Home ভুঁড়িভোজ চিকেন ওটস সুপ – রেসিপি

চিকেন ওটস সুপ – রেসিপি

চিকেন ওটস সুপ – রেসিপি

স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর  ওটস । ওটস এমনি একটি সাস্থসম্মত   খাবার এতে রয়েছে প্রচুর ফাইভার যা ওজন কমাতে সাহায্যে করে। ওটস  ও চিকেন দিয়ে মজার সুপ রান্না করে খেতে পারেন। বিকেলে  জল খাবারের জন্য বানাতে পারেন এই সুপ। আজ আপনাদের জন্য রইল মজাদার চিকেন ওটস সুপ  –  এর রেসিপি ।

উপকরণ

  • মাখন ১ টেবিলচামচ
  • গোল মরিচ গুঁড়ো
  • রসুন কুচি- ১ টেবিলচামচ
  • ওটস- ১কাপ
  • বনলেস চিকেন – ১/২কাপ
  • চিকেন স্টক -৩কাপ অথবা চিকেন স্টক কিউব ২ পিস ৩কাপ জলে মিশিয়ে নিন
  • ধনেপাতা কুচি
  • কাঁচা লঙ্কা কুচি
  • সুইট কর্ন , গাজর , মটর আপনার ইচ্ছামত সব্জি দিতে পারেন
  • নুন

 

প্রণালী

একটি  প্যানে মাখন  দিয়ে রসুন কুচি দিন।

 

একটু ভাজা হলে চিকেন কুচি ও ওটস দিন ।

 

 

সুইট কর্ন, গাজরকুচি বা  অন্য সব্জি কুচি করে কেটে  দিতে পারেন ।

৫ মিনিট ভেজে চিকেন স্টক ও ১/২ চা চামচ গোল মরিচগুঁড়ো দিয়ে  দিন।

 

 

৫ থেকে ১০ মিনিট মিডিয়াম আঁচে রান্না করুন।

ভালো করে ফুটে উঠলে ধনেপাতা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে   দিন।

১/২  মিনিট রান্না করে নামিয়ে নিন।

 

তৈরি মজাদার  চিকেন ওটস সুপ ।

গরম  গরম  পরিবেশন করুন মজাদার  চিকেন ওটস সুপ  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here