Homeভুঁড়িভোজঘরেই তৈরি করুন থাই...

ঘরেই তৈরি করুন থাই – রেসিপি

আপনারা চাইনিজ তো অনেক খেয়েছেন । থাই খাবারও এখন বেশ জনপ্রিয়।  প্রায়ই এই মজাদার  খাবার খেতে আমরা রেস্টুরেন্টে ছুটি। অথচ রেসিপি জানা থাকলে ঘরেই  তৈরি করতে পারেন এই খাবার। আজ রইল  চার ধরনের থাই  রেসিপি আপনাদের জন্য ।

 থাই ফ্রাইড রাইস

 

 

উপকরণ

  • ২ কাপ রান্না করা ভাত
  •  বোন লেস চিকেন ছোট ছোট করে কাটা
  • ১/২ কাপ  পেঁয়াজ  মোটা করে
  • রসুন  ৩/৪ কোয়া
  • সোয়া সস ২ চা চামচ
  • ওয়েস্টার সস ২ চা চামচ
  • ফিস সস ১ চা চামচ
  • স্প্রিং অনিয়ন কুচি
  • সব্জি ( গাজর , মটর শুঁটি , ক্যাপ্সিকাম  আপনার  পছন্দমতো )
  • সাদা তেল
  • ডিম ২ টি
  • নুন

প্রণালী

সোয়া  সস  ও মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখুন।

 

প্যানে তেল গরম করে রসুন কুচি , চিকেনের টুকরো  দিয়ে একটু ভেজে রেখে দিন ।

 

আবার  তেল দিয়ে   ডিমের  ঝুরি বানিয়ে নিন ।

এবার প্যানে তেল দিয়ে সব সব্জি  ও  রসুন কুচি দিয়ে  ভেজে নিন ।

 

ভাজা হলে অল্প অল্প করে ভাত দিয়ে চিকেন কুচি ও  ডিমের  ঝুরির সাথে মিশিয়ে একে একে  পেঁয়াজ কুচি ,ক্যাপ্সিকাম  দিয়ে  ভালো করে  মিশিয়ে  ঢেকে দিন ।

 

সোয়া সস ও ওয়েস্টার সস   দিয়ে  ভালো করে মিশিয়ে নিন ।

সোয়া সসে নুন থাকে তাই নুন দেবার সময় লক্ষ্য রাখবেন ।

স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে ৫ মিনিট রান্না করে নামিয়ে নিন ।

তৈরি আপনার থাই ফ্রাইড রাইস ।

 

 

থাই চিকেন কারি

 

 

উপকরণ

  • বোনলেস চিকেন
  • মোটা করে কাটা পেঁয়াজ ১ কাপ
  • লম্বা করে কাটা থাই পাতা / লেমন গ্রাস
  • রেড থাই কারি পেস্ট-৪টেবিল চামচ
  • আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ
  • সোয়াসস ১ টেবিল চামচ
  • ফিশ সস ১ চা চামচ
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • কাঁচামরিচ ৬/৭টি
  • নারকেল দুধ
  • নুন
  • সাদা তেল

প্রণালী 

চিকেন ধুয়ে  আদা-রসুন বাটা ও নুন  মেখে রেখে দিন ।

 

প্যানে পরিমাণমতো তেল দিয়ে চিকেন   লালচে করে ভেজে রাখুন ।

 

ঐ  প্যানে তেল গরম করে তাতে রসুন দিয়ে ৩ থেকে ৪মিনিট ভেজে নিন।

রেড কারি পেস্ট দিয়ে  কিছুক্ষণ  রান্না করুন ।

এবার চিকেন , লেমন গ্রাস, ফিশ সস, লেবু পাতা এবং নারকেলের দুধ দিয়ে  দিন ।

১৫মিনিট ঢেকে রান্না করুন ।

রান্না প্রায় হয়ে এলে লেমন গ্রাস  , চেরা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা ছড়িয়ে  দিন ।

 

আরও ৩ মিনিট রান্না করে নামিয়ে নিন ।

সার্ভিং ডিশ – এ ঢেলে পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করুন মজাদার থাই চিকেন কারি

থাই চিকেন সুপ

 

উপকরণ

  • চিকেন স্টক ২/৩ কাপ
  •  তেল ১ টেবিল চামচ
  • বোন লেস চিকন লম্বা করে কাটা আধা কাপ
  • খোসা ছাড়ানো চিংড়ি মাছ আধা কাপ
  • ডিমের কুসুম ২ টি
  • চিলি সস- ৩/৪ টেবিল চামচ
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • সোয়া সস ১ টেবিল চামচ
  • কাঁচালঙ্কা কুচি
  • কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • নুন
  • লেবুর রস ১ চা চামচ
  • লেমন গ্রাস / থাই গ্রাস ৪/৫ টি
  • চিনি ১ চা চামচ
  • নুন  স্বাদমতো

প্রণালী
চিকেনের  হাড় নিয়ে ৫ -৬ কাপ জলে  একটু নুন দিয়ে সেদ্ধ করে নিন ।

 

জল শুকিয়ে অর্ধেক হলে চিকেন স্টক তৈরি হয়ে যাবে।

চিকেনের হাড় গুলি সরিয়ে  নিয়ে চিকেন স্টক  আবার গ্যাসে  বসিয়ে দিন।

 

থাই সুপ তৈরির অন্যতম একটি উপকরণ লেমন গ্রাস ।

 

লেমন গ্রাস এর কারনেই সুপ – এ একটা সুন্দর smell আসে ।

লেমন গ্রাস এর গোড়ার দিকটাতেই বেশি smell পওয়া যায় ।

এটি লম্বা  করে  টুকরো করে কেটে  নিন ।

চিকেন স্টকে চিকেন , চিংড়ি মাছ, লেমন / থাই গ্রাস, সোয়াসস, চিলি সস, টমেটো সস,  চিনি ও নুন   দিয়ে দিন ।

ভালো করে নেড়ে মিশিয়ে দিন ।

ডিমের কুসুম একটি বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নিন ।

চিকেন স্টকে ডিম দিয়ে ভালো করে নেড়ে দিন যাতে পুরোপুরি মিশে যায়।

চিকেন ও চিংড়ি মাছ  সেদ্ধ হওয়া পর্যন্ত  গ্যাসের  আঁচ কমিয়ে রান্না করুন ।

সেদ্ধ হয়ে গেলে আধা কাপ জলে  কর্নফ্লাওয়ার গুলে স্টকে দিয়ে দিন।

চিকেন স্টক নাড়তে থাকুন  না হলে  কর্ন ফ্লাওয়ার দলা ধরে যাবে।

২-৩ মিনিট নেড়ে ঘন হয়ে এলে এতে লেবুর রস ও কাঁচা লঙ্কা কুচি  দিয়ে  মিশিয়ে  দিন ।

তৈরি গরম গরম স্পাইসি থাই সুপ

থাই মিক্স চাউমিন

 

উপকরণ

  • সেদ্ধ নুডুলস (একটু  নুন  দিয়ে সেদ্ধ করা )
  • মিক্স ভেজিটেবল জুলিয়ান করে কাট (বাঁধাকপি, ক্যাপ্সিকাম, গাঁজর, ব্রকলি)- ১ কাপ
  • বনলেস চিকেন (জুলিয়ান কাটা)
  • প্রন (লেজ কেটে  খোসা   ছাড়ানো) – ১/২ কাপ
  • ডিম – ২ টি
  • স্প্রিং অনিয়ন
  • চেরা কাঁচা লঙ্কা
  • সাদা তেল
  • সেসিমি অয়েল ১ টেবিল চামচ
  • লাইট সয়া সস ১ টেবিল চামচ
  • ডার্ক সয়া সস ১/২ টেবিল চামচ
  • ওয়েস্টার সস ১ টেবিল চামচ
  • ফিশ সস ১ চা চামচ
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • সুইট চিলি সস ১ টেবিল চামচ
  • চিনি ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ
  • আদা ও রসুন বাটা
  • রেড কারি পেস্ট ১ টেবিল চামচ
  • রসুন  ৪/৫ কোয়া
  • নুন

প্রণালী

চিকন গুলি জুলিয়ান করে   কেটে নিন।

 

চিকেন ও প্রন আলাদা বাটিতে নিয়ে  আদা-রসুন বাটা,  সব গুলো সস, সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ১ ঘন্টা রেখে দিন।

 

 

সব সব্জি গুলি ধুয়ে জুলিয়ান শেপ করে কেটে নিন।

 

এবার একটি বাটিতে সামান্য নুন  দিয়ে ডিম ফেটিয়ে নিন।

একটি প্যানে তেল দিয়ে এই ডিম রোল করে ভেজে নিয়ে তুলে রাখুন ।

এবার নুডুলস – এ সব গুলি সস, সেসিমি অয়েল ও চিনি ভাল করে মিক্স করে রাখুন ।

এবার প্যানে একটু তেল দিয়ে তাতে  রসুন কুচি  ও  পেঁয়াজ দিন।

পেঁয়াজ বাদামী করে যাবে না।

পেঁয়াজ কাঁচা কাঁচাই থাকবে।

পেঁয়াজ এর সাথে  চিকেন ও প্রন  দিয়ে দিন।

চিকেন এমনভাবে ভাজবেন   যেন সেদ্ধ হয়ে যায়।

 

একটু ভেজে   সব্জি গুলি  দিয়ে দিন।

রেড কারি পেস্ট দিয়ে ভালো  করে  মিশিয়ে নিন।
এবার নুডুলসগুলো দিয়ে খুব ভাল করে  নেড়েচেড়ে  একসাথে খুব ভাল করে মিশিয়ে নিন ।

সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে  দিয়ে ভাজুন।

এবার ডিম ও কাঁচালঙ্কা দিয়ে ভাজতে থাকুন।

যদি প্রয়োজন মনে করেন তাহলে নুন দিন।

স্প্রিং অনিয়ন ছড়িয়ে  নামিয়ে  দিন।

 

তৈরি  আপনার থাই  মিস্ক চাউমিন ।

গরম গরম পরিবেশন করুন ।

 

 

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল ব্যবহার করে যেমন দ্রুত সল্টলেক পৌঁছে যাওয়া যায় তেমনি দ্রুত ফিরে আসা যায় রবীন্দ্র সদনে। তাই অফিস টাইমে বহু মানুষ গন্তব্যে পৌঁছনোর জন্য এই উড়ালপুল ব্যবহার করে থাকেন। আর...

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি ঘরে খোঁজ নিলে দেখা যাবে সেখানে আছে খারাপ হয়ে যাওয়া টিভি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, স্মার্ট ওয়াচ, ওয়াশিং মেশিন–সহ আরও অনেক কিছু। এই ই–বর্জ্য অনেকেই রাস্তায় ফেলে দিচ্ছেন বলে অভিযোগ।...

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও নাচিন্দা স্টেশনের মাঝে একটি বালিমাটি বোঝাই মোটর ভ্যান রেল লাইনে আটকে যায়। সজোরে ভ্যানটিতে ধাক্কা মারে ট্রেনটি। ধাক্কায় ভ্যানটি রেল লাইন থেকে ছিটকে নীচে পড়ে। খবরটি "খবর ২৪ ঘন্টা" অ্যাপে পড়ুন

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা দিয়েছে। আজ, রবিবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতির পাশাপাশি মালদায় গরম ও অস্বস্তি রয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে গরম আছে। পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সর্তকতা...

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল চোরা শিকারি। যারা মূলত হরিণ শিকার করে। মাথায় ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে। দেহ উদ্ধার করে কোস্টাল থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহ ময়না তদন্তের...

Israel–Hamas war: হামাসের সাহসে ইসরায়েলের আঁতে ঘা, ফিলিস্তিনকে সাহস যোগাচ্ছে বড় বড় দেশ

  Israel–Hamas war: মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। আর সেখানে বারংবার কেন্দ্রবিন্দুতে চলে আসছে একটাই নাম। সেটা হল হামাস। গত সাত মাস হয়ে গিয়েছে, গাজায় অব্যাহত ইসরায়েলের হামলা। কিন্তু এখনো পর্যন্ত নির্মূল করতে পারেনি হামাসকে। সাম্প্রতিক ডেটা অনুযায়ী, গাজায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে হামাস।...

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে  

ডেস্ক: সোমবার ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যাঁদের ভাগ্য নির্ধারিত হচ্ছে তাঁদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য নাম রাহুল গান্ধী এবং স্মৃতি ইরানি। বিশিষ্টদের তালিকায় রাহুল গান্ধীর নাম স্বাভাবিক ভাবে এলেও স্মৃতি ইরানির নাম আসার কারণ কী? শুধুই কি কেন্দ্রীয় মন্ত্রী বলে? না। স্মৃতি ইরানির...

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ উধাও হয়ে গিয়েছে। পুলিশের বাজেয়াপ্ত করা সিসিটিভিতে ঘটনার ফুটেজ ফাঁকা দেখাচ্ছে। বিভব কুমারের রিমান্ড নেওয়ার সময় দিল্লি পুলিশ আদালতে এ কথা...

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তিনি জঙ্গলমহল মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনিয়েছিলেন। পাশাপাশি তাঁর দাবি, যদি ছত্রধর মাহাতো ‘তাঁর লোক’ হয় তবে কিষাণজিও ‘তাঁর লোক’। তাই জানেশ্বরী হত্যাকাণ্ডের দায়ও...

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৭টি কেন্দ্র রয়েছে। ভোট শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। নির্বাচন কমিশনের হিসেবমতে ৬৯৫ জন প্রার্থীর...

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের আকৃষ্ট করতে অর্থশক্তির ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ধারাবহিক পদক্ষেপে লোকসভা নির্বাচনের সময় অবৈধ অর্থ ও মাদক উদ্ধারের রেকর্ড করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশনের পদক্ষেপে ৮৮৮৯ কোটি টাকা...

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। আর এবার বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুনের মামলায় তৎপর হল এনআইএ। আজ শনিবার পূর্ব মেদিনীপুরের ময়নায় পৌঁছন এনআইএ’র তদন্তকারী আধিকারিকরা। এই মামলায় আগেই এনআইএকে...