯৩ অনুযায়ী, ইউজার্স ফি বা ব্যবহারিক মূল্য নেওয়া হচ্ছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৩ হল এই ব্যবস্থা চালু হয়েছে। তাতে এই কদিনে বজ্র সংগ্রহ ফি বাবদ পুরসভার আয় হয়েছে ২৮,৪২০ টাকা।  এরজন্য পরিবার পিছু মাসে ২০ টাকা করে ফি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে বরাহনগর পুরসভা এলাকায় ৮৬০৭৬ টি পরিবার রয়েছে। এর ফলে পুরসভার মাসে আয় হবে ১৭২১৫২০ টাকা। সে ক্ষেত্রে নাগরিকরা পুরকর্মীদের হাতেনাতে ফি দিতে পারবেন। তার পরিবর্তে পুরকর্মীরা তাদের রশিদ দেবেন। এর পাশাপাশি অনলাইনেও ফি দিতে পারবেন পুরসভার কর্মীরা। এর জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই ব্যবস্থা অনেক আগেই চালু হয়ে যেত। তবে অনলাইন পোর্টাল তৈরিতে দেরি হওয়ার জন্য এই ব্যবস্থাও চালু হতে দেরি হয়েছে।

পুরসভার কর্তৃপক্ষের মতে, এর ফলে শুধু পুরসভার আয় বাড়বে না, এরফলে নাগরিকরাও সচেতন হবেন। তাদের মনে হবে টাকাই যেখান দিতে হচ্ছে তাহলে যেখানে সেখানে আবর্জনা না ফেলে পুরসভার গাড়িতেই আবর্জনা ফেলতে হবে। তার ফলে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা কমবে। এর ফলে শহর পরিষ্কার থাকবে। মূলত যত্রতত্র আবর্জনা ফেলা আটকাতেই এমন উদ্যোগ কলকাতা বরানগর পুরসভার। পুর কর্তাদের মতে, এরফলে এলাকা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তেমনি দূষণও কমবে। পুরসভার তরফে জানানো হয়েছে, এর আগে উৎস থেকে বর্জ্য পৃথকীকরণ করার জন্য নাগরিকদের নিল এবং সবুজ বালতি দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে বাড়িতে গাড়ি গিয়ে পুরসভার কর্মীরা বর্জ্য সংগ্রহ করছেন। কিন্তু তারপরেও নাগরিকরা সচেতন হননি। তাই এই ব্যবস্থা চালু করা হয়েছে। 



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে অশান্তি, চতুর্থ দফায় ভোট পড়ল ৬৩%

ডেস্ক: পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে কিছু বিক্ষিপ্ত গণ্ডগোল ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

রাজ্যপালের নয়া উদ্যোগ, একশো ক্যানসার আক্রান্ত মহিলাদের আর্থিক সাহায্য, বিতর্ক থামবে?

তাঁর বিরুদ্ধে রয়েছে শ্লীলতাহানির অভিযোগ। আর সেই অভিযোগ লিখিত আকারে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করতেই পেয়েছে ভিডিয়ো ফুটেজ। গোটা বিষয়টি নিয়ে রাজ্য–রাজনীতি তোলপাড়। আর বিতর্কের আবহেই এবার নয়া পদক্ষেপ। হ্যাঁ, তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্যানসার আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়াতে...

WB Coal Scam Latest Update: কয়লা পাচারকাণ্ডে নয়া মোড়, মঙ্গল সকালে আদালতে আত্মসমর্পণ লালার

কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা আত্মসমর্পণ করলেন। রিপোর্ট অনুযায়ী, আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন লালা। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে রক্ষাকবচ দেওয়া হয়েছিল লালাকে। শীর্ষ আদালত জানিয়েছিল, সিবিআই লালাকে গ্রেফতার করতে পারবে না বা তাঁর বিরুদ্ধে...

পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে অশান্তি, চতুর্থ দফায় ভোট পড়ল ৬৩%

ডেস্ক: পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে কিছু বিক্ষিপ্ত গণ্ডগোল ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। সোমবার ভোট পড়ার হার ছিল ৬৩ শতাংশ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে এই খবর জানা গিয়েছে। এ দিনের ভোটের পর লোকসভার ৩৭৮টি আসনে ভোট নেওয়া হল। এ...

7 Dry Days in Kolkata: মে’র শেষ ও জুনের শুরু মিলিয়ে ৭ দিন মদ মিলবে না কলকাতায়! কবে, কবে? রইল তালিকা

ভোটের গুঁতোয় মে'র শেষ এবং জুনের শুরুতে কলকাতায় সাতটি 'ড্রাই ডে' থাকবে। তবে একেবারে একটানা সাতটি ‘ড্রাই ডে’-র ‘কষ্ট' সইতে হবে না কলকাতাকে। তিনটি দফায় মোট সাতদিন মদ বিক্রি হবে না মহানগরীতে। যদিও সেই বিষয়টি নতুন কিছু নয়। আদর্শ আচরণবিধির জন্য যে যে লোকসভা...

Seikh Sahjahan: জমি দখল করে ২৬০ কোটি টাকার সম্পত্তি করেছে শেখ শাহজাহাঁ, আদালতে জানাল ইডি

সন্দেশখালির ভিডিয়ো নিয়ে শোরগোলের মধ্যেই আদালতে ইডির পেশ করা তথ্যে বিপদ আরও বাড়ল তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহাঁর। সোমবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে জমি দখলের মামলার শুনানিতে ইডির আইনজীবী দাবি করেন, তদন্তকারীরা এখনো পর্যন্ত ২৬০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন যার পুরোটাই দুর্নীতির মাধ্যমে করেছে শেখ...

ভুয়ো অভিযোগ করিয়ে স্ত্রীকে জেলে ভরেছে পুলিশ, দাবি পাণ্ডুয়ায় আহত কিশোরের বাবার

গত সোমবার সকালে হুগলির পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণের কিশোর মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন গ্রেফতার রীতা বল্লভের স্বামী। ওই বিস্ফোরণে রীতাদেবী ও তাঁর স্বামী শুকদেব মণ্ডলের একমাত্র পুত্র রূপম ২টি হাতই উড়ে গিয়েছে। সোমবার চুঁচুড়ায় বিজেপি দফতরে এক সাংবাদিক বৈঠকে স্থানীয় বিজেপি প্রার্থী...

অভিযুক্তের নাম গোলাম শেখ বলে গ্রেফতার করছে না পুলিশ, সন্দেশখালিতে ফের জ্বলল বিক্ষোভের আগুন

রবিবারের পর সোমবারও ফের এক বার পুলিশের মহিলাদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। রবিবার তৃণমূল নেতা দিলীপ মল্লিককে মারধরের ঘটনায় গ্রেফতার ৪ বিজেপি কর্মীর মুক্তির দাবিতে সোমবার বিকেলে সন্দেশখালির বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল বাজারে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, টাকা দিয়ে সন্দেশখালির মহিলাদের আন্দোলন...

Suvendu on Sandeshkhali: শুধু ভাইপো আর IPAC নয়, সন্দেশখালির ভিডিয়োর পিছনে হাত রয়েছে পুলিশেরও: শুভেন্দু

সন্দেশখালির ভিডিয়োর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক ছাড়াও হাত রয়েছে পুলিশের। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ভিডিয়োয় বিজেপির সন্দেশখালি ২ নম্বর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের মুখে শোনা গিয়েছিল শুভেন্দুর নামও। এদিন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকেও চোর বলে দাবি করেন...

Egypt-Israel relations: ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের মাঠে মিশর, তলে তলে ইরানের সাথে ফন্দি

  Egypt-Israel relations: এবার ইসরায়েলের পিছনে পড়ল মিশর। ফিলিস্তিনিদের হয়ে এত কথা কেন বলছে দেশটা? শুধু তাই নয়, নেতানিয়াহুর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করে দিল। শুধুই কি ইসরাইলের উপর রাগ নাকি পুরোটাই কূটনৈতিক চাল? গাজার কথা কতটা ভাবছে মিশর? সাম্প্রতিক সময়, মিশরের সঙ্গে ইরানের বন্ধুত্বটাই কি এর আসল...

Calcutta High Court: বউবাজার বিস্ফোরণের অপরাধী খালিদের মুক্তিতে স্থগিতাদেশ প্রধান বিচারপতির বেঞ্চ

১৯৯৩ বউবাজার বিস্ফোরণকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপরাধী খালিদের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। ওই ঘটনার মূল অভিযুক্ত রশিদ খানের ছায়াসঙ্গী ছিল খালিদ।আরও পড়ুন: ফেক ভিডিয়ো তৈরির অভিযোগে ফের উত্তপ্ত সন্দেশখালি, TMC নেতাকে গণধোলাই মহিলাদেরপড়তে থাকুন: অপরাধীর নাম শেখ শাহজাহাঁ...

মোদীর অভিযোগের পরদিনই BJPর বিরুদ্ধে পালটা হুমকির অভিযোগে থানায় সন্দেশখালির মহিলা

সন্দেশখালির মহিলাদের তৃণমূলের গুন্ডারা হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রীর এই অভিযোগের পরদিনই গুরুতর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সন্দেশখালির এক মহিলার দাবি, ধর্ষণের ‘ভুয়ো অভিযোগ’ তুলতে চাওয়ায় তাঁকে বাড়ি এসে হুমকি দিয়ে গিয়েছেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এমনকী থানায় গিয়ে নিরাপত্তা দাবি করেছেন তিনি।আরও পড়ুন:...

Ration Scam: রেশন দুর্নীতিতে ৮৭টা অভিযোগ পেয়েও চোখ কান বুজে বসেছিল পুলিশ, মানল রাজ্য সরকার

রেশন দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য পুলিশ। তাতে রাজ্যে রেশন দুর্নীতির ৮৭টি অভিযোগের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তারা। এই রিপোর্ট খতিয়ে দেখে আগামী ১৭ জুন আদালতে জবাব দেবে ইডি। ২৪ জুন পর্যন্ত রেশন দুর্নীতির ৬টি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ...